এইমাত্র পাওয়া

ট্রেনের লোকেশন অ্যাপ ২০২৪ । অনলাইনে ট্রেনের অবস্থান লোকেশন জানা যায় কি?

অ্যাপ বা মোবাইল যাই ব্যবহার করুন না কেন মেসেজিং চার্জ কাটবে- অ্যাপ মূলত মেসেজের মাধ্যমেই ট্রেন ট্র্যাক করে থাকে – ট্রেনের লোকেশন অ্যাপ ২০২৪

কোন ট্রেন কোথায় আছে কিভাবে জানব? মুঠোফোনেই এখন সব তথ্য ঘরে বসে জানা যাবে ট্রেনের অবস্থান। এতে এই সুবিধা পেতে এসএমএস করতে হবে ১৬৩১৮ নম্বরে। আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন Tr স্পেস ট্রেনের নম্বর অথবা ট্রেন কোড নম্বর, এর পরে পাঠিয়ে দিতে হবে ১৬৩১৮ নম্বরে।

একতা এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে? একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি হল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন> জয়দেবপুর জংশন > টাঙ্গাইল > বঙ্গবন্ধু সেতু পূর্ব> শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন >উল্লাপাড়া রেলওয়ে স্টেশন> নাটোর > সান্তাহার জংশন।

মেসেজ দিয়ে ট্রেনের অবস্থান জানা যায়? সম্মানিত যাত্রী সাধারণ 16318 নম্বরে Mobile SMS এর মাধ্যমে ট্রেনের অভিমুখ, ট্রেন ছাড়ার সময়, ট্রেনের অবস্থান, পরবর্তী Stopage, real time ভিত্তিতে ট্রেনের বিলম্ব ইত্যাদি তথ্য জানতে পারেন। TTMS ব্লক সেকশনে চলাচলরত ট্রেনের অবস্থান, real time ভিত্তিতে ট্রেনের গতি, কোন স্টেশন থেকে কত কি.মি. দূরে ট্রেনটির অবস্থান ইত্যাদি তথ্য ট্রেন কন্ট্রোলারগণ তাৎক্ষণিকভাবে Display Monitor এর মাধ্যমে জানতে পারছেন। এ ছাড়া ট্রেন কন্ট্রোলারগণ ট্রেনের অবস্থান কন্ট্রোল অফিসে স্থাপিত মনিটরের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন বিধায় এতে বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালনায় নতুনত্ব এসেছে। এতে সার্বিকভাবে বাংলাদেশ রেলওয়ের অপারেটিং কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

একতা এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান নির্ণয় । ট্রেন ট্রাকিং নম্বর যা দিয়ে মেসেজ করবেন

মেসেজ অপশনে TR<Space> Train Noor Train Code লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে। যেমন: সুবর্ণ ট্রেনটি ট্রাক করতে মেসেজ অপশনে TR <Space> Subarna অথবা TR<Space>701 লিখে পাঠিয়ে দিন 16318 নম্বরে।

ট্রেনের লোকেশন অ্যাপ
অনলাইনে ট্রেনের অবস্থান
ট্রেন লোকেশন মেসেজ

Caption: Train Ticket Book Now

মোবাইল দিয়ে ট্রেনের অবস্থান নির্ণয় ২০২৪ । এসএমএস এর জন্য আপনার ব্যালেন্স থেকে ৪.৫ টাকা চার্জ কেটে নেওয়া হবে।

  1. SMS এর নমুনা: tr <space> Train no. অথবা tr <space> Train name লিখে 16318 নম্বরে প্রেরণ (send) করলে ফিরতি SMS এর মাধ্যমে বার্ণিত ট্রেনের তাৎক্ষণিক অবস্থান জানা যাবে। বর্তমানে গ্রামীণফোন লিঃ, রবি এবং বাংলালিংক এর মোবাইল ফোন থেকে এ সেবা পাওয়া যায়।
  2. উদাহরণঃ ঢাকা থেকে দিনাজপুরগামী আন্ত:নগর একতা এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান জানার জন্য যেভাবে SMS করতে হবে- : tr <space> 705 অথবা: : tr <space> Ekota লিখে 16318 নম্বরে পাঠাতে হবে। ফিরতি SMS এ নিম্নে বর্ণিত
  3. ফিরতি মেসেজঃ  তথ্যাদি জানা যাবে- 705: Ekota, Dhaka-Dinajpur, Left Dhaka at 11:10,Next Stn: Bagzana, 4.9km, Next Stop:Birampur@4, Delay: 3:49, 21:02/13.01.14

ঢাকা থেকে পঞ্চগড় ট্রেনের ভাড়া কত?

 

ফ্রিতে ইন্টারনেটে ট্রেন ট্র্যাক করা যায় কি? না। আপনাকে নির্ধারিত ফি অর্থাৎ এসএমএস এর জন্য আপনার ব্যালেন্স থেকে ৪.৫ টাকা চার্জ কেটে নেওয়া হবে। 

সকল ট্রেনের কোড নাম্বার
ট্রেন কোথায় আছে দেখাও ট্রেনের লোকেশন অ্যাপ ২০২৪ মোবাইলে ইনস্টল করুন অথবা মেসেজ অপশনে গিয়ে মেসেজ দিন একই কথা।
Train Schedule full Time table pdf download

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *