অনলাইন/ম্যানুয়াল রিটার্ন দাখিল ২০২৪ । ভুল আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে করণীয় কি?
সকল ধরণের ব্যাংকার, সরকারি চাকরিজীবি (ঢাকা, নারায়ণগঞ্জ বা গাজীপুর কর অঞ্চলের আওতাধীন), মোবাইল টেলিকম সম্পর্কিত কোন প্রতিষ্ঠান/ইউনিলিভার/ব্রিটিশ আমেরিকান টোব্যাকো/ম্যারিকো বার্জার পেইন্টস/বাটা সু/নেসলে বাংলাদেশ এ কর্মরতদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেও বাধ্যতামূলক হবার পর থেকে একদিকে যেমন অনেকেই না বুঝে অনলাইন রিটার্ন দাখিল করছেন, অন্যদিকে তাদের রিটার্নে প্রচুর পরিমাণ ভুল ধরা পড়ছে-অনলাইন/ম্যানুয়াল রিটার্ন দাখিল ২০২৪
কত দিনের মধ্যে সংশোধনী রিটার্ন দাখিল করতে হবে? আমাদের কাছে প্রতিদিন অসংখ্য মানুষ ফোন দিয়ে বলছে, কেউ রিটার্নে সঞ্চয়পত্র দেখান না, কেউ তাদের বিগত জমানো টাকা কম দেখিয়েছেন, কেউ আবার তার নামে থাকা জমি/ফ্ল্যাট দেখাতে ভুলে গেছেন, কেউ আবার নিট সম্পদ শূন্য করে দিয়েছে। সাধারণত প্রথমবার আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এ ধরণের ভুল বেশি হচ্ছে। যারা ইতিমধ্যে ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ন অনলাইন/ম্যানুয়ালি জমা দিয়েছেন এবং যেকোনো কারণবশত সেখানে ভুল করেছেন তাদের জন্য এখন করনীয় হচ্ছে, সংশোধিত রিটার্ন (Revised Return) দাখিল করতে হবে। আপনার আয়কর রিটার্ন দাখিলের ১৮০ দিন বা মাসের মধ্যে আপনাকে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। সংশোধিত রিটার্ন ১৮০(২) ধারায় দাখিল করতে হবে।
অনলাইনে দিলে কিভাবে সংশোধনী দাখিল করবো? আপনি নতুনভাবে আয়কর রিটার্ন তৈরি করে, অবশ্যই তার প্রথম পাতার উপরে ‘১৮০(২) ধারায় ভুল সংশোধনী রিটার্ন’ উল্লেখ করে দিবেন। সংশোধিত রিটার্নের সাথে উপকর কমিশনার বরাবর একটি আবেদন পত্র দাখিল করবেন যেখানে আপনার সকল ভুলের শিষ্ট্য ও কারণ ব্যাখ্যা করে দিবেন। কিন্তু সংশোধিত নির্বাচিত হয়ে দাখিলের পূর্বেই যদি আপনার আয়কর রিটার্ন ফাইল ১৮২ ধারায় অডিটের জন্য তবে আপনার সংশোধিত রিটার্ন গ্রহণ করা হবে না। মনে রাখবেন, সংশোধনী আয়কর রিটার্ন অনলাইনে দেওয়ার কোনো সুযোগ নেই। তাই ভুল অনলাইন/ম্যানুয়াল রিটার্নে হোক, সংশোধনী আয়কর রিটার্ন আপনার সংশ্লিষ্ট আয়কর অফিসেই জমা দিতে হবে।
আয়কর রিটার্ন কি ? আয়কর কর্তৃপক্ষের নিকট আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন ফরম এর কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর আইন অনুযায়ী আয়কর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
বিভাগীয় বা জেলা সদরে, পৌরসভা, সিটি কর্পোরেশনের আওতায় বাস করেন এমন কারও যদি- একতলার অধিক বাড়ী থাকে এবং প্রতি তলার আয়তন ১৬০০ বর্গফুটের চেয়ে বেশী হয় এবং একটি মোটর গাড়ী থাকে।
ট্রেড লাইসেন্স এবং ব্যাংক একাউন্ট আছে এমন ব্যবসায়ী; (৩) ডাক্তার, দন্ত চিকিৎসক, ইঞ্জিনিয়ার, স্থপতি, আইনজীবী, চার্টার্ড একাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বা এ ধরণের কোন পেশাজীবী সংস্থার সদস্য এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ বা ট্রেড এসোসিয়েশনের সদস্য; (৫) ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদের কোন পদে নির্বাচনে অংশগ্রহণকারী।
Caption: etaxnbr.gov.bd
রিটার্ন দাখিল বাধ্যতামূলক ২০২৪ । সরকারি কর্মচারীদের রিটার্ন দাখিল করতেই হবে
- সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের আহ্বানে টেন্ডারে অংশগ্রহণকারী;
- যার টিআইএন আছে;
- চলতি বছরের আগের তিন বছরে কখনো যার আয় করযোগ্য ছিল;
- যিনি করদাতা হওয়ার ই”ছা পোষণ করেন ।
রিটার্ন ফরম কোথায় পাওয়া যায়?
আয়কর রিটার্ন ফরম কর সার্কেলসহ বিভিন্ন কর অফিসে বিনাম—ল্যে পাওয়া যায়। রিটার্ন ফরম জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট www.nbr-bd.org থেকেও download করা যায় ৷ www.nbr.gov.bd । ব্যক্তি শ্রেণীর করদাতার ক্ষেত্রে প্রতি বছর ১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। উপযুক্ত কারণ দেখিয়ে করদাতা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য উপ কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারেন। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির আওতায় রিটার্ন দাখিল করা সম্ভব।