অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ । প্রধান উপদেষ্টার অন্যান্য ১৭ সদস্যের নাম জেনে নিন

অবশেষে ড. ইউনূসের অন্য সদস্যদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে-আজই সন্ধা ৮ টায় প্রধান উপদেষ্টা ও অন্য সদস্যগণ শপথ গ্রহণ করবেন–অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪

সালেহ উদ্দিন আহমেদ কে? ড. সালেহউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স পাস করেন এবং ১৯৬৯ সালে একই বিষয়ে এমএ পাস করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেন। তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডারে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. আসিফ নজরুল কে? ১২ জানুয়ারি ১৯৬৬ সালে জন্ম গ্রহণ করেন এবং একজন বাংলাদেশি লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকাসূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। জন্মসূত্রে তার নাম মোঃ নজরুল ইসলাম। টিভি টক-শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৯৯ সালে সোয়াস (স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানীর বন শহরের ইনভায়রনমেন্টাল ল’ সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন।

আদিলুর রহমান খান কে? তিনি ২৩ ডিসেম্বর ১৯৫২ সালে জন্ম গ্রহণ করেন এবং একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

প্রধান উপদেষ্টার ১৭ সদস্যের নামের তালিকা ২০২৪ / সমন্বয়কদের মধ্য হতে কে কে ঠাই পেল

শিক্ষক, নাগরিক সমাজ, সমন্বয়ক, সংখ্যালঘু, মানবাধিকার কর্মী ও বিভিন্ন পেশাজীবী ঠাই পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে।

Caption: Vorer Kagoj image

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২০২৪ । অন্যান্য ১৭ সদস্যরা হলেন

  1. সালেহ উদ্দিন আহমেদ
  2. ড. আসিফ নজরুল
  3. আদিলুর রহমান খান
  4. হাসান আরিফ
  5. তৌহিদ হোসেন
  6. সৈয়দা রেজওয়ানা হাসান
  7. মো. নাহিদ ইসলাম
  8. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  9. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
  10. সুপ্রদীপ চাকমা
  11. ফরিদা আখতার
  12. বিধান রঞ্জন রায়
  13. আ.ফ.ম খালিদ হাসান
  14. নুরজাহান বেগম
  15. শারমিন মুরশিদ
  16. ফারুকী আযম

দেশে এসেই ড. ইউনূস বিমান বন্দরে যা বললেন?

ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক ভাবে তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদের পথে আনতে চাই। যাতে করে একসঙ্গে কাজ করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাক‌বেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ভেতরে আসবাবপত্র নতুনভাবে বসানো হচ্ছে। এই কাজগুলো করছে গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি)। তবে যমুনা ভবনের সামনে এখনো নিরাপত্তা বেষ্টনী বসানো হয়নি। সেনাবাহিনী, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

     
     
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *