বিকাশ পিন রিসেট ২০২৪ । বিকাশ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি?
বিকাশ একাউন্টের পিন রিসেট হবে অ্যাপ থেকেই-বিকাশ একাউন্টের পিন ভুলে গেলেও, নিজে নিজেই করতে পারবেন রিসেট। শুধু *247# ডায়াল করেই নয়, এখন পিন ভুলে গেলে রিসেট করুন বিকাশ অ্যাপ থেকেই-বিকাশ পিন রিসেট ২০২৪
বিকাশ পিন ভুলে গেছেন?– আপনি যদি বিকাশ একাউন্টের পিনটি ভুলে যান সেক্ষেত্রে খুব সহজেই পিনটি রিসেট করে নিতে পারবেন। আপনার অ্যাক্টিভ বিকাশ একাউন্টের পিন রিসেট করতে *২৪৭# ডায়াল করে ১০ লিখে ‘Reset PIN’ অপশনটি সিলেক্ট করুন। এরপর বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ফটো আইডি নাম্বার, জন্ম সাল এবং আউটগোয়িং লেনদেনের ধরন সিলেক্ট করে তার পরিমান লিখুন। যদি কোনো আউটগোয়িং লেনদেন না করে থাকেন তাহলে ৭ লিখে সেন্ড করুন। আপনার তথ্যগুলো সঠিক হলে মেসেজের মাধ্যমে ১টি Temporary পিন পাবেন। Temporary পিন পাবার ৭২ ঘণ্টার মধ্যে *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে পিন সেট করে নিন। এক্ষেত্রে, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা সর্বশেষ ৩ বার ব্যবহৃত হয়নি এবং “0” দিয়ে শুরু নয়।
বিকাশ কি গ্রাহকদের ফোন দেয়? না। মনে রাখবেন বিকাশ কখনই আপনার পিন নাম্বার বা ভেরিফিকেশন কোড জানতে চায় না। এই সেলফ পিন রিসেট এর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.bkash.com/help/reset-pin । এছাড়া আমাদের মাধ্যমে পিনটি রিসেট করে নিতে আপনার বিকাশ একাউন্ট নাম্বার,পরিচয়পত্রের তথ্য এবং একাউন্ট এর লেনদেনের তথ্য নিয়ে মেইল করুন [email protected] এই ঠিকানায় অথবা অনলাইন প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য https://www.bkash.com/help/livechat এই লিংকটি ভিজিট করুন।
iPhone ইউজারদের জন্য পিন রিসেট করার নিয়ম কি? অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন
‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন। পপ-আপ ব্যানারে দেখানো *247# ডায়াল করার বাটনে ট্যাপ করুন। My bKash মেন্যুতে গিয়ে iPhone পিন রিসেট কনফার্ম করার জন্য ‘৮’ চাপুন। পিন রিসেট কনফার্ম করার পর অ্যাপে ফিরে আসুন এবং পিন রিসেট জার্নি সম্পন্ন করুন।
বিকাশ পিন লক খোলার উপায় ২০২৪ । বিকাশের পিন জানার উপায়। বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম
*247# ডায়াল করে বর্তমান পিন পরিবর্তনের ক্ষেত্রে *247# ডায়াল করার পর ৯ টাইপ করে My bKash সিলেক্ট করুন। ৩ টাইপ করে Change PIN সিলেক্ট করুন। আপনার বর্তমান পিন নাম্বারটি দিন। ৫ ডিজিটের একটি নতুন পিন নাম্বার দিন। পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। আপনার মোবাইলে একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন এবং নতুন পিনটি সেট হয়ে যাবে।
বিকাশ পিন লক হয়ে গেছে । পিন নাম্বার কত। বিকাশের পিন কত ডিজিটের হয়। পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম । বিকাশ পিন রিসেট করার উপায়
বিকাশ একাউন্টের পিন রিসেটের নিয়ম ২০২৪। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য যে নিয়ম অনুসরণ করতে হবে
- অ্যাপের লগইন স্ক্রিন থেকে ‘পিন ভুলে গিয়েছেন?’-এ ট্যাপ করুন।
- ‘পিন রিসেট’ অপশনে ট্যাপ করুন।
- স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন কোড অ্যাড হয়ে যাবে। এরপর কনফার্ম বাটনে ট্যাপ করুন।
- এরপর উল্লিখিত নিয়মানুসারে ফেস স্ক্যানিং প্রসেস সম্পন্ন করুন।
- ভেরিফিকেশন চলাকালে অ্যাপ বন্ধ না করে অপেক্ষা করুন।
- বিকাশ থেকে পাঠানো অস্থায়ী পিন নাম্বারটি দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
- আপনার পছন্দমতো ৫ ডিজিটের নতুন পিন নাম্বার দিন।
- পুনরায় নতুন পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন এবং আবারো অ্যাপে লগইন করুন।
*247# ডায়াল করে পিন রিসেট করে কিভাবে?
প্রথমে *247# ডায়াল করুন। পিন রিসেট করতে 10 সিলেক্ট করুন। আপনার বিকাশ-এ রেজিস্টার করা NID/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিন। আপনার জন্মসাল দিন। গত ৩০ দিনের মধ্যে সর্বশেষ ১০টি আউটগোয়িং লেনদেন থেকে যেকোনো একটি সিলেক্ট করুন। টাকার পরিমাণ দিন (দশমিকের পূর্ব সংখ্যা পর্যন্ত)। অস্থায়ী পিন আপনাকে কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে। এখন নতুন পিন সেট করতে *247# ডায়াল করুন। My bKash এ যেতে 1 সিলেক্ট করুন। পিন পরিবর্তন করতে 1 সিলেক্ট করুন। এসএমএস এ পাওয়া অস্থায়ী পিন দিন। এবার আপনার নতুন পিন সেট করুন (মনে রাখবেন, এলোমেলো ৫ সংখ্যার পিন সেট করতে হবে যা সর্বশেষ ৩ বার ব্যবহার হয়নি এবং “০” দিয়ে শুরু নয়)। আরেকবার নতুন পিন দিয়ে কনফার্ম করুন। আপনার পিন রিসেট সম্পন্ন হয়েছে
প্রয়োজনে ভিডিও দেখে নিন: ভিডিও দেখতে ক্লিক করুন