বিসিএস ক্যাডার প্রজ্ঞাপন ২০২৫ । তালিকা থেকে ৯৯ (নিরানব্বই) জন বাদ দেওয়ার কারণ কি জানুন
৪৩তম বি.সি.এস. পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে ২১৬৩ (দুই হাজার একশত তেষট্টি) জন প্রার্থীকে মনোনীত করে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে সুপারিশ প্রেরণ করে- বিসিএস ক্যাডার প্রজ্ঞাপন ২০২৫
কি কারণে বাদ পড়লো? BCS Recruitment Rules, 1981 এর Rule-4 এর বিধান মোতাবেক বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রার্থীগণের প্রাক-চরিত্র যাচাই-বাছাইঅন্তে সুপারিশকৃত ২১৬৩ (দুই হাজার একশত তেষট্টি) জন প্রার্থীর মধ্য হতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং এজেন্সি রিপোর্ট বিবেচনায় সাময়িকভাবে ৫৯ (ঊনষাট) জন মোট (৪০+৫৯) =৯৯ (নিরানব্বই) জন বাদ দিয়ে অবশিষ্ট ২১৬৩-৯৯=২০৬৪ (দুই হাজার চৌষট্টি) জন প্রার্থীর অনুকূলে ১৫ অক্টোবর ২০২৪ তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন জারির পর থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। তৎপ্রেক্ষিতে সকল সমালোচনার উর্ধ্বে থেকে Clean image এর প্রার্থী নির্ধারণে এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ায় আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করার নিমিত্ত ৪৩তম বিসিএস এর সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে প্রাক-চরিত্র পুনরায় অধিকতর যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।
এনএসআই এবং ডিজিএফআই হতে ২১৬৩ জন প্রার্থীর উপযুক্ততা/অনুপযুক্ততা বিষয়ে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী ২২৭ (দুইশত সাতাশ) জন প্রার্থীর প্রাক-চরিত্র বিষয়ে বিরূপ মন্তব্য (আপত্তি/অসুপারিশকৃত) পাওয়া যায়। ২২৭ জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্যের কারণে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয় এবং তাঁদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই ও খোঁজখবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়।
উত্তীর্ণ হওয়া মানেই চাকরি পাওয়া নয় / বিসিএস গেজেট হওয়ার পরই চূড়ান্ত নির্বাচিত হয়ে থাকে
বিসিএস মানে বাংলাদেশ সিভিল সার্ভিস। এটি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সরকারি চাকরি। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করার সুযোগ পান।Caption: 43 bcs gazette bd
সব বিসিএস গেজেট ২০২৫ । ১৯৮২ হতে ২০২৫ পর্যন্ত প্রকাশিত বিসিএস ক্যাডার গেজেট দেখুন
- ১৯৮২
- ১৯৮২এস
- ৫ম
- ৭ম
- ৮ম
- ৯ম
- ১০ম
- ১১তম
- ১৩তম
- ১৪তম
- ১৫তম
- ১৬তম
- ১৭তম
- ১৮তম
- ২০তম
- ২১তম
- ২২তম
- ২৩তম
- ২৪তম
- ২৫তম
- ২৬তম
- ২৭তম
- ২৮তম
- ২৯তম
- ৩০তম
- ৩১তম
- ৩২তম
- ৩৩তম
- ৩৪তম
- ৩৫তম
- ৩৬তম
- ৩৭তম
- ৩৮তম
- ৩৯তম
- ৪০তম
- ৪১তম
- ৪২তম
- ২৮তম হতে ৪২তম
- ৪৩তম
সর্ব মোট টিকলো কয় জন?
সুপারিশকৃত ২১৬৩ জন প্রার্থীর মধ্য হতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ (দুইশত সাতাশ) জন মোট (৪০+২২৭) = ২৬৭ (দুইশত সাতষট্টি) জন বাদ দিয়ে অবশিষ্ট (২১৬৩-২৬৭) = ১৮৯৬ (এক হাজার আটশত ছিয়ানব্বই) জন প্রার্থীর অনুকূলে ৩০/১২/২০২৪ তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়।