জন্ম নিবন্ধন

Birth and Death Registration Papers 2024 । জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেখুন

জন্ম নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র- (ক) ব্যক্তির জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে দাখিলকৃত আবেদনপত্রের সাথে নিম্নলিখিত প্রমাণাদি সংযুক্ত করতে হবে – Birth and Death Registration Papers

কত দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হয়? –ব্যক্তির জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে দাখিলকৃত আবেদনপত্রের সাথে প্রমাণাদি সংযুক্ত করতে হবে। জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা উক্ত প্রতিষ্ঠান হতে প্রাপ্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ এটেন্ডেন্ট এর প্রত্যয়ন বা অন্য কোন প্রমাণপত্র এবং ব্যক্তির স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহীর জন্ম নিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা অন্য কোন প্রমাণপত্র; অথবা নিবন্ধনাধীন ব্যক্তির নিজের বা পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র; এবং
নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র।

বয়স প্রমানে চিকিৎসক প্রদত্ত প্রত্যয়নপত্র হলে কি চলবে? ব্যক্তির জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পরে দাখিলকৃত আবেদনপত্রের সাথে উপযুক্ত দলিলাদি ছাড়াও প্রমাণাদি সংযুক্ত করতে হবে। জন্মের ৫ (পাঁচ) বৎসরের মধ্যে আবেদন করলে যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্রে ইপিআই কর্মীর প্রত্যয়ন অথবা ইপিআই কার্ডের অনুলিপি। জন্মের ৫ (পাঁচ) বৎসর পর আবেদন করলে বয়স প্রমাণের জন্য উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র; অথবা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অনুরূপ পরীক্ষার শিক্ষাগত সনদপত্র। জন্ম নিবন্ধন সংশোধন ফরম ২০২৩ । Birth and Death Correction Application Form

এখন পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর এবং এনআইডি নম্বর ছাড়াও সন্তানের জন্ম নিবন্ধন করা যাবে । জন্ম নিবন্ধন এখন আরও সহজীকরণ করা হয়েছে

জন্ম নিবন্ধন আবেদন ও সংশোধন সহজ হল- নতুন জন্ম নিবন্ধন করতে পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ এবং এনআইডি বাধ্যতামূলক ছিল। কিন্তু সরকার জটিলতা নিরসনে পিতা বা মাতা দুজনের ক্ষেত্রেই নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর না দিলেও হবে। শুধুমাত্র পিতা মাতার নাম দিলেই হবে। জন্ম প্রমানক হিসেবে টিকা কার্ড এবং স্থায়ী ঠিকানার জন্য জমি বা বাড়ির খাজনা রশিদ বা বিদ্যুৎ বিলের কপি জমা দিলেই হবে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ । পিতা মাতার জন্ম নিবন্ধন ও NID ছাড়াই আবেদন করা যাবে।

Caption: Birth Certificate Correction System। জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র- ব্যক্তির মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে দাখিলকৃত আবেদনপত্রের সাথে  এক বা একাধিক প্রত্যয়ন বা কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে

  • (ক) সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান বা চিকিৎসক কর্তৃক প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়ন পত্র; অথবা
  • (খ) সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র; অথবা
  • (গ) মৃত ব্যক্তির ময়না তদন্ত প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি; অথবা
  • (ঘ) সংশ্লিষ্ট সমাধি বা সৎকারস্থলের কেয়ারটেকার কর্তৃক প্রদত্ত দাফন বা সৎকার রসিদের অনুলিপি; অথবা (ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কর্তৃক প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়ন পত্র; অথবা
  • (চ) মৃত ব্যক্তির জানাযা সম্পন্নকারী ইমাম এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে পুরোহিত বা সৎকার (অন্ত্যেষ্টিক্রিয়া) সম্পন্নকারী কর্তৃক মৃত্যু সংক্রান্ত প্রত্যয়ন পত্র;
  • (ছ) (ক) হতে (চ) তে বর্ণিত প্রত্যয়ন পত্র পাওয়া সম্ভব না হলে, সেক্ষেত্রে নিবন্ধক যেরূপ প্রয়োজন মনে করেন মৃত্যু সংক্রান্ত সেরূপ অন্য কোন কাগজপত্রাদির অনুলিপি;
  • (জ) মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ; এবং
  • (ঝ) মৃত্যু নিবন্ধনের জন্য আবেদনকারী ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের কপি।
    ব্যক্তির মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর দাখিলকৃত আবেদনপত্রের সাথে উপর্যুক্ত প্রত্যয়ন বা কাগজপত্রাদি ছাড়াও বিলম্বের কারণ সম্বলিত ব্যাখ্যা দাখিল করতে হবে।

জন্ম নিবন্ধনে বয়স কমানো যাবে না?

না – বয়স কমিয়ে জন্ম নিবন্ধন করা একটি ক্রাইম। জন্ম নিবন্ধন আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করেন বা করার চেষ্টা করেন। (৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন নিবন্ধক উপ-ধারা (২) এ উল্লিখিত মিথ্যা তথ্য, লিখিত বর্ণনা বা ঘােষণা সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও জন্ম বা মৃত্যু নিবন্ধন করেন তাহা হইলে সংশ্লিষ্ট নিবন্ধক অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে অথবা অনধিক এক বৎসর বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে সক্ষম হন যে উক্ত অপরাধ তাঁহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রােধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।” জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৩ । জন্ম নিবন্ধন না করালে ৫০০০ টাকা জরিমানা হতে পারে

Birth Certificate Correction System 2023 । অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *