সর্বজনীন পেনশন স্কিম ২০২৩ । মাত্র ৫০০ টাকা চাঁদা দিয়ে মাসিক পেনশন ৩৪,৪৬৫ টকা
বেসরকারি চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষও পেনশনের আওতায় আসবে-সরকারি এ পেনশনের জন্য একজন দিনমজুরও স্কীম গ্রহণ করতে পারবেন– দিন মজুরের জন্য ৫০০ টাকা বা সমপরিমাণ অর্থ ভতুর্কী দিবে সরকার – সর্বজনীন পেনশন স্কিম ২০২৩
প্রবাস (প্রবাসী বাংলাদেশী নাগরিকদের জন্য): বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোন বাংলাদেশী নাগরিক তার অভিপ্রায় অনুযায়ী বৈদেশিক মুদ্রায় পরিশোধের শর্তে নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। প্রবাস হতে দেশে প্রত্যাবর্তনের পর সমপরিমাণ অর্থ দেশীয় মুদ্রায় পরিশোধ করাসহ প্রয়োজনে স্কিম পরিবর্তন করতে পারবেন। পেনশন স্কিমের মেয়াদ পূর্তিতে পেনশনার দেশীয় মুদ্রায় পেনশন প্রাপ্য হবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ 5000/-, ৭৫০০/- এবং ১০০০০/- টাকা।
প্রগতি (ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান/কর্মচারী): প্রচলিত আইনের আওতায় লাইসেন্সপ্রাপ্ত বা সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি/কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানের মালিক নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। কোন প্রতিষ্ঠানের পক্ষ হতে তাদের কর্মচারীদের জন্য এই স্কিমে অংশগ্রহণের ক্ষেত্রে স্কিমের চাঁদার ৫০% কর্মী এবং বাকী ৫০% প্রতিষ্ঠান প্রদান করবে। কোন বেসরকারি প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ না করলেও, উক্ত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোন কর্মচারী নিজ উদ্যোগে এককভাবে এ স্কিমে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ২০০০/-, ৩০০০/- এবং ৫০০০/- টাকা।
সুরক্ষা (স্বকর্মে নিয়োজিত নাগরিকগণের জন্য): অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি যেমন: কৃষক, রিক্সাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতিসহ সকল অনানুষ্ঠানিক কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ১০০০/-, ২০০০/-, ৩০০০/- এবং ৫০০০/- টাকা।
সমতা (স্বকর্মে নিয়োজিত অতি দরিদ্র নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন স্কিম): সময়ে সময়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত Household Income Expenditure Survey অনুযায়ী অতি দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিগণকে চিহ্নিত করার নির্ণায়কের ভিত্তিতে যাদের নিজস্ব আয় দ্বারা জীবন ধারণের ন্যূনতম উপকরণ যোগাড় করা সম্ভব হয় না তারা নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। তাদের জমার বিপরীতে কর্তৃপক্ষ সমপরিমাণ অর্থ জমা করবে। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ১০০০০/- টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকারি অংশ ৫০০ টাকা)।
উল্লেখ্য যে, আপাতত সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত হবেন। এছাড়া সামাজিক নিরাপত্তা বলয়ের অন্তর্ভুক্ত যে কোন সুবিধাভোগী সর্বজনীন পেনশনের আওতা বহির্ভূত। তবে যদি এরূপ সুবিধা ভোগীদের মধ্যে কেউ উক্ত সুবিধা সমর্পণ করে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত হতে চান তবে তিনি তাতে অন্তর্ভুক্ত হতে পারবেন।
শ্রমজীবী মানুষের জন্য পেনশন স্কীম /চলতি মাসের ১৭ তারিখে বেসরকারি পেনশন ব্যবস্থা উদ্বোধন করা হবে
সমতা (স্বকর্মে নিয়োজিত অতি দরিদ্র নাগরিকগণের জন্য অংশ প্রদায়ক পেনশন স্কিম): সময়ে সময়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত Household Income Expenditure Survey অনুযায়ী অতি দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিগণকে চিহ্নিত করার নির্ণায়কের ভিত্তিতে যাদের নিজস্ব আয় দ্বারা জীবন ধারণের ন্যূনতম উপকরণ যোগাড় করা সম্ভব হয় না তারা নির্ধারিত হারে চাঁদা প্রদানপূর্বক এই স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। তাদের জমার বিপরীতে কর্তৃপক্ষ সমপরিমাণ অর্থ জমা করবে। এই স্কিমে মাসিক চাঁদার পরিমাণ ১০০০০/- টাকা (চাঁদাদাতা ৫০০ টাকা + সরকারি অংশ ৫০০ টাকা)।
Caption: সর্বজনীন পেনশন স্কীম নীতিমালা ও চাঁদার হার দেখুন
বেসরকারি পেনশন নীতিমালা ২০২৩ । মেয়াদ শেষে এ্যানুইটি বা মাসিক পেনশনের পরিমাণ কত?
- কোন চাঁদাদাতা প্রতিমাসে ১০০০ টাকা করে ২০ বছর চাঁদা প্রদান করলে অবসরের পর তিনি প্রতি মাসে সম্ভাব্য ৫ হাজার টাকা করে পেনশন পাবেন।
- কোন চাঁদাদাতা প্রতিমাসে ২০০০ টাকা করে ২০ বছর চাঁদা প্রদান করলে অবসরের পর তিনি প্রতি মাসে সম্ভাব্য ১০ হাজার টাকা করে পেনশন পাবেন।
- কোন চাঁদাদাতা প্রতিমাসে ৫০০০ টাকা করে ২০ বছর চাঁদা প্রদান করলে প্রতি মাসে সম্ভাব্য ২৫ হাজার টাকা করে পেনশন পাবেন ।
- সমতা স্কিমের ক্ষেত্রে প্রতি মাসে চাঁদার পরিমাণ ১০০০ টাকা হলে চাঁদা দাতা ৫০০ টাকা এবং সরকার ৫০০ টাকা প্রদান করবেন। ২০ বছর চাঁদা প্রদান করলে প্রতি মাসে সম্ভাব্য ৫০০০ টাকা করে পেনশন পাবেন।
- সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়ার পর চাঁদার হার এবং স্কিম পরিবর্তনের সুযোগ থাকবে।
উদ্বোধনে কয়জন প্রার্থী পেনশন স্কীম গ্রহণ করবেন?
সর্বজনীন পেনশন এর আওতায় ৪টি স্কিম রয়েছে যথা: (১) প্রবাস (২) প্রগতি (৩) সুরক্ষা (৪) সমতা। এসব স্কিমে অংশগ্রহণের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন চাঁদার হার। সর্বজনীন পেনশন ব্যবস্থা কার্যকরের লক্ষ্যে অনলাইন প্লাটফর্ম তৈরীসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চলতি মাসের তৃতীয় সপ্তাহে সর্বজনীন পেনশন ব্যবস্থা এবং অনলাইনে চাঁদাদাতার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করবেন মর্মে আশা করা যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিত স্কিমসমূহে নিবন্ধনে আগ্রহী ১ জন মূল ও ১ জন বিকল্প প্রার্থী নির্বাচন করে তাদের এনআইডি, ছবি, এনআইডি দিয়ে নিবন্ধনকৃত মোবাইল নম্বরসহ নামের প্রস্তাব আগামী ১২-০৮-২০২৩ খ্রি. তারিখের মধ্যে অর্থ বিভাগে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
UNIVERSAL PENSION SCHEME BD । সরকারি চাকরিজীবীগণ প্রগতি স্কিমে মাসিক পেনশন ১ লক্ষ টাকার বেশি পাবে