HSC Result Challange 2023 । এইচএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করার নিয়ম কি?
If you are not satisfied with your result, you can request for recheck for your subject wise result – আপনার ফলাফল নিয়ে যদি আপনি সন্তুষ্ট না থাকে তবে আপনি ফল পুন: চেক করার জন্য আবেদন করতে পারেন – HSC Result Recheck 2023
যে কোন সিম দিয়ে কি পুন:নিরীক্ষণ আবেদন করা যাবে? না –শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে Message অপশনে RSC DHA 123456 174 লিখে Send করতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উল্লেখ্য, পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের ১ম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> DHA <Space> Roll Number < Space> 174, 176 লিখতে হবে।
You can place request for recheck hsc result / Recheck your hsc result by sms
প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা ফি দিয়ে ফল পুন: পরীক্ষণ বা নিরীক্ষণ করানো যাবে।
Caption: HSC Result rechecked by Teletalk SMS
এইচ.এস.সি রেজাল্ট পুন:নিরীক্ষণ পদ্ধতি ২০২৩ । পুন: নিরীক্ষণ আবেদন যেভাবে করবেন
- এইচ.এসসি পরীক্ষা ২০২২ এর ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবেঃ ২৭/১১/২০২৩ তারিখ থেকে ০৩/১২/২০২৩ তারিখ পর্যন্ত করা যাবে।
- টেলিটক অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন । তাই টেলিটকে আপনি ১৫০ টাকা হারে রিচার্জ করে নিন।
- ধরি আপনি ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা ১ম পত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে send করুন 16222 নম্বরে।
- ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।
- এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।
- ব্যাস আবেদন করা শেষ। আপনাকে বেশ কিছুদিন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। কোন পরিবর্তন আসলে মোবাইলে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে। তখন অনলাইনে চেক করে পরিবর্তন দেখতে পাবেন।
প্রতি বিষয়ে কত টাকা ফি পরিশোধ করতে হবে?
প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রের আবেদন করতে হবে। ১ম পত্রের আবেদন করলে ২য় পত্রের আবেদনও বিবেচিত হবে । এক্ষেত্রে ২ পত্রের জন্য ৩০০/- (তিনশত) টাকা ফি প্রযোজ্য হবে। ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।
HSC Result Re-Scrutiny Application । এইচএসসি পরীক্ষা ফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি ২০২৩