ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পদ্ধতি ২০২৪ । নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে?
ক্যাম্পেইন চলাকালে আপনি কি ভোটার হতে পারেন নি? জাতীয় পরিচয়পত্রটি আপনার জরুরি দরকার। জেনে নিন কিভাবে ভোটার রেজিষ্ট্রেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন-ভোটার আইডি কার্ড সংগ্রহ করার পদ্ধতি ২০২৪
কত বছর বয়সে ভোটার হওয়া যায়? বাংলাদেশে যিনি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন। উক্ত ব্যক্তিকে বাংলাদেশী হতে হবে। ১৮ (আঠারো) বছর বয়স হতে হবে। বাংলাদেশের কোন কোর্ট অসুস্থ মষ্তিক বা পাগল বলে ঘোষনা করেনি অর্থাৎ উক্ত ব্যক্তিকে সুস্থ মষ্তিকের হতে হবে। নির্দিষ্ট কোন ভোটার এলাকায় নিয়মিত বসবাস করেন।
জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার পদ্ধতি? উপরে উল্লেখিত ব্যক্তি ফরম-২(ডাউনলোড করুন) পুরণ করে জেলা ইলেকশন অফিসার বরাবর আবেদন করবেন। আরো যেসব কাগজপত্র সাথে নিতে হবে তা হলো নাগরিক সনদপত্র (ইউনিয়ন পরিষদ/ সিটি করপোরেশান কমিশনার কর্তৃক প্রদানকৃত)। খাজনা রশিদ বা বাড়ি ভাড়ার রশিদ বা বিদ্যুৎ/গ্যাস/পানির বিলের কাগজ। জন্ম নিবন্ধন সনদ বা এস.এস. সি পরীক্ষার সার্টিফিকেট বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যা বয়স প্রমাণ করে। এছাড়া বাবা/মা/স্বামী/স্ত্রী-এর জাতীয় পরিচয়পত্র এবং টিন (TIN-Tax Identification Number) সার্টিফিকেট সঙ্গে নিতে পারেন।
এনআইডি কার্ডের মেয়াদ কত দিন? জাতীয় পরিচয়পত্রের মেয়াদ ১৫ বছর পর্যন্ত এবং মেয়াদ শেষষ হওয়ার ছয় মাস আগেই নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য জেলা ইলেকশন অফিসার বরাবর আবেদন করতে হবে। ফিস জাতীয় পরিচয়পত্র সংগ্রহের জন্য এখন পর্যন্ত কোন ফি নির্ধারিত হয়নি।
নতুন ভোটার নিবন্ধন করার জন্য যা যা করণীয়/ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে যে সব কাগজপত্র নিয়ে যাবেন
অফিস ঠিকানা : ন্যাশনাল আইডি উইং [ National ID Wing (NIDW) ] ইসলামিক ফাউনডেশন ভবন [Islamic Foundation Bhaban (6th- 9th Floor)] আগারগাঁও, ঢাকা, বাংলাদেশ। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: ১. http://www.nidw.gov.bd ২. http://www.ecs.gov.bd
Caption: ecs.gov.bd
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ২০২৪ । অনলাইনে ফরম পূরণের পর কি করতে হবে?
- www.services.nidw.gov.bd এই লিংকে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে।
- এরপর পুরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফরমের ক্রমিক ৩৪,৩৫ এ পিতা/মাতা/স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ চেয়ারম্যান/মেম্বারের নাম, আইডি নং এবং স্বাক্ষর ও সিল দিতে হবে।
- এরপর এস এম এস পাওয়ার পর অফিসে এসে বায়োমেট্রিক আপডেট করতে হবে।
ঠিকানা কিভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?
শুধুমাত্র আবাসস্থল পরিবর্তনের কারনেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/ থানা নির্বাচন অফিসে ফর্ম ১৩ এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।