গোল কাঠের হিসাব 2024 । তক্তা কাঠের হিসাব কিভাবে করে জানেন?
চেরাই বা গোল কাঠের হিসাব বের করা খুব কঠিন কোন কাজ নয়- আপনি জেনে নিন কিভাবে হিসাব বের করতে হয় – কাঠের সেফটি হিসাব ২০২৪
কাঠের হিসাব করার সূত্র কে আবিস্কার করেছে? হপ্পাস সাহেবের কাঠের আয়তন বের করার সূত্র জেনে নিন। V = (G ÷ 4)² * L ÷ 144 যেখানে, V = volume in Hoppus feet, G = girth measured mid point of the log in inches ( গাছের মাঝ বরাবর অংশের পরিধি) এবং L = length of log in feet ( গাছ বা লগের দৈর্ঘ্য) ধরা হয়।বেড় বা গোল কাঠের হিসাবের সূত্র কি? {(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬=CFT যেখানে একটি গোল কাঠের বেড় ১০ ফুট ও লম্বা ১৭ফুট হলে কাঠটি কত CFT? সমাধান হল {(১০x১০)x ১৭}÷১৬ = {১০০x১৭}÷১৬ = =১৭০০÷১৬ = =১০৬.২৫ CFT অর্থাৎ ১০৬ সিএফটি কাঠ বের হল।
সুত্রঃ { (বেড়xবেড়) ইঞ্চি x লম্বা ফুট }÷২৩০৪=CFT উদাহরণ দিবে পরিস্কার করা যাক মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৬০ ইঞ্চি ও লম্বা ১০ ফুট হলে কাঠটি কত CFT বা ফুট? সমাধানঃ সুত্র মতে- { (বেড়xবেড়) ইঞ্চি xলম্বা ফুট }÷২৩০৪= CFT = { (৬০x৬০) x ১০}÷২৩০৪ = ১৫.৬২ প্রায় CFT বা ফুট।
সুত্রঃ (পরিধি ফুটে /৪) ^2 * লম্বা দৈর্ঘ্য । উদাহারণঃ মনে করি, একটি গোল কাঠের বেড় (মাঝের মাপ) ৫ ফুট ও লম্বা ১০ ফুট হলে কাঠটি কত CFT বা ফুট? { (৬০/৪) ^2 * ১০}/১৪৪ =১৫.৬২৫ cft মনে রাখা ভালো-যদি কোন কাঠ এক ফুট লম্বা এক ফুট চওড়া এক ফুট পুরুত্বের হয় তখন সেই কাঠকে এক সেপ্টি বা কেবি বলা হয় ৷ যদি কাঠের পরিধি সব স্থানে সমান না হয় তাহলে একাধিক স্থানে পরিমাপ নিয়ে গড় পরিধি নিয়ে হিসাব করলে প্রকৃত হিসাব পাওয়া যাবে।
চেরাই কাঠের সেফটি হিসাব । তক্তা কাঠের হিসাব বের করবেন যেভাবে
কাঠের হিসাব করতে সুতার বা গাছি প্রয়োজন হবে না যদি আপনি একটু কষ্ট করে হিসাব করেন।
Caption: info source
কাঠের হিসাব বের করার নিয়ম ২০২৪ । কয় ভাবে ১ সিএফটি কাঠ মাপা যায়?
- এক সিএফটি = এক ফুট , বা 1 cft = 1 foot বা ১ সিএফটি = ১ ফুট ।
- ১৪৪ পাঠ = ১ সিএফটি বা ফুট, ১২ পাঠ = ১ ইঞ্চি ।
- ১২ ইঞ্চি = ১ ফুট , ১২ ইঞ্চি = ১ সিএফটি ।
- ১২ ইঞ্চি = ১ ফিট , ১ ফিট = ১ সিএফটি ।
- ১ ইঞ্চি = ১/১২ ফুট, ১ ইঞ্চি = ১/১২ সিএফটি ।
সাইজ কাঠ বা চেরাই কাঠের হিসাব কিভাবে করে?
কাঠ হিসাব করার মূল সূত্র হল দৈর্ঘ্য ✖ প্রস্থ ✖ পুরুত্ব [সব পরিমাপ ফিটে থাকলে] কাঠের তিন সাইডের মাপ ইঞ্চি না ফুটে নিচ্চি তার উপর ভিত্তি করে সূত্রের ভিন্ন রূপ দেখা যাবে- তার দৈর্ঘ্য ✖ প্রস্থ ✖ পুরুত্ব=সিএফটি (প্রতিটির মাপ ফিটে থাকলে) দৈঘ্য ✖ প্রস্থ ✖ থিকনেস/১৪৪ = সি এফ টি। ( প্রস্থ এবং পুরত্ব ইঞ্চিতে থাকলে) দৈঘ্য ✖ প্রস্থ ✖ থিকনেস/১৭২৮= সি এফ টি। ( প্রতিটি মাপ ইঞ্চিতে থাকলে ) উদাহারনে দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ৫ ইঞ্চি এবং পুরুত্ব ৭ ইঞ্চি দেয়া আছে। আমরা একে সাইজ কাঠ কাঠের সূত্রে নিয়ে হিসাব করলে পাই। [এখানে দুটি মাপ ইঞ্চিতে তাই ১৪৪ দিয়ে ভাগ করা হয়েছে।] {(১০ ✖ ৫ ✖ ৭) /১৪৪}=২.৪৩ cft কাঠ আছে। ব্যাস আজ থেকে আর সুতারের উপর ভরসা নয় আপনি নিজে নিজেই কাঠের হিসাব বের করতে পারবেন।