টিসিবির পণ্য তালিকায় যুক্ত হচ্ছে আরও পাঁচ পণ্য
ঢাকা: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন যে আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় আরও পাঁচটি নতুন পণ্য যুক্ত হবে। পণ্যগুলো হলো: চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান।
আজ সোমবার সচিবালয়ে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় তিনি এই তথ্য জানান। উপদেষ্টা বলেন, টিসিবির এই নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরও কিছুটা স্বস্তি দেবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন যে টিসিবির কার্যক্রমে সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।
বাণিজ্য উপদেষ্টা আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি প্রত্যাশা করেন যে কার্ডগুলো প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছাবে।
সভায় জানানো হয়, বর্তমানে মোট সক্রিয় টিসিবি কার্ডের সংখ্যা ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান দ্রুতই সঠিক উপকারভোগী নির্বাচনের কাজটি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।
সূত্র: বানিজ্য মন্ত্রণালয়