মাতৃত্বকালীন ভাতা ২০২৩-২০২৪ । শিশু ভাতা কত টাকা?

সরকার মা ও শিশুর নিরাপত্তার জন্য মাসিক ভাতা নির্ধারণ ও বিতরণ করছে– সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ কাজ সম্পন্ন হয়ে থাকে- মাতৃত্বকালীন ভাতা ২০২৩-২০২৪

শিশু ভাতা কত করে প্রদান করা হয়?–অর্থ অভাবে শিশুর মানসিক ও শারীরিক বিকাশ যাতে ব্যাহত না হয় তারই ধারাবাহিকতায় সরকার গর্ভবতী মায়ের জন্য সরকারি ভাতা প্রদানের প্রচলন করেন। বাংলাদেশ সরকার মাসিক ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪ বার বা ২৪ মাস ভাতা প্রদান করে থাকে। যদি আপনি এ ভাতা প্রাপ্য বা ভাতার প্রাপ্তির যোগ্য হয়ে থাকে তবে এ পোস্টটি আপনার জন্য। নিচের তথ্যগুলো ভাল ভাবে জেনে বুঝে ইউনিয়য়ন পরিষদে আবেদনের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা পেতে পারেন। সর্বমোট ২৮৮০০ টাকা শিশু ভাতা পাওয়া যাবে।

স্বামী বা স্ত্রীর ইউনিয়ন পরিষদ হতে আবেদন করতে হবে? হ্যাঁ। আপনি বা মহিলা যে স্থানের নাগরিক বা ভোটার সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন হতে আবেদন করতে হবে।  নাগরিক হউননি এমন কেউ শিশু ভাতা, মাতৃত্বকালীন ভাতা বা গর্ভবতীয় ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আপনি নিজে অনলাইনে বা ইউনিয়ন বা উপজেলা উদ্যোক্তার মাধ্যমে আবেদন দাখিল করতে পারবেন। মাতৃত্বকালীন শিশু ভাতা ফরম পিডিএফ

আবেদেনর সময় কত দিনের গর্ভবতী থাকতে হয়? ভাতাভােগীর বয়স ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে। ভাতাভােগীকে জুলাই/২০২৩খ্রিঃ এ ৪-৬ মাসের গর্ভবতী থাকতে হবে। আবেদন পত্রের সহিত ছবি ৩কপি,নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভবতী/প্রসুতি প্রত্যয়ন পত্র-১ কপি। প্রত্যক উপকারভােগীর নিজ পছন্দের ও নিজ নামের ডিজিটাল অনলাইন ব্যাংক/এজেন্ট ব্যাংক/ মােবাইল ব্যাংক হিসাব নম্বর ও মােবাইল নম্বর অবশ্যই থাকতে হবে।

গর্ভবতী ভাতা কত টাকা ২০২৩ । মাতৃত্বকালীন ভাতা ২০২৩-২০২৪ তালিকা

প্রতিটি ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এবং অনলাইনে তালিকা পেয়ে যাবেন।

Caption: info source

মাতৃত্বকালীন ভাতা ২০২৩ । গর্ভবতী ভাতা কত টাকা ২০২৩

  1. বাজেট বরাদ্দ সাপেক্ষে সোনালী ব্যাংক এ মাতৃত্বকাল ভাতা নামের একাউন্টে জমা প্রদান করা হয়।
  2. পরবর্তীতে ভাতাভোগীদের মাঝে ভাতার অর্থ প্রেরণের লক্ষ্যে জেলা উপজেল উপজেলা মহিলা বিষয়ক কমর্কতা ও উপজেলা নিবাহী অফিসার যৌথ স্সাক্ষরে পরিচালিত মাদার একাউন্ট হতে স্ব-স্ব ভাতা ভোগীদের নামে (১০ টাকার হিসাব খোলা হয়) সংশ্লিষ্ট ব্যাংকে একাউন্ট পেয়ী চেকের মাধ্যমে প্রেরণ করা হয়।
  3. নির্বাচিত উপকারভোগী প্রতিজন ১ম অথবা ২য় গর্ভধারনকালের যে কোন একবার মোট ২ বছর মেয়াদের জন্য ভাতা ও প্রশিক্ষণ সেবা পাবে।
  4. নির্বাচিত ভাতাভোগীকে মাসিক জনপ্রতি ৮০০.০০ (আটশত টাকা) হারে ভাতাভোগীদের নিজস্ব ব্যাংক হিসাবে ৬ মাস পর পর মোট ২৪ মাসের অর্থ প্রদান করা হয়।
  5. এ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে আবেদন ফরমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বরাবর আবেদন করতে হয়। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা কর্মসূচির নীতিমালা 

নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় কি?

অফলাইনের আবেদন এবং আবেদন পত্রের সাথে সংযুক্ত কাগজপত্রাদি অনুসারে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ হতে আবেদনকারীদের তথ্য ও আবেদন সংগ্রহ করে এবং চেয়ারম্যানের নিকট হতে স্বাক্ষর ও সীল গ্রহণ করেন এবং উপজেলা কমিটির সদস্য সচির কাগজপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করেন এবং উপজেলা কমিটির সভাপতি আবেদনে মঞ্জুরী প্রদান করেন।

গর্ভবতী ভাতার আবেদনের অবস্থা জানার উপায় আছে কি?

হ্যাঁ। অবশ্যই আপনার আবেদনের অবস্থা ইউপি বা পৌরসভা হতে জানতে পারবেন। আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর দিয়ে সার্চ করে সিস্টেমে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে। ইউপি উদ্যোক্তা বা সমাজসেবা অধিদপ্তরের অনুমোদিত ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে আপনি আপনার অনলাইন আবেদন বাতিল বা গ্রহণযোগ্য বা সুপারিশকৃত বা অনুমোদন হয়েছে কিনা তা চেক করতে পারবেন। নিচের চিত্রের মত দেখাবে। অগ্রাধিকার এবং সুপারিশ প্রক্রিয়া (উদ্যোক্তা) পিডিএফ ডাউনলোড

গর্ভবতী মায়ের সরকারি ভাতা ২০২৩ । কত মাসের গর্ভবতী থাকলে আবেদন করতে হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *