Single Page eReturn 2023 । ঘরে বসে ১ পাতার আয়কর রিটার্ন দাখিলের নিয়ম দেখুন
একজন সঞ্চয়পত্রধারী বা গৃহিনী অনলাইনে চাইলে মাত্র ১০ মিনিটে রিটার্ন দাখিল করতে পারবেন- রেজিস্ট্রেশন করতে টিন সার্টিফিকেট ও সিম কার্ড নিজের নামে থাকতে হবে – Single Page Return Submission 2023
যে কোন সময় রিটার্ণ দাখিল করতে পারবে? হ্যাঁ – ‘আগামী ৩১ জানুয়ারির পরে আপনি চাইলেও আর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন না’। আয়কর আইন, ২০২৩ এ এই ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে কর দিবসের ৩১ জানুয়ারির মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে।
এক পাতার রিটার্ণ ফর্মে কি কি তথ্য দিতে হবে? এক পাতার ওই ফরমে সব মিলিয়ে ১৬ ধরনের তথ্য দিতে হবে। এগুলো হলো নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), সার্কেল, কর অঞ্চল, কর বর্ষ, আবাসিক মর্যাদা, মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, আয়ের উৎস, মোট পরিসম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, প্রদেয় কর, উৎসে কাটা করের পরিমাণ (যদি থাকে), এই রিটার্নের সঙ্গে প্রদত্ত কর, জীবনযাপন ব্যয় ইত্যাদি তথ্য দিয়ে সাবমিট করতে হবে।১ পাতার আয়কর রিটার্ন ফরম pdf । আয়কর রিটার্ন ফরম ২০২৩-২০২৪ pdf । eReturn
সরকারি কর্মচারীগণ এক পাতায় রিটার্ন দাখিল করতে পারবে না। তাদের বিস্তারিত ৮ পাতার রিটার্ন ফরম দাখিল করতে হবে।
Caption: etaxnbr.gov.bd
এক পাতায় রিটার্ণ দাখিলে অযোগ্য ২০২৩ । যে সব ব্যক্তি এক পাতায় রিটার্ণ দাখিল করতে পারবে না
- করযোগ্য আয় অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা।
- মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০,০০,০০০ (চল্লিশ লক্ষ) টাকা।
- গণকর্মচারী নন।
- মোটরযানের মালিক নন।
- সিটি কর্পোরেশনে গৃহ সম্পত্তির মালিক নন।
- বিদেশে পরিসম্পদের মালিক নন।
- কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক নন।
রিটার্ন ফাইল প্রস্তুত করার নিয়ম কি?
সেল্ফ রিটার্ন ফাইল প্রস্তুত করা খুব একটা কঠিন নয়। আপনি সহজেই নিজে নিজেই রিটার্ন দাখিল নির্দেশিকা পড়ে নিয়ে প্রস্তুত করতে পারেন। এছাড়া এখন অসংখ্যা ভিডিও ইউটিউবে পেয়ে যাবে। কোন ট্যাক্স এডভোকেটের হেল্প ছাড়াই আপনি রিটার্ণ ফাইল প্রস্তুত করে ফেলতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখুন এবং ইনফর্মেশন ইনপুট দিন।