TCB Price List 2024 । নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য তালিকা দেখুন
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতিদিনই প্রকাশ করে মূল্য তালিকা – বিগত ৩০ দিনের খুচরা বাজার দর দেখে নিন– আজকের বাজার দর ২০২৪
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা ২০২৩ – কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে ঢাকার বাজারে-মোটা চালের (সিদ্ধ) পাইকারী মূল্য প্রতি কেজি ৪৫.০০-৪৬.০০ টাকা মোটা চালের (সিদ্ধ) খুচরা মূল্য প্রতি কেজি ৪৮.০০-৫২.০০ টাকা। আটার (খোলা) পাইকারী মূল্য প্রতি কেজি ৪৫.০০-৪৬.০০ টাকা আটার (খোলা) খুচরা মূল্য প্রতি কেজি ৫০.০০-৫২.০০ টাকা।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়ের মোকাবিলায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের একটি শাখা। র্তমানে টিসিবির চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান, পিএসসি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের খাদ্য ও সংস্থার ঘাটতি মেটাতে ১৯৭২ সালে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে ট্রেডিং কর্পোরেশনের কাঠামোর সংস্কার করে এবং এর কর্মীদের সংখ্যা হ্রাস করে। এটি বাংলাদেশে জরুরি অবস্থার সময় প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে এবং কিছু আইটেম রফতানিও করে।
টিসিবি পণ্যের মূল্য তালিকা ২০২৩ – মোটা চাল ৫৫-৫৮ টাকা। ফাইন রাইস ৬৩ থেকে ৮০ টাকা। আটা ৫০-৫৫ টাকা, রিফাইন সয়াবিন তেল ১৬৬-১৮২ টাকা, পাম অয়ের ১৪০ থেকে ১৪৫ টাকা, ডাল ১২৫-১৩০ টাকা, চিনি-৮৮-৯০ টাকা, আলু ২৪-৩০ টাকা, পেয়াজ ৪০-৫০ টাকা, রসুন ৬০-১২০ টাকা, হলুদ ১৮০ -২৬০ টাকা, শুকনা মরিচ ৩৫০-৪৮০ টাকা, আদা ৮০-১৪০ টাকা এবং লবন ৩০-৩৫ টাকা কেজি।
টিসিবি’র পন্য মূল কেমন হয়? চলুন উদাহরণ হিসেবে ০৭নং লক্ষীপুর ইউনিয়ন পরিষদের টিসিবি পন্য বিক্রির তারিখ ও দর দেখা যাক। “আগামী কাল (২১/০৮/২০২২ইং) রবিবার সকাল ১০টা হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হবে। তাই টিসিবির সকল কার্ডধারী আগ্রহী লক্ষীপুর ইউনিয়নসহ আমাদের ০৯ ওয়ার্ডের সকল সদস্যদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সর্বমোট টাকা= ৪১০/- (তৈল =২লিটার, মুসর ডাল =২কেজি, চিনি =১কেজি)।
বিগত ৩০ দিনের খুচরা বাজার দর থেকে আজকের বাজার দর নিচের তালিকায় সর্বশেষ তারিখ ১৬/০৩/২৪ অনুসারে মূল্য নির্ধারণ করা হয়েছে।
Caption: ১৬/০৩/২০২৪ তারিখে খুচরা বাজারের মূল্য তালিকা ২০২৪ । টিসিবি আজকের বাজার দর ২০২৪
আজকের বাজার দর ২০২৪ । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেজি প্রতি মূল্য তালিকা ২০২৪
- মোটা চাল ৪৮-৫২ টাকা।
- ফাইন রাইস ৬২ থেকে ৭৫ টাকা।
- আটা ৫৫-৬০ টাকা।
- রিফাইন সয়াবিন তেল ১৬০-১৬৩ টাকা।
- পাম অয়ের ১৩৫ থেকে ১৪০ টাকা।
- ডাল ১০৮-১১২ টাকা।
- চিনি-১৪০-১৪৫ টাকা।
- আলু ৩৫-৪০ টাকা।
- পেয়াজ ৮০-৮৫ টাকা।
- রসুন ১৩০-১৫০ টাকা।
- কাচা মরিচ- ৭০-৮০ টাকা।
- হলুদ ২৭০ -২৯০ টাকা।
- শুকনা মরিচ ৩৫০-৪৮০ টাকা।
- আদা ১২০-১৪০ টাকা এবং
- লবন ৪০-৬০ টাকা প্রতি কেজির মূল্য।
- রুই ৪০০-৪৫০ টাকা প্রতি কেজি।
- গরু- ৭৫০-৭৮০ টাকা প্রতি কেজি।
অনলাইনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রয় কেন্দ্র?
চালডাল.কম (Chaldal.com); ২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশী অনলাইন মুদি এবং খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। ব্যবহারকারীগণ প্রতিষ্ঠানটির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফল এবং সবজি, মাংস এবং দুগ্ধ, মুদিপণ্য, এবং ব্যক্তিগত যত্ন ও গৃহস্থালি সামগ্রী ক্রয় করতে পারেন। বর্তমানে এটি পুরান ঢাকা এর কিছু অংশ ব্যতীত ঢাকা শহরের সকল এলাকায় সেবা প্রদান করছে।
টিসিবি’র পণ্য মূল্য তালিকা
ক্রমিক নং | পণ্যের নাম | ভোক্তা পর্যায়ের মূল্য
(টাকায়) |
১। | চিনি | ৭০.০০ (প্রতি কেজি) |
২। | মশুর ডাল | ৬০.০০ (প্রতি কেজি) |
৩। | সয়াবিন তেল | ১০০.০০ (প্রতি লিটার) |
Dam.Gov.BD । নিত্য পণ্য চাল ডাল মাংসের সরকারি মূল্য তালিকা ২০২৪ দেখুন