ইভ্যালির গ্রাহকদের জন্য সুখবর। টাকা ফেরত পাচ্ছেন ইভ্যালির গ্রাহকরা

ইভ্যালির গ্রাহকদের জন্য সুখবর। টাকা ফেরত পাচ্ছেন ইভ্যালির গ্রাহকরা।

ই -কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সরকারি ছুটির দিনে গত শনিবার  তে গ্রাহকদের  ১ লাখ ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় এতে ভূমিকা রেখেছে।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রক্রিয়াটি কেবল শুরু হয়েছে। এই দফায় টাকা দেওয়া হয়েছে।অবশেষে গেটওয়ে রিফান্ড শুরু হল। ধাপে ধাপে গেটওয়েতে আটকে থাকা মোট ২৫ কোটি টাকাই রিফান্ড করা হবে।এর মধ্যে নগদেই রয়েছে ১৭ কোটি ৬৯ লক্ষ টাকা, বিকাশে প্রায় ৫ কোটি, এসএসএল-এ ৩ কোটি ৪০ লাখ টাকা আটকে রয়েছে।

পুরো রিফান্ড চিত্র:

১) গেটওয়ের ২৫ কোটি টাকা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রিফান্ড করা হচ্ছে/হবে। 

২) যাদের হাতে চেক রয়েছে তাদের সবার চেক ভেরিফিকেশন এর কাজ চলছে। প্রতিটা চেকের ভেরিফিকেশন শেষে চেকের ডেট অনুযায়ী রিফান্ড সম্পন্ন করা হবে। মনে রাখবেন, চেক ভেরিফিকেশন একইসাথে রিফান্ড ও অডিটের অংশ৷ তাই আশাকরি৷ সবাই পজিটিভ থাকবেন।

৩) যাদের হাতে কোন চেক নেই, কিংবা গেটওয়েতেও টাকা নেই তাদের হতাশ হওয়ার কিছু নেই। সবার তথ্য সংরক্ষিত আছে। দ্রুততম সময়ের মধ্যে সার্ভার ফিরে পাওয়ার ব্যাপারে ইভ্যালি খুবই আশাবাদী। ইভ্যালি দিন দিন ব্যবসায়ীক লাভজনকভাবে এগিয়ে যাচ্ছে। আপনারা ধৈর্য ধরুন ও ইভ্যালির সফল ব্যবসায়ীক বিকাশে সহযোগিতা করুন। আশাকরি, কাউকেই আর হতাশ হতে হবেনা। সকলের আমানত ধাপে ধাপে ফিরিয়ে দেওয়া হবে। 

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *