Two Bkash Account by One NID । ০১ টি এনআইডি দিয়ে কয়টি বিকাশ একাউন্ট খোলা যায়
বাংলাদেশে বিকাশ সবচেয়ে জনপ্রিয় একটি মোবাইল ফিন্যান্সিয়াল কোম্পানি। ১টি এনআইডি দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য একটি একাউন্ট এবং ব্যবসায়িক কাজের জন্য আরও একটি বিকাশ একাউন্ট খোলা যায় –Two Bkash Account by One NID
বিকাশ একাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগে? নতুন বিকাশ একাউন্ট খোলা একদম সিম্পল ! বর্তমানে সকল এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন এবং রবি গ্রাহকগণ বিকাশ একাউন্ট খুলতে পারবেন নিজের ফোনের বিকাশ অ্যাপ থেকেই! বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই ঘরে বসে একাউন্ট খুলতে পারবেন। বিকাশ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলতে যা লাগবে তা হল ১টি স্মার্টফোন এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি। ফটোকপি হলে হবে না।
নিজে নিজেই বিকাশ একাউন্ট খোলার প্রক্রিয়া কি? বিকাশ অ্যাপে গিয়ে লগইন/রেজিস্টার-এ ট্যাপ করুন। অপারেটর বেছে নিয়ে আপনার মোবাইল নাম্বারটি দিন। মোবাইল নাম্বারে পাঠানো ভেরিফিকেশন কোড দিয়ে পরের ধাপে যান। শর্তাবলি পড়ে সম্মতি দিয়ে সামনে এগিয়ে যান। আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলুন। প্রয়োজনীয় তথ্য চেক করে এগিয়ে যান। ফোনের ক্যামেরা দিয়ে নিজের চেহারার ছবি তুলুন। এবার তথ্য সাবমিট করে এগিয়ে যান। ভেরিফিকেশনের কনফার্মেশন এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। এই তথ্য যাচাই করতে বিকাশ-এর ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। কনফার্মেশন এসএমএস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিন সেট করতে হবে। পিন সেট করতে অ্যাপে এসে ‘পিন সেট করুন’-এ ট্যাপ করে ৫ সংখ্যার পিন দিয়ে নিশ্চিত করুন। এবার বিকাশ অ্যাপে লগইন করুন। আপনার পিন নাম্বারটি সবসময় গোপন রাখুন।
দোকানে গিয়ে বিকাশ একাউন্ট খোলা যাবে না? যাবে। ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে ই-কেওয়াইসির মাধ্যমে একাউন্ট খুলুন। নিকটবর্তী ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্টে বিকাশ একাউন্ট খুলতে নিয়ে আসুন আপনার মোবাইল ফোন, পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি। এজেন্ট আপনার মোবাইল নাম্বার ও অপারেটর নিশ্চিত করে একাউন্ট খোলার জন্য অনুমতি নেবেন। আপনার নাম্বারে পাঠানো রেফারেন্স নাম্বারটি নেবেন।আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশের ছবি তুলবেন। এজেন্ট ই-কেওয়াইসি এন্ট্রির জন্য আপনার একটি ছবি তুলবেন। সফল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
বিকাশ ব্যক্তিগত এবং রিটেইল একাউন্ট /আপনার ব্যবসায় প্রসার ঘটাতে আপনার সুবিধার্থে বিকাশ নিয়ে এসেছে রিটেইল একাউন্ট।
একটি ব্যক্তিগত একাউন্ট এবং বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট ১টি এনআইডি দিয়ে খোলা যাবে। একটি এনআইডি দিয়ে দুটি ব্যক্তিগত বিকাশ একাউন্ট খোলা যাবে না।
Caption: bkash Facilities
দ্বিতীয় বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ । বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন করতে কি কি প্রয়োজন?
- বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট -এ রেজিস্ট্রেশন করতে আপনার নিজ নামে নিবন্ধিত একটি বৈধ মোবাইল নাম্বার যাতে কোন বিকাশ একাউন্ট ইতিমধ্যে খোলা নেই, তা বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য ব্যবহার করতে হবে।
- আপনার একটি বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
- আপনার মোবাইল সিমের মালিকানার এস এম এস থাকতে হবে।
- আপনার নিজের ছবি তুলতে হবে।
বিকাশ একাউন্ট একটিভ করে কিভাবে?
প্রথমে *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান। “অ্যাক্টিভেট মোবাইল মেন্যু” বেছে নিন। বিকাশ একাউন্টের জন্য ৫ ডিজিটের পিন নাম্বারটি প্রবেশ করান। কনফার্ম করার জন্য আপনার পিন নাম্বারটি আবার প্রবেশ করান। আপনার পিন নাম্বারটি সব সময় গোপন রাখুন। সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবার পর, আপনার মোবাইল নাম্বারটি আপনার বিকাশ একাউন্ট নাম্বার হিসেবে গণ্য হবে। আপনার একাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হওয়ার পর *247# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ ডাউনলোড করে দিন-রাত ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন বিকাশ-এর সকল সেবা উপভোগ করতে পারবেন।
বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন করার পদ্ধতি কি? বিকাশ ওয়েবসাইট থেকে ‘বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট’ -এ ক্লিক করুন। নিয়ম ও শর্তসমূহে সম্মতি দিয়ে আবেদন করুন। যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তা দিন; এবং অপারেটর সিলেক্ট করুন। এসএমএস এ আসা ‘রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড’ দিয়ে মোবাইল নাম্বার যাচাই করুন। এবার একটি রেজিস্ট্রেশন ফর্মে ব্যাক্তিগত তথ্য দিন। তারপর আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য দিন। এবার আপনার নিজের ছবি তুলুন ও প্রয়োজনীয় কিছু ছবি বা স্ক্রিনশট আপলোড করুন। সবশেষে রেজিস্ট্রেশনের জন্য তথ্য জমা দিন। এরপর আবেদন আইডি সহ একটি অভিনন্দন বার্তা পাবেন। আবেদন আইডি দিয়ে আপনার আবেদন এর স্ট্যাটাস দেখতে পারবেন। আপনার প্রদত্ত সব তথ্য যাচাই বাছাই শেষে আবেদনটি গ্রহণ করে বিকাশ পার্সোনাল একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আপনি একটি ‘অভিনন্দন’ বার্তা এসএমএস -এর মাধ্যমে পাবেন। এরপর *২৪৭# ডায়াল করে, একাউন্টের পিন সেট করে ব্যবহার শুরু করতে পারবেন।
পার্সোনাল রিটেইল একাউন্ট (পিআরএ) | |||
লেনদেনের ধরন | প্রতি লেনদেন
(টাকা) |
দৈনিক লেনদেনের লিমিট (টাকা) | মাসিক লেনদেনের লিমিট (টাকা) |
গ্রাহকের পেমেন্ট গ্রহন | ৩০,০০০ | ৩০,০০০ | ৫০০,০০০ |
মার্চেন্ট টু মার্চেন্ট (সেন্ড) | ৩০,০০০ | ৫০,০০০ | ৪ ৫০,০০০ |
মার্চেন্ট থেকে গ্রাহক (সেন্ড মানি) | ১০,০০০ | ১০,০০০ | ১০০,০০০ |
মোমেন্টারি ব্যালেন্স | ৫০০,০০০ | ||
মার্চেন্ট থেকে এজেন্ট
(এটিএম-এর সাথে সম্পৃক্ত) |
২০,০০০ | ২০,০০০ | ৩০০,০০০ |
এম২ডি | NA | ||
এটিএম সেটেলমেন্ট | ৩,০০০ | ২০,০০০ | ৩০০,০০০ |