বয়স্ক ভাতা আবেদন ২০২৩ । বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়?

বয়স্ক ভাতা বিধবা ভাতার আবেদন এখন অনলাইনেই করা যায়-কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই শেষে অনুমোদন করে মোবাইলেই টাকা পাঠিয়ে দেয়া হয়- বয়স্ক ভাতা আবেদন ২০২৩

অনলাইনে বয়স্ক ভাতার আবেদন? ১০ আগস্ট তারিখ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত mis.bhata.gov.bd/onlineApplication লিংকে ভাতার আবেদন গ্রহণ করা হবে। বয়স্ক ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স পুরুষ ৬৫ বা তদুর্ধ বছর ও মহিলা ৬২ বা তদুর্দ বছর এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে বিধবা মহিলার জন্য স্বামীর মৃত্যু সনদ এবং বার্ষিক গড় আয় অনধিক ১০,০০০/- টাকা হতে হবে।

বয়স্ক ভাতার এখন কত টাকা? জনপ্রতি মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৬০০ টাকা; বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কর্মসূচিতে ১ লক্ষ জন উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে ২৪.৭৫ লক্ষ জন থেকে ২৫.৭৫ লক্ষ জনে ও জনপ্রতি মাসিক ভাতার হার ৫০০ টাকা থেকে ৫৫০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা কর্মসূচিতে ৫.৩৫ লক্ষ জন উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে 23.6৫ লক্ষ জন থেকে ২৯.০০ লক্ষ জনে উন্নীত করা হয়েছে ও জনপ্রতি মাসিক ভাতার হার ৮৫০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান নীতিমালা অনুযায়ী ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তির নিকট হতে সমাজসেবা অধিদপ্তরের web based Management Information Systems (MIS) এর মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বয়স্ক ভাতা প্রাপ্তির সর্বনিম্ন বয়স কত? বয়স্ক ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী বয়স ৩০ জুন ২০২২ তারিখে মধ্যে অসচ্ছল পুরুষ ৬৫+ এবং মহিলা ৬২+ বছর হতে হবে। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার ক্ষেত্রে নূন্যতম ১৮+ বছর এবং ইউপি চেয়ারম্যান কর্তৃক বিধবা প্রত্যয়ন পত্র। অনলাইন আবেদন ব্যতিত কেউ ভাতা প্রাপ্ত হবেন না।

বয়স্ক ভাতা ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে/ বিধবা ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করা হয়েছে

যারা ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই

Caption: বয়স্ক ভাতা আবেদন ফরম

ভাতা প্রাপ্তির অযোগ্যতা । বিধবা ভাতা কত টাকা ২০২৩ । বয়স্ক ভাতার মোবাইল নাম্বার পরিবর্তন করা যায় কি?

  1.  সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
  2. দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
  3. অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
  4. কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।

বয়স্ক ভাতার জন্য অনলাইনে আবেদন করতে কি কি কাগজ লাগে?

জাতীয় পরিচয়পত্রের (NID) মূলকপি ও সাথে ০১ কপি ফটোকপি। নিজের নামে জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে নিবন্ধিত এমন একটি সচল মোবাইল নাম্বার। ভাতার জন্য অনলাইনে আবেদনের ঠিকানা: mis.bhata.gov.bd/onlineApplication ভাতার জন্য আবেদনের ক্ষেত্রে কোন টাকা লাগেনা। আর যদি ভাতা সংক্রান্ত প্রক্রিয়ায় কেউ অর্থ দাবী করলে উপযুক্ত প্রমাণ সহ নিজ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অথবা সমাজসেবা অফিসারকে অবহিত করুন।

বয়স্ক ভাতা কত টাকা ২০২৩ । বিধবা ভাতার জন্য কি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *