এইমাত্র পাওয়া

তীব্র নিন্দা ও ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি ২০২৫ । টাঙ্গাইলকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহে নেওয়ার প্রস্তাব?

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত করার একটি নতুন প্রস্তাব বা গুঞ্জনে জেলার সর্বস্তরের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই ‘দূরভিসন্ধিমূলক সিদ্ধান্তের’ কঠোর নিন্দা জানিয়েছেন টাঙ্গাইলবাসী, যারা ঐতিহাসিকভাবে ও ভৌগোলিকভাবে ঢাকা বিভাগের সঙ্গেই থাকতে চান।

খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নাগরিক প্ল্যাটফর্ম থেকে এর প্রতিবাদ শুরু হয়েছে। টাঙ্গাইল নাগরিক কমিটির ব্যানারে একাত্ম হয়ে আন্দোলনকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, একতরফাভাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবেন।

“উত্তরবঙ্গের প্রবেশদ্বার,” অবরোধে অচল হবে পুরো অঞ্চল

প্রতিবাদকারীরা তাদের মূল আপত্তির কারণ হিসেবে টাঙ্গাইলের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, টাঙ্গাইল হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার। জেলার উপর দিয়ে বঙ্গবন্ধু সেতু থাকায় এটি দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম কেন্দ্র।

আন্দোলনকারীরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “টাঙ্গাইল ব্লকেড হলে পুরো উত্তরবঙ্গ অচল হয়ে যাবে। এই জেলার অবস্থানগত গুরুত্ব কর্তৃপক্ষকে অবশ্যই মাথায় রাখতে হবে।” তারা জোর দিয়ে বলেন, “আমরা টাঙ্গাইলবাসী ঢাকা বিভাগেই থাকব। এই বিষয়ে কোনো আপস হবে না।”

আগের চেষ্টা ব্যর্থ, জনগণ এবারও প্রস্তুত

বক্তারা স্মরণ করিয়ে দেন যে, ময়মনসিংহ বিভাগ গঠনের সময়েও টাঙ্গাইলকে যুক্ত করার চেষ্টা হয়েছিল, কিন্তু জনগণের তীব্র প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। সেসময় টাঙ্গাইলের সকল রাজনৈতিক দল, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সুশীল সমাজ একজোট হয়ে ঢাকা বিভাগের সঙ্গে থাকার পক্ষে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

টাঙ্গাইলের ইতিহাস ও ঐতিহ্যের দীর্ঘদিনের সম্পর্ক ঢাকার সঙ্গে। প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ঢাকার সঙ্গে টাঙ্গাইলের যোগাযোগ অত্যন্ত নিবিড় এবং সুবিধাজনক। এই গভীর সম্পর্ক ছিন্ন করে ময়মনসিংহের সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন আন্দোলনকারীরা।

হোক প্রতিবাদ: ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

নাগরিক কমিটির এক নেতা বলেন, “এটি টাঙ্গাইলবাসীর স্বকীয়তা ও ইচ্ছার বিরুদ্ধে একটি চক্রান্ত। এই চক্রান্ত সফল হতে দেওয়া হবে না।” তারা দ্রুত এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন। জেলার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও “আমরা ঢাকা বিভাগেই থাকব” এই স্লোগানে প্রতিবাদ চলছে। টাঙ্গাইলের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা সকলেই এই প্রতিবাদে সামিল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *