এইমাত্র পাওয়া

সরকারি কর্মচারীদের জন্য বেতনস্কেল ২০১৫ কার্যকর: সর্বনিম্ন বেতন ৮,২৫০ ও সর্বোচ্চ ৭৮,০০০ টাকা

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতনস্কেল ২০১৫’ এর গেজেট প্রকাশিত হয়েছে ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর হওয়া এই নতুন স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে এই সংক্রান্ত চূড়ান্ত আদেশ জারি করে

বেতন কাঠামো ও গ্রেড: নতুন এই আদেশে পূর্বের ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ টাকা এবং ১লা গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা (নির্ধারিত) তবে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের বেতন ৮৬,০০০ টাকা এবং সিনিয়র সচিবদের বেতন ৮২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে

বিলুপ্তি ও নতুন পদ্ধতি: নতুন স্কেলে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে । এর পরিবর্তে উচ্চতর গ্রেড প্রদানের নতুন নিয়ম চালু করা হয়েছে। একজন স্থায়ী কর্মচারী একই পদে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে ১১তম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন এছাড়া পরবর্তী ৬ বছর পদোন্নতি না পেলে সপ্তম বছরে আবারও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখা হয়েছে এছাড়া পূর্বের শ্রেণিভিত্তিক (১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণি) পরিচিতির বদলে এখন থেকে কর্মচারীরা গ্রেডভিত্তিক পরিচিত হবেন

ভাতা ও সুযোগ-সুবিধা:

  • চিকিৎসা ভাতা: সকল কর্মচারীর জন্য মাসিক চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছরের উর্ধ্বে অবসরভোগীদের জন্য এটি ২,৫০০ টাকা

  • নববর্ষ ভাতা: নতুন এই বেতন কাঠামোতে প্রথমবারের মতো মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রবর্তন করা হয়েছে, যা ১৪২৩ বঙ্গাব্দ থেকে কার্যকর হবে

  • শিক্ষা সহায়ক ভাতা: সন্তান প্রতি ৫০০ টাকা হারে (অনধিক দুই সন্তানের জন্য ১,০০০ টাকা) শিক্ষা সহায়ক ভাতা পাবেন কর্মচারীরা

  • বাড়ি ভাড়া: ঢাকা ও অন্যান্য মহানগরের অবস্থান ভেদে মূল বেতনের ৩৫% থেকে ৬৫% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে

পেনশন ও অবসর সুবিধা: অবসরপ্রাপ্তদের জন্য মাসিক নিট পেনশনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ৬৫ বছরের ঊর্ধ্বের পেনশনভোগীদের জন্য ৫০% এবং অন্যদের ক্ষেত্রে ৪০% পেনশন বৃদ্ধি পাবে এছাড়া অবসরোত্তর ছুটি (PRL) নগদায়নের সুবিধা ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে

নতুন এই আদেশ অনুযায়ী ১ জুলাই ২০১৫ থেকে বকেয়া বেতন কার্যকর হবে এবং অন্যান্য সকল ভাতা ১ জুলাই ২০১৬ তারিখ থেকে বর্ধিত হারে প্রদান করা হবে তবে এই আদেশ পুলিশ, বিজিবি এবং প্রতিরক্ষা সার্ভিসের নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া প্রজাতন্ত্রের প্রায় সকল বেসামরিক কর্মচারীর জন্য প্রযোজ্য হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *