One Page Return Form 2023 । ৫ লাখ টাকার কম আয়ের এক পাতার রিটার্ন দাখিল করা যাবে?
অনলাইনে রিটার্ণ দাখিল ব্যবস্থা এখনও সচল হয়নি তবে রিটার্ণ ম্যানুয়ালী বা অফিসে গিয়ে দাখিল করার ব্যবস্থা রয়েছে-One Page Return Form 2023
এক পাতার রিটার্ণ ফর্ম কি এ বছর কার্যকর আছে? – হ্যাঁ। ২০২৩-২৪ কর বর্ষেও দাখিল করা যাবে এক পাতার ফরম। বার্ষিক করযোগ্য আয় পাঁচ লাখ টাকার কম হলে ও সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার নিচে থাকলে এবার এক পাতার আয়কর বিবরণী জমা দিলেই হবে। এ ধরনের করদাতার জন্য এক পাতার একটি ফরম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সঙ্গে কি কি ডকুমেন্ট দিতে হবে? আয়কর বিবরণী দাখিলের সময় প্রমাণ হিসেবে কিছু কাগজপত্র জমা দিতে হয়। এখন সেসব কাগজপত্র জোগাড় করতে হবে। এগুলোর অন্যতম হলো বেতন খাতের আয়ের দলিল, সিকিউরিটিজের ওপর সুদ আয়ের সনদ, ভাড়ার চুক্তিপত্র, পৌরকরের রসিদ, বন্ধকি ঋণের সুদের সনদ, মূলধনি সম্পদের বিক্রয় কিংবা ক্রয়মূল্যের চুক্তিপত্র ও রসিদ, মূলধনি ব্যয়ের আনুষঙ্গিক প্রমাণপত্র, শেয়ারের লভ্যাংশ পাওয়ার ডিভিডেন্ড ওয়ারেন্ট, সুদের ওপর উৎসে কর কাটার সার্টিফিকেট।
কর রেয়াতের ডকুমেন্ট লাগে? হ্যাঁ। কর রেয়াত নিতে চাইলে বেশ কিছু কাগজপত্র লাগবে। সেগুলোর মধ্যে অন্যতম হলো জীবনবিমার কিস্তির প্রিমিয়াম রসিদ, ভবিষ্য তহবিলে চাঁদার সনদ, ঋণ বা ডিবেঞ্চার, সঞ্চয়পত্র, শেয়ারে বিনিয়োগের প্রমাণপত্র, ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) চাঁদার সনদ, কল্যাণ তহবিলের চাঁদা ও গোষ্ঠী বিমার কিস্তির সনদ, জাকাত তহবিলে দেওয়া চাঁদার সনদ।
আয়কর রিটার্ন ফরম ২০২২-২০২৩ pdf । আয়কর রিটার্ন ফরম pdf
এক পাতার রিটার্ণ ফরম ২০২০ সালে প্রকাশিত হয়েছে। তবে এটি দিয়ে এ বছরও রিটার্ণ দাখিল করা যাবে।
Caption: Download Word File
ওয়ান লিফ রিটার্ন ফরম ২০২৩ । এক পৃষ্ঠার রিটার্ণ ফর্মে কি কি তথ্য দিতে হবে?
- এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে এগুলো হচ্ছে নাম,
- জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর,
- কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, করবর্ষ,
- আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস,
- মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর,
- কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে),
- এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয়।
মোবাইল রিচার্জ তথ্যও দিতে হবে?
হ্যাঁ। বার্ষিক পাঁচ লাখ টাকার বেশি আয় এবং ৪০ লাখ টাকার বেশি সম্পদ থাকলেই সম্পদের বিবরণীসহ জীবনযাত্রার বিবরণী জমা দিতেই হবে।জীবনযাত্রার খরচের বিবরণীতে এবার মোবাইল ফোনের রিচার্জ, ইন্টারনেট প্যাকেজের তথ্যও দিতে হবে। নতুন আয়কর আইন অনুযায়ী, রিটার্ন জমার সময় জীবনযাত্রার খরচের বিবরণী দাখিলের সব তথ্য দিতে হবে। এ ছাড়া গ্যাস, পানি ও বিদ্যুৎ বিলের তথ্যও দিতে হবে। আইটি ১১গ (২০২৩) ফরমে জীবনযাত্রার ব্যয়-সম্পর্কিত বিষয়াবলি দিতে হয়।