সম্পদের হিসাব ফরম ২০২৪ । স্থাবর ও অস্থাবর সম্পত্তির সাথে দায়ের হিসাব দাখিলের সময় ১ মাস বাড়লো?
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করতে হবে -আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে হবে- একই নম্বর ও তারিখের স্থলাভিষিক্ত দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে–সম্পদের হিসাব ফরম ২০২৪
সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ০১.০৯.২০২৪ তারিখে ‘সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে গত 02.09.2024 তারিখে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নিমিত্ত প্রণয়নকৃত ফরমেট এসাথে সংযুক্ত ছক-‘ক’, ‘খ’ ও ‘গ’ মারফত সরকারের নিকট ৩০/০৬/২০২৪ তারিখ পর্যন্ত অর্জিত সম্পদ বিবরণী নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সম্পদের হিসাব বিবরণী ২০২৪ । ৩০ নভেম্বরের মধ্যে হিসাব জমা দিতে হবে সকল কর্মচারীদের
ক্যাডার/প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা (৯ম গ্রেড এবং তদূর্ধ্ব) তাঁর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয়ের সচিব এর নিকট তাঁর সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।
Caption: Full Gazette Form Download
সবারই কি সম্পদের হিসাব দিতে হবে?
সরকারি দ্বিতীয় শ্রেণির গেজেটেড/নন-গেজেটেড কর্মকর্তাগণ (১০ম গ্রেড) নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাঁর সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন। মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীনস্ত সরকারি অফিস/প্রতিষ্ঠানের গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীগণ তাঁদের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট তাঁদের সম্পদ বিবরণী নির্ধারিত সময়ে দাখিল করবেন।