GPF Balance Check BD । আপনার জিপিএফ এর মোট স্থিতি এবং প্রফিট দেখতে যা করবেন
ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৪টি অগ্রিম নেয়ার সুযোগ আছে তবে ৫২ বৎসর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিম এর ক্ষেত্রে নির্দিষ্ট নেই- তবে স্বাভাবিক ভাবে তিনবার মঞ্জুর করে থাকে–GPF Balance Check BD
জিপিএফ নমিনি দিতে হয়? হ্যাঁ। চাঁদাদাতা তার পরিবারের সদস্য নয়, এমন কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে মনোনয়ন করতে পারবনে না। চাঁদাদাতা যদি অবিবাহিত হন, তবে পিতা/মাতা/ভাই/বোনকে মনোনয়ন করতে পারবেন। তবে উক্ত কর্মচারীর পরিবার হওয়ার সংগে সংগে পরিবার বহির্ভূত ব্যক্তিকে মনোনয়ন দান সংক্রান্ত মনোনয়ন পত্র আপনা হইতে বাতিল হয়ে যাবে। নমিনি পরিবর্তন করা যায় তবে পরিবারের সদস্যের নামে নমিনি থাকলে, বিবাহ করার পর স্বয়ংক্রিয়ভাবে স্ত্রীর নামে নমিনি হয়ে যায়।
জিপিএফ অগ্রিমের জন্য কোথায় আবেদন করতে হয়? আবেদনকারী জিপিএফ অগ্রিম এর আবেদন করলে ডেলিগেশন ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ অগ্রিম মঞ্জুর করেন। প্রথমে অগ্রিম উত্তোলনের জন্য স্ব-অফিসে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরী ইস্যু করে জিপিএফ অগ্রিমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করলে, হিসাবরক্ষণ অফিস ব্যক্তির নির্দ্দিষ্ট জিপিএফ একাউন্টস এর পৃষ্টায় নোট উল্লেখ পূর্বক পরিশোধ করেন। অগ্রিম বাবদ গৃহিত অর্থ চালানে জমা দেয়া যায় না। বেতন হতে কিস্তির মাধ্যমে আদায় করা হয়।
জিপিএফ ঋণ কিভাবে পরিশোধ করতে হয়? অগ্রিম উত্তোলন করলে অগ্রিম উত্তোলিত টাকা জিপিএফ স্থিতি হতে সমন্বয় হবে। যে মাসে অগ্রিম উত্তোলন করেন তার পরবর্তী মাসের বেতন বিল হতে উত্তোলিত টাকায় কোন সুদ প্রাপ্য হবেন না। অগ্রিম উত্তোলিত টাকা কর্তন করলে বিনিয়োগ হিসাবে গণ্য হবে। উত্তোলিত অগ্রিম জিপিএফ স্থিতি হতে বিয়োগ হয় বিধায় স্থিতি কমে যায়। বৎসরের মাঝখানে জিপিএফ এর টাকা কমানো বাড়ানো যায় না। তবে বিশেষ প্রেক্ষিতে বৎসরের মাঝখানে টাকা কমানো বাড়ানো যায়।
বর্তমানে জিপিএফ এর সুদের হার ১৩% / মূল বেতনের সর্বোচ্চ ২৫% সর্বনিম্ন ৫%।
একজন সরকারি কর্মচারী চাকুরীর মেয়াদ ২ বৎসর পূর্ণ হওয়ার পর এই তহবিলে যোগদান করা বাধ্যতামূলক। তবে একজন সরকারী কর্মচারী ইচ্ছা করলে ২ বৎসর পূর্ণ হওয়ার পূর্বেও তহবিলে যোগদান করতে পারবেন।
Caption: www.cafopfm.gov.bd
জিপিএফ ব্যালেন্স চেক করার সহজ উপায় ২০২৪ । নিজের তথ্য নিজেই দেখুন অন্য কারও সাহায্য লাগবে না
- প্রথমে https://www.cafopfm.gov.bd লিংকে প্রবেশ করুন।
- এরপর GPF Information এর নিচে Click Here এ ক্লিক করুন।
- আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর এবং মোবাইল নম্বর প্রদান করুন।
- সাবমিট বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে একটিভ ওটিপি যাবে
- এটি (ওটিপি) বসিয়ে সাবমিট করলে মূল স্ক্রিন চলে আসবে।
- এখানে জিপিএফ একাউন্ট স্লিপে অর্থ বছর ২০২৩-২৪ সিলেক্ট করুন।
- GO তে ক্লিক করলে প্রফিট সহ মোট স্থিতি দেখতে পাবেন ।
জিপিএফ এর টাকা একবারে তোলা যায় না?
যায়। চাকরি ছাড়লে বা পিআরএল শুরু হলে সব টাকা একবারে তোলা যায়। জিপিএফ চূড়ান্ত উত্তোলনের জন্য ৬৬৩ নং ফরম পূরণপূর্বক আবেদনকারী চূড়ান্ত উত্তোলনের জন্য আবেদন করবেন। স্ব-স্ব কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে হিসাবরক্ষণ অফিস কর্তৃক চূড়ান্ত উত্তোলনের অথরিটি ইস্যু করার জন্য পত্র জারী করবেন। হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর সমুদয় জিপিএফ হিসাবের সুদ ও আসল নির্ণয়পূর্বক অথরিটি ইস্যু করেন। উক্ত অথরিটির ভিত্তিতে স্ব স্ব সরকারি কর্তৃপক্ষ চূড়ান্ত পরিশোধের নিমিত্তে মঞ্জুরীসহ বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল করেন। অতপরঃ হিসাবরক্ষণ অফিস জিপিএফ চূড়ান্ত বিল পরিশোধ করেন।
Salary Refund Challan Code । সরকারি কোষাগারে অতিরিক্ত গৃহীত বা টাকা ফেরত দেওয়ার কোড জেনে নিন
Pingback: Smooth Facebooking by Opera mini । কোন ভিপিএন ছাড়া বাধা ছাড়া ইন্টারনেট ব্যবহার করুন - Claimbd