বিসিএস কর্মকর্তার বেতন স্কেল ২০২৩ । একজন নন ক্যাডারের বেতন কত?

ক্যাডার ও নন ক্যাডারের মূল বেতন খুব একটা বেশি হবে না যদি ৯ম গ্রেডে নিয়োগ পান তবে ১২ তম গ্রেডে নিয়োগ পেলে মূল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক কম হবে – বিসিএস কর্মকর্তার বেতন স্কেল ২০২৩

একজন ডাক্তার বা মেডিকেল অফিসার কত বেতন পান? ৯ম গ্রেডে ২২০০০ টাকায় বেতন শুরু হয় একজন এমবিবিএস পাশ করা ডাক্তারের। একজন পুলিশের এসআই  ১০ম গ্রেডে ১৬০০০ টাকায় বেতন শুরু হয় একজন স্নাতক পাশ করা ব্যক্তি। বিভিন্ন পদের নিয়োজিত কর্মকর্তা/কর্মচারী কার কত বেতন সেটি নির্ভর করে তার গ্রেড কত?

নন ক্যাডার কত টাকা বেতন পান? একজন নন ক্যাডার বিসিএস কর্মকর্তা ৯ম গ্রেড হতে ১২ তম গ্রেড পদে নিয়োগ পান। ৯ম গ্রেডের মূল বেতন ২২০০০ টাকা অন্য দিকে ১২ তম গ্রেডের 1মূল বেতন ১১৩০০ টাকা এবং সর্বসাকুল্যে ১৯৭৮০ টাকা । অঞ্চল এবং ডিপার্টমেন্ট ভেদে কিছু টাকার তারতম্য হয়ে থাকে কারণ উপজেলা ও শহরে বাড়ি ভাড়ার ভিন্নতা রয়েছে।

নন ক্যাডার কত তম গ্রেড? নন ক্যাডার ৯ম গ্রেডে হতে ১২তম গ্রেডে হতে পারে

নন ক্যাডার জব গ্রেড ৯ হলে ১ম শ্রেণী এবং গ্রেড ১০ হলে ২য় শ্রেণী বলা হয় ক্যাডার আর নন ক্যাডার জব এর মধ্যে মূল পার্থক্য হল, ক্যাডারগণ প্রমোশন পেয়ে নীতিনির্ধারক পর্যায়ে যেতে পারেন, যা নন ক্যাডার গণ যেতে পারেন না। প্রায় সব ক্যাডারই কমপক্ষে সর্বচ্চো গ্রেড পর্যন্ত যেতে পারেন, অন্যদিকে নন ক্যাডারে বেশির ভাগ পদই ব্লক পোস্ট।

41 BCS non-cadre press reales_Page_01

Caption: 41Th BCS Non Cadre Result 2023

নন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ ২০২৩ । গ্রেড-১০, গ্রেড-১১ এবং গ্রেড-১২ভুক্ত পদে নিয়োগের জন্য সুপারিশ করিবে।

  • কমিশন, এই বিধিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, নন-ক্যাডার পদে নিয়োগের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হইতে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী, নিম্নবর্ণিত শর্তাদি অনুসরণক্রমে, ঐ সকল পদে নিয়োগের যোগ্যতা রহিয়াছে এইরূপ
  • প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী, মেধার ভিত্তিতে, বাছাইপূর্বক নিয়োগের জন্য সুপারিশ করিবে, যথা: (ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত শূন্য পদের অধিযাচনের ভিত্তিতে:
  • তবে শর্ত থাকে যে, কমিশন, সময় সময়, রাষ্ট্রীয় বিশেষ প্রয়োজনে, সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে, বিজ্ঞাপিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে;
  • (খ) প্রার্থী কর্তৃক নন-ক্যাডার পদের জন্য প্রদত্ত চাকরির পছন্দক্রম এবং নিয়োগের যোগ্যতা ও মেধার ভিত্তিতে;
  • (গ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৯(৩) এ বর্ণিত পদ সংরক্ষণের নির্দেশাবলি ও উক্ত বিষয়ে জারীকৃত বিধি-বিধান অনুসারে : তবে শর্ত থাকে যে, কোনো প্রার্থীকে একই বিসিএস হইতে একাধিক পদ বা একাধিক নিয়োগের জন্য সুপারিশ করা যাইবে না।
  • (২) কমিশন বিধি ৫ এর বিধান অনুসারে প্রস্তুতকৃত তালিকা হইতে গ্রেড-৯ এর সকল পদে নিয়োগের জন্য সুপারিশ করিবার পর পর্যায়ক্রমে গ্রেড-১০, গ্রেড-১১ এবং গ্রেড-১২ভুক্ত পদে নিয়োগের জন্য সুপারিশ করিবে।

একজন ক্যাডারের বেতন ভাতাদি কত?

জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে একজন বিসিএস কর্মকর্তার প্রাথমিক মূল বেতন ২২০০০ টাকা ধরা হয়েছে। তার বেতন ভাতাদি একই স্কেলে সর্বোচ্চ বেড়ে ৫৩০৬০ টাকা হতে পারবে। সিলিংয়ে পৌছে গেলে আর বেতন বাড়বে না। তবে পদোন্নতির সাথে সাথে তার গ্রেড ৯ থেকে ৩য় বা ৪র্থ গ্রেডেও চলে আসতে পারে। তো চলুন চাকরি জীবনের শুরুতে তিনি কত টাকা বেতন পেতে পারে তার একটি স্বারণি আমরা দেখে নিই।
ক্রমিক নং বেতন ভাতাদি টাকা মন্তব্য
১। মাসিক মূল বেতন ২২০০০/- যোগদানকালে বেতন তবে ডাক্তার ও ইঞ্জিনিয়ারগণ ২টি ইনক্রিমেন্ট সহ যোগদান করেন।
২। মাসিক বাড়ি ভাড়া ৮৮০০/- উপজেলায় ৪০%, জেলায় ৫০% এবং ঢাকা সিটিতে ৫৫% হারে মূল বেতনের। উপজেলা ধরে: ২২০০০*৪০/১০০ = ৮৮০০/- (সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়া পাবেন না)
৩। মাসিক চিকিৎসা ভাতা ১৫০০/-
সর্বমোট মাসিক বেতন ভাতাদি ৩২,৩০০/-
প্রতিবছর ৫% হারে মূল বেতন বৃদ্ধি পাবে। সাধারণত ৫ বছর পরে পদোন্নতি হয়। পদোন্নতির ক্ষেত্রে অবশ্যই পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। অন্যদিকে পদোন্নতি না পাওয়া পর্যন্ত ৫ বছর পরে ৩২০০০ টাকার উপর ২৫% বেতন বৃদ্ধি পেলে মোট বেতন আনুমানিক ৮০০০ টাকা বেড়ে ৪০ হাজার টাকায় দাঁড়াবে।
পদ গ্রেড ভিত্তিক বেতন ও শিক্ষাগত যোগ্যতা ২০২৩ । কোন পদে যোগদানকালীন বেতন কত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *