নন-ক্যাডার পদে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী প্রকাশ করল বিপিএসসি
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) নন-ক্যাডার পদে অনলাইনে আবেদন, এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান, এবং প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশাবলী প্রকাশ করেছে । এই নির্দেশিকাগুলো বিজ্ঞপ্তি নম্বর (৯৬-৯৮)/২০২৫ (উচ্চতর বেতন স্কেল) এবং (৯৯-১৩০)/২০২৫ (সমন্বিত)-এর অধীনে আবেদনকারী প্রার্থীদের জন্য প্রযোজ্য । – নন-ক্যাডার পদে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী প্রকাশ করল বিপিএসসি
আবেদনের প্রক্রিয়া কি? আগ্রহী প্রার্থীরা Teletalk BD. Ltd.-এর ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ‘Application form for Non Cadre Examination’-এ ক্লিক করে আবেদন করতে পারবেন । আবেদনপত্র (BPSC Form-5A) ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং অপেরা ব্রাউজারে খোলা যাবে । আবেদন শুরুর আগে প্রার্থীদের বিজ্ঞাপন এবং নির্দেশাবলী ডাউনলোড ও প্রিন্ট করে প্রতিটি ধাপ ভালোভাবে বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কি? ছবি এবং স্বাক্ষর: ছবির দৈর্ঘ্য ও প্রস্থ 300*300 পিক্সেল হতে হবে এবং ফাইল সাইজ ১০০ KB-এর বেশি হবে না । স্বাক্ষর 300*80 পিক্সেল হতে হবে এবং ফাইল সাইজ ৬০ KB-এর বেশি হবে না । ছবি অবশ্যই দুই মাসের বেশি পুরোনো নয় এমন রঙিন ছবি হতে হবে । তথ্য প্রদান প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্মতারিখ এসএসসি বা সমমানের সনদ অনুযায়ী ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে । জন্মতারিখ ভুল দিলে পরবর্তীতে প্রার্থিতা বাতিল হতে পারে । স্থায়ী ঠিকানা ও পরীক্ষা কেন্দ্র আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী জেলার ভিত্তিতে প্রার্থীকে চাকরির জন্য বিবেচনা করা হবে । একবার কেন্দ্র নির্বাচন করা হলে পরবর্তীতে তা আর পরিবর্তন করা যাবে না ।
একাধিক আবেদন একজন প্রার্থী একই পদের জন্য পরীক্ষার ফি জমা দিয়ে প্রবেশপত্র পাওয়ার পর একাধিকবার আবেদনপত্র জমা দিতে পারবেন না । মিথ্যা বা ভুল তথ্য দিয়ে একাধিকবার আবেদন করলে প্রার্থিতা বাতিল হবে এবং ভবিষ্যতে কমিশনের অধীনে সকল পদে আবেদনের জন্য প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন ।
প্রবেশপত্র হারিয়ে গেলে বা ইউজার আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে, ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ‘Admit Card’, ‘User Recovery’, বা ‘Password Recovery’ বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পুনরুদ্ধার করা যাবে ।
অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য দুটি হেল্পলাইন নম্বর (১২১, ০১৫০০১২১১২১, ৫৫০৬৬৫৬, ৫৫০০৬৮৩৪) এবং একটি ইমেইল অ্যাকাউন্ট (bpsc.applicationhelp@gmail.com) সার্বক্ষণিক চালু থাকবে ।
Caption: নন-ক্যাডার বিভিন্ন গ্রেডের পদে আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমাদান
ফি প্রদান পদ্ধতি । অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর, প্রার্থী একটি ইউজার আইডি (User ID) সহ একটি আবেদনকারীর কপি (Applicant’s Copy) পাবেন । এই ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে । ফি এর হার:
- ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেড (নন-ক্যাডার): ২০০/- টাকা ।
- ১০ম গ্রেড: ২০০/- টাকা ।
- ১১তম এবং ১২তম গ্রেড: ১৫০/- টাকা ।
- অনগ্রসর নাগরিক (সকল গ্রেড): ৫০/- টাকা ।
এসএমএস পদ্ধতি কি?
প্রথম এসএমএস: BPSC<space>User ID লিখে 16222 নম্বরে পাঠান । উদাহরণ: BPSC NCRPQBCR লিখে 16222 নম্বরে পাঠান । দ্বিতীয় এসএমএস: ফিরতি এসএমএস-এ প্রাপ্ত পিন নম্বর ব্যবহার করে BPSC<space>Yes<space>Pin লিখে 16222 নম্বরে পাঠান । সফলভাবে ফি জমা হলে প্রার্থী তার মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন, যাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে । এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তাৎক্ষণিকভাবে প্রবেশপত্র ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন ।