Salary Refund Challan Code । সরকারি কোষাগারে অতিরিক্ত গৃহীত বা টাকা ফেরত দেওয়ার কোড জেনে নিন

সরকারি চাকরি ছেড়ে দিলে মূল বেতন ফেরত দিতে হয় অথবা কোন কারণে করণিক ভুল হলেও অতিরিক্ত গৃহীত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত দিতে হয়–Salary Refund Challan Code

টাকা ফেরতের নতুন কোড কোনটি?  আগামী ১ জুলাই ২০২৪ তারিখ হতে পূর্ববর্তী অর্থ বছরের প্রতিনিয়ে গৃহীত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে “১০৯০১০১১০১৪৩৫-১৪৪১২০২” কোডটি ব্যবহারের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে উপসচিব খন্দকার সার্নিয়া আরফিন।

সরকারি চাকরি হতে রিজাইন দেওয়ায় সময় কি মূল বেতন ফেরত দিতে হয়? না, সাধারণত সরকারি চাকরি হতে রিজাইন দেওয়ার সময় মূল বেতন ফেরত দিতে হয় না। তবে, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মূল বেতন ফেরত দিতে হতে পারে। যেমন- চাকরির শর্তাবলীতে যদি উল্লেখ থাকে যে, নির্দিষ্ট সময়কালের মধ্যে চাকরি ছেড়ে দিলে মূল বেতন ফেরত দিতে হবে। যদি কর্মচারী প্রশিক্ষণের জন্য সরকারি তহবিল থেকে অর্থ গ্রহণ করে থাকেন এবং প্রশিক্ষণ সমাপ্তির পূর্বে চাকরি ছেড়ে দেন। যদি কর্মচারী সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেন বা হারিয়ে ফেলেন। যদি কর্মচারী দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। মূল বেতন ফেরত দিতে হবে কিনা তা নির্ধারণের জন্য, কর্মচারীকে অবশ্যই তাদের চাকরির শর্তাবলী এবং প্রযোজ্য আইন-কানুনগুলি মনোযোগ সহকারে পর্যালোচনা করতে হবে।

সরকারি কোষাগার বলতে কি বুঝায়? সরকারি কোষাগার হলো সেই স্থান যেখানে সরকারের সকল রাজস্ব আদায় ও ব্যয় নিয়ন্ত্রণ করা হয়। এটি সরকারের আর্থিক ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। সরকারি কোষাগারের প্রধান কাজগুলি হল- সরকারের সকল রাজস্ব আদায় ও সংগ্রহ করা, যেমন কর, শুল্ক, জরিমানা ইত্যাদি। সরকারের সকল ব্যয় পরিশোধ করা, যেমন বেতন, ভাতা, পেনশন, দ্রব্যাদি ক্রয় ইত্যাদি। সরকারের আর্থিক লেনদেনের হিসাব রাখা ও নিয়ন্ত্রণ করা। সরকারের আর্থিক নীতি প্রণয়নে সহায়তা করা।বাংলাদেশে, সরকারি কোষাগার অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

পূর্ববর্তী অর্থবছরের অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত প্রদানের কোড অবহিতকরণ নির্দেশনা জারি করেছে অর্থমন্ত্রণালয় / ১লা জুলাই হতে নতুন কোড ব্যবহার করতে হবে

সরকারি কোষাগার বা সরকারকে কোন অর্থ ফেরত দিতে নিচের ঘোষিত কোড ব্যবহার করতে হবে।

Caption: New Challan Code Circular

ট্রেজারি চালানের কোড নম্বরসমূহ । সরকারিচালানের মাধ্যমে টাকা জমাদানের কোড নম্বরসমূহ

আপনি চাইলে ভ্যাট ট্যাক্সের অর্থ অনলাইনে এ চালানের মাধ্যমে জমা দিতে পারেন।

টাকা জমার খাত

পুরাতন কোড নং

নতুন কোড নং

আবেদন ফরম সংগ্রহ

১/৪২৪১/০০০০/২৬৮১

১৪২০৩০১১২২০৩০-১১০০০০০০০-১১০০১০০০-১৪৪১২৯৯

আবেদন ফি

বার্ষিক ফি

রয়্যালটি/ইজারামূল্য

 

১/৪২৪১/০০০০/১৭০১

১৪২০৩০১১২২০৩০-১১০০০০০০০-১১০০১০০০-১৪১৫১০১

ভ্যাট

 

১/১১৩৩/০০১৫/০৩১১

১১৪১১০১

আয়কর

 ১/১১৪১/০০৭০/০১১১

 

১১১১১০১

জরিমানা

১/৪২৪১/০০০০/২৬৮১

১৪৪১২৯৯

পূর্বে কি বেতন ভাতাদি ২৬৭১ কোডে দেওয়া হতো?

হ্যাঁ। তবে অর্থমন্ত্রণালয় নতুন আদেশ জারি করায় নতুন কোড ১০৯০১০১১০১৪৩৫-১৪৪১২০২ টি ব্যবহার করে চালান ফরম পূরণ করতে হবে।  এই পুস্তিকা চালানের মাধ্যমে অথবা নির্দিষ্ট ফরমে রাজস্ব ও অন্যান্য অর্থ সরকারি কোষাগারে জমা করতে হলে ১৩ অঙ্ক বিশিষ্ট যে কোড ব্যবহার করতে হবে তা নির্দেশ করা হয়েছে। আশা করা যায়, এতে রাজস্ব প্রদানকারীগণ অতি সহজেই প্রদেয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করতে সমর্থ হবেন।

 

পূর্বে চালান ফরম নমুনা

অতিরিক্ত গৃহীত অর্থ

https://bdservicerules.info/%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *