প্রাইজবন্ড জেতার উপায় ২০২৩ । প্রতি ১০ লাখ প্রাইজবন্ডের মধ্যে বিজয়ী হয় কত জন?
প্রাইজবন্ড আপনি কিনে রাখুন মিলিযে দেখার দায়িত্ব দাযিত্ব আমাদের অর্থাৎ প্রাচুর্য ডট কম আপনার হয়ে প্রতিবার মিলিয়ে দেখবে – প্রাইজবন্ড জেতার উপায় ২০২৩
প্রাইজবন্ড বিজয়ী হার কত পারসেন্ট? –প্রাইজবন্ড বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনসহ ক্যাশ প্রবাহ বৃদ্ধিতে ব্যাপক ভুমিকা রাখে। আগস্ট ২০২৩ পর্যন্ত সরকার বাজার থেকে ৭৪০ কোটি টাকা উত্তোলোন করেছে। প্রাইজবন্ড জেতার উপায় নিয়ে অনেক বিশেষজ্ঞ বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। প্রতি ১০ লাখ প্রাইজবন্ডের মধ্যে বিজয়ী হয় মাত্র ৪৬টি নাম্বার, অন্যভাবে বলতে গেলে প্রতি ২১,৭৩৯টি’র মধ্যে ১টি নাম্বার বা ০.০০৪৬% । প্রমানীত সত্য যে প্রাইজবন্ড যত বেশী সংখ্যক থাকবে তার বিজয়ী হবার সম্ভবনা তত বেড়ে যাবে।
এক সিরিয়ালে প্রাইজবন্ড কেনা কি ভাল? এক সিরিয়ালে নূন্যতম ১০০টি প্রাইজবন্ড ক্রয় করা। ১০০টির অধিক প্রাইজবন্ড ক্রয় করতে চাইলে এক সিরিয়ালে ১০০টি ক্রয় করার পর কিছু গ্যাপ দিয়ে আবার এক সিরিয়ালে ১০০টি কিনতে হবে এইভাবে চলতে থাকবে। প্রাইজবন্ড একই সিরিয়ালে না কিনে আলাদা আলাদা সিরিয়ালে কেনা ভাল।
প্রাচুর্য ডট কম কি? প্রাচুর্য ডট কম একটি অটোমেটেড সিস্টেমে প্রাইজবন্ড চেকার। এখানে যে কোন বাংলাদেশী জনগন তার প্রাইজবন্ডের নাম্বার সংরক্ষণ করতে পারবেন। ২০ বছর পূর্বের যেকোন “ড্র”র ফলাফলের সাথে নিজের প্রাইজবন্ডের নাম্বার মিলিয়ে দেখা যাবে। বিজয়ী হলে এস.এম.এস ও ই-মেইল এর মাধ্যমে জানা যাবে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসাধারণকে সেবা প্রদানের মাধ্যমে সরকারের একটি অন্যতম সেক্টর প্রাইজবন্ড এর সুফল সবার মাঝে পৌঁছে দেয়া হয়।
সর্বোপরি নিয়মিত ড্র রেজাল্ট মিলিয়ে দেখতে হবে / এই দায়িত্ব কি অন্য কাউকে দেয়া যায়? যায়।
প্রাচুর্য ডট কম থেকে কি কেউ মিলিয়ে প্রাইজবন্ড বিজয়ী হযেছে? হ্যাঁ। আপনার কোন প্রাইজবন্ড ১১২তম, ১১১তম, ১১০তম, ১০৯তম, ১০৮তম, ১০৭তম, ১০৬তম ও ১০৫তম ড্র’তে জয়ী হয় নি।
Caption: রেজিস্ট্রেশন করতে এখনই ক্লিক করুন
পুরাতন নাকি নতুন প্রাইজবন্ড ক্রয় করা ভাল । পুরাতন প্রাইজবন্ড ক্রয় করা যাবে কি?
- পুরাতন প্রাইজবন্ড কেনা নিয়ে কোন মতভেদ নাই। পুরাতন প্রাইজবন্ডের কিছু উপকারীতা আছে, যেমন- পুরাতন প্রাইজবন্ড কেনার পর থেকেই ড্র’র আওতায় থাকে, কিন্তু নতুন প্রাইজবন্ড ড্র’র আওতায় আসতে কেনার পর দুই মাস অপেক্ষা করতে হয়।
- পুরানো সিরিজের প্রাইজবন্ডের ক্ষেত্রে পূর্ববর্তী দুই বছরের মোট ৮টি ড্র’র সাথে মিলিয়ে দেখার সুযোগ আছে (যদি পূর্ববর্তী বিক্রেতা নাম্বারগুলি না মিলিয়েই বিক্রয় করে থাকে), কিন্তু
- নতুন সিরিজের ক্ষেত্রে কেবল মাত্র পরবর্তী ড্র’র সাথে মিলিয়ে দেখা যাবে পূর্ববর্তী ড্র’র সাথে মিলিয়ে দেখার সুযোগ নাই।
প্রাইজবন্ড বিজয়ী হলে করণীয় কি?
প্রাইজবন্ড পুরস্কারের টাকা তোলার জন্য যেভাবে আবেদন করতে হয়? হ্যাঁ। পুরস্কারের অর্থ দাবী করার জন্য একটি নির্ধারিত ফরমে বাংলাদেশ ব্যাংক বা যে কোন তফসিলী ব্যাংক বা ডাকঘরে আবেদন করতে হয়। জেতার পর মূল বন্ডসহ নির্দিষ্ট ফরমে আবেদন করলে সর্বোচ্চ দুই মাসের মধ্যে বিজয়ীকে পে-অর্ডার দেওয়া হয়। জেতার পর মূল বন্ডসহ নির্ধারিত ফরমে আবেদন করলে সর্বোচ্চ দুই মাসের মধ্যে বিজয়ীকে পে-অর্ডার দেওয়া হয়। ১৯৯৯ সালের ১ জুলাই থেকে এর মুনাফার ওপর ২০ শতাংশ উৎসে কর আরোপ করে সরকার। ফরম ডাউনলোড করুন
Prize Bond Result Checker 2023 । প্রতিবার প্রাইজবন্ড ড্র হলেই ফলাফল চেক ফ্রিতে! | প্রাইজবন্ড ড্র ২০২৩ । Prize Bond Draw result in Bangladesh | Prize bond Draw 2023 । প্রাইজবন্ড ড্র ফলাফল ১১২ তম দেখে নিন |