Payoneer To Bkash Fund Transfer 2023। ফ্রিল্যান্সিংয়ের টাকা পেওনিয়ার থেকে বিকাশে আনার নিয়ম

পেওনিয়ার ছাড়াও বেশ কয়েকটি আর্থিক সেবা ফ্রিল্যান্সাদের জন্য চালু করা হলেও বিদেশ থেকে টাকা আনা এখনও অনেক কঠিক – পেপাল ছাড়া বিকল্প নাই – Payoneer To Bkash Fund Transfer 2023 

পেওনিয়ার হতে বিকাশে টাকা আনার নিয়ম ২০২৩ – দেশজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ নিয়ে এলো দারুণ সুখবর! কোনো অপেক্ষা আর কাগজপত্রের ঝামেলা ছাড়াই পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা আপনার বিকাশ একাউন্টে আনতে পারবেন মুহূর্তেই। টাকা আনতে পারবেন মাত্র ১,০০০ টাকা থাকলেও।

কোথায় গিয়ে পেওয়ানিয়ার একাউন্ট খুলতে হবে? বিকাশ গ্রাহকেরা এখন বিকাশ অ্যাপ থেকেই পেওনিয়ার একাউন্ট খুলে পেওনিয়ার থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন। বিকাশ অ্যাপ থেকে নতুন পেওনিয়ার একাউন্ট খুলতে বিকাশ হোম পেজের রেমিট্যান্স আইকনে ক্লিক করুন। এরপর পেওনিয়ার অপশনে গিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই পেওনিয়ার-এ রেজিস্ট্রেশনের পেজে চলে আসবে। বিকাশ শুধু পেওনিয়ার একাউন্ট রেজিস্ট্রেশনে সহায়তা করছে, সফল/ব্যর্থ রেজিস্ট্রেশন কিংবা রেজিস্ট্রেশনের বিস্তারিত নির্ভর করবে পেওনিয়ার কর্তৃপক্ষের উপর।

পেওনিয়ার একাউন্ট কি ব্যাংক হিসাব না থাকলেও খোলা যায়? আপনার ব্যাংক একাউন্ট সম্পর্কিত তথ্য না দিয়েও বিকাশ অ্যাপের মাধ্যমে পেওনিয়ারে রেজিস্ট্রেশন করা সম্ভব। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া সাপেক্ষে আপনি গ্রাহক আইডিসহ একটি কনফার্মেশন ইমেইল পাবেন। আগে থেকেই পেওনিয়ার একাউন্ট থাকলে বিকাশ গ্রাহকেরা তাদের বিকাশ অ্যাপের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করে সহজেই লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে পেওনিয়ার একাউন্টের গ্রাহকের নাম ও বিকাশ একাউন্টের গ্রাহকের নাম একই হতে হবে।

পেওনিয়ার থেকে বিকাশে কত টাকা আনা যায়?/ পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের লিমিট

বিকাশ তাদের সার্ভিস বেশ উন্নত করছে। অন্যান্য যে কোন মোবাইল ফিন্যান্সিয়াল সেবা হতে বিকাশ এগিয়ে রয়েছে।

Caption: bkash

বিকাশ একাউন্ট লিংক টু পেওনিয়ার । বিকাশের সাথে যেভাবে পেওনিয়ার একাউন্ট সংযুক্ত করতে হয়

  1. বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করতে ট্যাপ করুন ‘রেমিট্যান্স আইকন’ > ‘পেওনিয়ার’ > ‘আপনার পেওনিয়ার একাউন্ট লিংক করুন’।
  2. এরপর পেওনিয়ার-এ সাইন ইন করার জন্য ইমেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। ইমেইল/ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিক হলে আপনি একটি ওটিপি পাবেন।
  3. ওটিপি প্রদান করলেই আপনার বিকাশ একাউন্ট ও পেওনিয়ার একাউন্ট লিংক হয়ে যাবে।
  4. একটি বিকাশ একাউন্টের সাথে শুধু একটি পেওনিয়ার একাউন্টই লিংক করা যাবে।

ফ্রিল্যান্সিং টাকা কি রেমিটেন্স হিসেবে ঢুকবে?

কেউ বিকাশ অ্যাপ থেকে পেওনিয়ার সার্ভিসটি ব্যবহার করতে না পারলে ‘রেমিট্যান্স’ বাটনে ট্যাপ করার পরে নিজের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তথ্য হালনাগাদ করে নিলেই সার্ভিসটি ব্যবহারের জন্য উপযুক্ত হবেন। পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের সময়ে আপনি আপনার পেওনিয়ার একাউন্টের উপর নির্ভর করে নির্দিষ্ট কিছু কারেন্সিতেই আপনার ব্যালেন্স দেখতে পারবেন। পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের সর্বনিম্ন লিমিট ১,০০০ টাকা ও সর্বোচ্চ লিমিট ১,২৫,০০০ টাকা প্রতিদিন।

বিকাশ পিন রিসেট ২০২৩ । বিকাশ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি? BKash Personal Retail Account login । বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম
বিকাশ পিন রিসেট করার নিয়ম । বিকাশ কোড ভুলে গেছি এখন কি করবো? ড্রপশিপিং বিজনেস ২০২৩ । পুঁজি ছাড়া বুদ্ধি খাটিয়ে কোথায় কিভাবে শুরু করবেন?
 
পেওনিয়ার কত % চার্জ কেটে রাখে?

পেওনিয়ার থেকে বিকাশ-এ প্রতিবার টাকা উত্তোলনের সময়ে লেনদেনের মোট এমাউন্টের উপর ২% ফি চার্জ করবে পেওনিয়ার। টাকা উত্তোলনের সময়ে পেওনিয়ার-এর এ ফি ব্যতিত বিকাশ কিংবা সরকার নির্ধারিত আর কোনো চার্জ প্রযোজ্য নয়। প্রতিবার সফলভাবে পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা উত্তোলনের পর গ্রাহক রিওয়ার্ড পয়েন্টস পাবেন। এই সার্ভিসের ক্ষেত্রে সরকার প্রদত্ত ২.৫% প্রণোদনা প্রযোজ্য নয়।

পাসপোর্ট ফি ২০২৩ । ১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *