Birth Certificate Verify 2025। জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম জানেন কি?
Online Birth Certificate Verification from Bangladesh is very easy. You can verify anyone’s birth Certificate by online.
You just need his Birth Registration Number and his date of birth. after getting this two thing you have to go through the link – Birth and Death Verification. This is very easy way to verification. জন্ম নিবন্ধন সংশোধনের নিয়ম ২০২৪
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করে আপনি শুধুমাত্র Birth and Death Verification এই ওয়েব সাইট ভিজিট করবেন। ওয়েব সাইটে প্রবেশ করার পর যে ব্যক্তির জন্ম নিবন্ধন আপনি যাচাই করতে চান তার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ইনপুট করে ক্যাপচা এন্ট্রি করে Search ক্লিক করবেন। ফলে আপনি বিস্তারিত তথ্য যেমন তার নাম ঠিকানা, পিতার নাম, গ্রাম ইত্যাদি তথ্য দেখতে পারবেন। হাতে লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম ২০২৪
জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি তথ্য লাগে?
জন্ম নিবন্ধন যাচাই করতে আপনার জন্ম নিবন্ধন হার্ড কপি হতে আপনি শুধুমাত্র ২টি বিষয় সংগ্রহ করবেন। অথবা যে ব্যক্তি জন্ম নিবন্ধন আপনি পরীক্ষা করে দেখতে চান তার নিম্ন বর্ণিত দুটি তথ্য হলেই হবে।
১। জন্ম নিবন্ধন নম্বর। (জন্ম সনদে থাকে)
২। জন্ম তারিখ
Capcha এন্ট্রি কিভাবে করতে হয়?
ক্যাপচা এন্ট্রি হচ্ছে আকাবাকা যে সংখ্যাটি দেখায় সেটি। আপনি কি বোর্ডের মাধ্যমে সংখ্যা দুটির বিয়োগফল প্রবেশ করাবেন। শুধুমাত্র বিয়োগের ফলাফলটি। অন্যান্য ক্যাপচা এন্ট্রির মত যা দেখাচ্ছে তা ইনপুট করতে যাবেন না। ও হ্যাঁ আরও একটি কথা জন্ম তারিখ এন্ট্রি করার সময় অবশ্যই বছর প্রথমে দিবেন তারপর মাস এবং দিন এন্ট্রি করবেন। Why Birth Certificate is required? যে সকল ক্ষেত্রে বয়স প্রমাণে জন্ম সনদ ব্যবহার আবশ্যিক।
জন্ম নিবন্ধন ভেরিফিকেশনে কি কি তথ্য পাওয়া যায়?
জন্ম নিবন্ধন অনুসন্ধানে আপনি বিস্তারিত তথ্যই দেখতে পাবেন। মোট কথা উক্ত নাগারিকের ঠিকুচি পেয়ে যাবেন। আপনার নিজের জন্ম সনদ থাকলে আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে কি ধরনের তথ্য জন্ম নিবন্ধন ভেরিফিকেশনে পাওয়া যায়।
BIRTH REGISTRATION RECORD VERIFICATION |
||
REGISTRATION DATE | REGISTRATION OFFICE | ISSUANCE DATE |
22 SEPTEMBER 2010 | UNION PARISHAD | 21 SEPTEMBER 2010 |
DATE OF BIRTH | BIRTH REGISTRATION NUMBER | SEX |
07 JULY 1988 | 19824519559024022 | MALE |
নিবন্ধনাধীন বাক্তির নাম | নুরু মিয়া | REGISTERED PERSON NAME | ||
মাতার নাম | মর্জিনা বেগম | MOTHER’S NAME | ||
মাতার জাতীয়তা | বাংলাদেশী | MOTHER’S NATIONALITY | BANGLADESHI | |
পিতার নাম | মনির মিয়া | FATHER’S NAME | ||
পিতার জাতীয়তা | বাংলাদেশী | FATHER’S NATIONALITY | BANGLADESHI |
NB:This record is retrived from Birth and Death Registration Database . Location of the Register office : Savar, Dhaka, Dhaka everify.bdris.gov.bd is the official website to verify the record
তাই জন্ম নিবন্ধন ভেরিফাই করা খুবই সহজ উপরোক্ত লিংকে ভিজিটের মাধ্যমে দেখে নিতে পারেন। পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
সূত্র: everify.bdris.gov.bd
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: যে কারও জন্ম নিবন্ধন কি অনলাইনে যাচাই করা যায়?
উত্তর: হ্যাঁ। যায়।
প্রশ্ন: অনলাইনে যাচাই করতে কি কি তথ্য লাগে?
উত্তর: জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ।
দিন দিন জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে উঠছে। আপনি যদি জন্ম নিবন্ধন অনুসারে সকল ডকুমেন্ট তৈরি না করেন তবে বিপদে পড়তে পারেন। জন্ম নিবন্ধন তাই সঠিক বানানে ও তথ্যে পরিপূর্ণ কিনা তা চেক করে নিন। যে কোন ডকুমেন্ট যা সরকার কর্তৃক প্রদত্ত তা সংশোধন কঠিন হয়ে উঠছে। জন্ম নিবন্ধনের সাথে জাতীয় পরিচয়পত্র এবং এসবের সাথে অন্যান্য ডকুমেন্টেরও লিংক করা হচ্ছে ফলে তথ্যে অমিল বা ভুল থাকলে যে কোনটি অকার্যকর হয়ে পড়তে পারে।