Bkash Student Account Easy Opening । শিশুর জন্ম সনদ দিয়েই বিকাশ খোলা যায়
জন্ম সনদ থাকলে সাথে, বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফেলো মিনিটেই, আছে ৳১৩০ পর্যন্ত ওয়েলকাম অফার এবং একাউন্ট খুলতে এনআইডি লাগে না-Bkash Student Account
সর্বনিম্ন বয়স কত হতে হবে? ১৪ থেকে ১৮ বছরের কম বয়সী গ্রাহকরা বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবে। প্রয়োজন শুধু ডিজিটাল জন্ম সনদ আর মা/বাবার সচল বিকাশ নাম্বার এবং শুধু তাই নয়, একাউন্ট খুললে বিকাশ অ্যাপে একাউন্ট খুললেই ৳১৩০ পর্যন্ত ওয়েলকাম অফার হিসেবে পাওয়া যাবে। তাই দেরি কেন? আজই স্টুডেন্ট একাউন্ট বিকাশ-এ খুলে ফেলো!
বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার সময় করণীয় কি? জন্ম সনদের ছবি স্পষ্ট হতে হবে। জন্ম সনদের ছবি থেকে নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার সংগ্রহ করবে, তা বিকাশ অ্যাপে ভালোভাবে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, তার নাম জন্ম সনদের সাথে মিলিয়ে নিতে হবে, প্রয়োজনে জন্ম সনদ অনুযায়ী পরিবর্তন করতে হবে। অভিভাবক হিসেবে মা অথবা বাবা যাকে বেছে নেয়া হবে, বিকাশ নাম্বারটি অবশ্যই তার নামে হতে হবে। নিজের চেহারার ছবি পর্যাপ্ত আলোর সামনে দাঁড়িয়ে এবং মানানসই ও শালীন পোশাক পরিহিত অবস্থায় তুলতে হবে।
১০ বছর বয়সী কেউ বিকাশ খুলতে পারবে? না। একজন অভিভাবকের সম্মতিতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী (১৭ বছর, ১১ মাস এবং ৩০ দিন) গ্রাহকরা স্টুডেন্ট একাউন্ট খুলতে পারেন। এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ধরনের বিকাশ একাউন্ট। স্টুডেন্ট একাউন্টের লেনদেনের সীমা সাধারণ বিকাশ একাউন্টের চেয়ে কম এবং সাধারণ বিকাশ একাউন্টের তুলনায় এই একাউন্টে সীমিত পরিষেবা রয়েছে। স্টুডেন্ট একাউন্ট শুধুমাত্র ডিজিটাল জন্ম সনদ দিয়েই খোলা যাবে।
০১টি রেগুলার বিকাশ একাউন্ট সর্বোচ্চ ৩টি স্টুডেন্ট একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সম্মতি দিতে পারবেন। সন্তান বেশি থাকলেও ৩টির বেশি রেজিস্ট্রেশন করা যাবে না
অভিভাবকের (বাবা/মা -এর) সক্রিয় বিকাশ একাউন্ট নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। বাবা/মা স্টুডেন্ট গ্রাহককে ভেরিফিকেশন কোড প্রদান করে তার সম্মতি প্রদান করবেন। যদি ৪৮ ঘণ্টার মধ্যে ভেরিফিকেশন কোড প্রদান করা না হয়, তাহলে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবেনা এবং স্টুডেন্টকে রেজিস্ট্রেশনের জন্য পুনরায় শুরু থেকে আবেদন করতে হবে।
Caption: bkash student account opening
বিকাশ স্টুডেন্ট একাউন্ট ২০২৪ । যে সকল ফিচার থাকবে ছাত্র -ছাত্রীদের বিকাশ একাউন্টে……..
- সেন্ড মানি
- পেমেন্ট
- স্টুডেন্ট
- মোবাইল রিচার্জ
- এডুকেশন ফি
- ক্যাশ আউট
- পে বিল
২৫ টাকার বেশি বোনাস পাওয়া যাবে?
হ্যাঁ। –লগইন আর পিন সেট করলে ২৫ বোনাস পাওয়া যাবে এবং অ্যাপে ১ম বার লগইন করে যেকোনো মোবাইল রিচার্জে ২৫ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও ১ম মাসে ও ২য় মাসে ৳৫০ বা বেশি মোবাইল রিচার্জে ১৫ ৳ এবং ১০০ বা বেশি পেমেন্টে ১০ টাকা বোনাস পাওয়া যাবে। ১০০ বা বেশি সেন্ড মানি’তে ১৫ এবং ৫০ বা বেশি মোবাইল রিচার্জে ১৫ এবং ১০০ বা বেশি পেমেন্টে ১০ টাকা বোনাস পাওয়া যাবে। সব মিলিয়ে ১৩০ টাকা ওয়েলকাম বোনাস পেতে পারেন।
বাবা কি সন্তানকে এই একাউন্টে ৩০০০০ টাকা পাঠাতে পারবেন? না। প্রতি ক্যালেন্ডার মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য নয়। বিকাশ অ্যাপে প্রিয় নাম্বারে সেন্ড মানি লিমিট ২৫,০০০ টাকা এবং একাউন্ট ধরন অনুযায়ী লিমিট নির্ভর করবে। স্টুডেন্ট একাউন্টের ক্ষেত্রে প্রিয় নাম্বারে সেন্ড মানি লিমিট প্রতি মাসে ১৫,০০০ টাকা।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন