বার্ষিক ব্যাংক চার্জ মেসেজ ২০২৪ । বছর শেষে ব্যাংক একাউন্ট হতে কত টাকা কেটে নিল?
ব্যাংক হিসাবের রক্ষণা বেক্ষণ চার্জ কত? – ব্যাংক চার্জ কিভাবে নির্ধারিত হয়?– Bank Service Charges ২০২৪
ব্যাংকের অনলাইন চার্জ – জুন-২০২৩ অর্ধ-বার্ষিকীতে ইতোমধ্যে সম্মানিত গ্রাহকদের হিসাবে তাদের প্রাপ্য মুনাফা জমা হয়ে গেছে এবং প্রযোজ্য হারে চার্জও কেটে রাখা হয়েছে। প্রথমেই বলে নেই, এই দুই ধরনের সার্ভিসই কিন্তু সর্ম্পূণ ঐচ্ছিক। আপনাদের আবেদন এর প্রেক্ষিতেই ব্যাংক এর সংশ্লিষ্ট শাখা এই সার্ভিসগুলো একটিভেট করেছে। তো যাদের হিসাবে দুই ধরনের সার্ভিসই একটিভ করা আছে তাদের প্রতিটির জন্য চার্জ কেটেছে ভ্যাটসহ ৫৮ টাকা করে (চার্জ ৫০ টাকা + ভ্যাট ৮ টাকা)। এই চার্জটি প্রতি ৬ মাসে একবার কর্তন করা হয়ে থাকে অর্থাৎ জুন মাসে একবার এবং ডিসেম্বর মাসে একবার। এখন, কেউ যদি মনে করেন, আপনার Push Pull SMS Service সেবাটির প্রয়োজন নেই, সেক্ষেত্রে শাখায় গিয়ে যথাযথভাবে আবেদন করে সেবাটি বন্ধ করে দিতে পারেন। Online সার্ভিস চার্জ উভয় ক্ষেত্রে এবং ট্রানজেকশন লিমিট ২০২৪
Tax Deduction at Source (TDS) কর্তন করার পদ্ধতি – ব্যাংক প্রতি ৬ মাসে আপনার একাউন্ট এর গড় স্থিতির উপর নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে থাকে যেটা ইতোমধ্যে আপনাদের হিসাবে জমা হয়ে গিয়েছে। এই মুনাফার উপর সরকার একটা নির্দিষ্ট হারে উৎসে কর কর্তন করে থাকে যেটাকে বলে TDS (Tax Deducted at Source)। এই হারটা ক্ষেত্র বিশেষে ১৫% অথবা ১০%। আপনার যদি TIN সার্টিফিকেট বা আয়কর সনদ থাকে এবং সেটা যদি আপনার ব্যাংক একাউন্ট এ সংযুক্ত করা থাকে তাহলে ব্যাংক কর্তৃক আপনাকে প্রদত্ত মুনাফার উপর সরকার ১০% TDS কর্তন করে নিবে। আর যদি TIN সার্টিফিকেট না থাকে তাহলে সেই হারটা হবে ১৫%। অর্থাৎ ব্যাংক আপনাকে মুনাফা দেয় আর সরকার সেই মুনাফা থেকে TDS কেটে নেয়।
ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান- ব্যাংক আপনাকে যে সেবা দিচ্ছে তার জন্য আপনার হিসাব হতে প্রতি ৬ মাসে একবার Maintenance Charge কর্তন করে থাকে এবং সেটা নির্ভর করে আপনার হিসাবে গেল ৬ মাসে ‘গড় আমানত স্থিতি’ কী পরিমাণ ছিল সেটার উপর। কী হারে তা কর্তন করা হবে সেজন্য বাংলাদেশ ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। সোনালী ব্যাংক সর্বদা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত হারে এই Maintenance Charge বা হিসাব রক্ষণাবেক্ষণ ফি কর্তন করে থাকে। আমাদের সম্মানিত গ্রাহকদের সুবিধার জন্য এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক এর সর্বশেষ সার্কুলার মোতাবেক সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে প্রযোজ্য নির্ধারিত ফি টি তুলে ধরছি (বিআরপিডি সার্কুলার নং-১১, তারিখঃ ১০ জুন, ২০২১)
পে অর্ডার সার্ভিস চার্জ ২০২৪ / ডিমান্ড ড্রাফট চার্জ ২০২৪
পে অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/- টাকা চার্জ/ ফি আদায় করা হয়।
Caption: Pay Order Min Charge 50+8 = 58 Taka ।
ব্যাংক হিসাব Maintenance Charge বা রক্ষণাবেক্ষণ ফি ২০২৪ । আপনার সঞ্চয়ী হিসাবের ‘গড় আমানত স্থিতি’ উপর চার্জ প্রযোজ্য হয়।
- ১০,০০০/- টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি
- ১০,০০০/- টাকার অধিক কিন্তু ২৫,০০০/- টাকা পর্যন্ত ১০০/-
- ২৫,০০০/- টাকার অধিক কিন্তু ২.০০ লক্ষ টাকা পর্যন্ত ২০০/-
- ২.০০ লক্ষ টাকার অধিক কিন্তু ১০.০০ লক্ষ টাকা পর্যন্ত ২৫০/- এবং
- ১০.০০ লক্ষ টাকার অধিক গড় আমানত স্থিতির ক্ষেত্রে ৩০০/-
এসএমএস সার্ভিস চার্জ কয় ধরনের হয়ে থাকে?
ব্যাংকে রয়েছে দুই ধরনের এসএমএস সার্ভিস সুবিধা – Transaction Alert SMS Service (প্রতিটি লেনদেন এর জন্য তাৎক্ষণিক এসএমএস সেবা)। Push Pull SMS Service (নির্দিষ্ট কোড টাইপ করে ম্যানুয়ালি বিভিন্ন তথ্যাদি যেমন ব্যালেন্স, মিনি স্ট্যাটমেন্ট ইত্যাদি জানতে চাওয়া সম্পর্কিত এসএমএস সেবা)।
এক লক্ষ টাকার অধিক কিন্তু ৫ লক্ষ টাকার কম যাদের লেনদেন তাদের ১৫০ টাকা কর্তন করা হচ্ছে এবং আপনি যদি সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ১১ লক্ষ টাকার একটি লেনদেন ব্যাংক হিসাবে করে থাকেন তবে আপনার নিকট হতে ৩০০০ টাকা আবগারি শুল্ক কর্তন করা হবে।
ব্যাংক চার্জ ২০২২ । ব্যাংক চার্জ, ফি, কমিশন হারে বড় ধরনের পরিবর্তন এসেছে