অনলাইনে এক পাতার রিটার্ন ফরম ২০২৩ । হ্যাঁ অনলাইনে এক পৃষ্ঠার আয়কর ফরম দাখিল করা যাবে
সরকারি কর্মচারীগণ এক পৃষ্ঠার রিটার্ন ফর্মে আয়কর দাখিল করতে পারবেন না-এক্ষেত্রে তাদের বিস্তারিত রিটার্ণ ফরম পূরন করতে হবে– অনলাইনে এক পাতার রিটার্ন ফরম ২০২৩
এক পৃষ্ঠার রিটার্ন ফরম কাদের জন্য? –আজ আমরা উদাহরণের সাহায্যে ১ পৃষ্ঠার রিটার্ণ ফরম দাখিল করা শিখবো এবং এটি কাদের জন্য প্রযোজ্য সেটিও জানবো। জনাব ফজলুর রহমানের আয়কর হিসেব করে তার রিটার্ন ফরমটি পূরণ করেছি। তার স্ত্রী সেলিনা রহমান গৃহিনী। আমরা ফজলুর রহমানের রিটার্নে দেখেছিলাম তিনি স্ত্রীকে ৩,০০,০০০/- টাকা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য গিফ্ট করেছেন । সেলিনা রহমানের মোট পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, এর মধ্যে দুই লক্ষ টাকা পূর্বে কেনা ছিলো ও গত করবর্ষে স্বামীর নিকট থেকে তিন লক্ষ টাকা গিফ্ট হিসেবে নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন।
সেলিনা রহমান সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টিন নিয়েছেন এজন্য তাকে রিটার্ন জমা দিতে হবে। তার কোনো করযোগ্য আয় না থাকায় অথবা ৪ লক্ষ টাকার নিচের যাদের আয় ও মোট সম্পদের পরিমান ৪০ লক্ষ এর অনেক কম হওয়ায় তিনি ১ পৃষ্ঠার রিটার্ন ফরম জমা দিতে পারবেন।
এক পাতার রিটার্ন ফরম কখন পূরণ করতে হয়? ৩০ নভেম্বরের মধ্যে এই এক পৃষ্ঠার ফরম পূরণ করে বার্ষিক আয়কর বিবরণী জমা দিলেই চলবে। খুব বেশি তথ্যও দিতে হবে না। এক পৃষ্ঠার ফরমে করদাতার ছবি, নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), কর অঞ্চল ও সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। এ ছাড়া করযোগ্য আয়ের পরিমাণ ও করের পরিমাণ লিখতে হবে। ৪০ লক্ষ টাকার নিচের সম্পদধারী এক পৃষ্ঠার রিটার্ণ ফরম জমা দিতে পারবে।
অনলাইন বা অফলাইন দুটিভাবেই এক পাতার রিটার্ণ ফরম দাখিল করতে হয় / এক পাতার রিটার্ণ ফরম দাখিল করুন
অনলাইনে আপনি আপনার মোবাইল নম্বর টিআইএন নম্বর ব্যবহার করে প্রথমে রেজিস্ট্রেশন করুন এবং তথ্য পূরণ করে এক পাতার রিটার্ণ ফরম দাখিল করুন।
Caption: https://etaxnbr.gov.bd
অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ণ ফরম ২০২৩ । এক পাতার রিটার্ন ফরম কাদের জন্য প্রযোজ্য ?
- করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
- মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
- গণকর্মচারী নন।
- মোটরযানের মালিক নন।
- সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
- বিদেশে পরিসম্পদের মালিক নন।
- কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।
রিটার্ন জমা না দিলে কি হয়?
যারা একদমই কর দেন না তাদের জন্য বিপদ দাড়িয়ে আছে। আর যারা করযোগ্য হওয়ার পরও একেবারেই কর দেন না, তাদের ক্ষেত্রে, তিন ধরনের জরিমানা করা যায়। একটি হল যে পরিমাণ কর বকেয়া হয়েছে সেটি ছাড়াও আরও ২৫ শতাংশ বাড়তি জরিমানা করার বিধান রয়েছে। যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার উপর ২ শতাংশ হারে মাসিক সরল সুদ। যে পরিমাণ কর বকেয়া হয়েছে তার সমপরিমাণ জরিমানা।
One leaf return form pdf । ১ পৃষ্ঠার রিটার্ন ফরম পূরণ নমুনা দেখুন