সরকারি কর্মচারীদের জন্য বেতনস্কেল ২০১৫ কার্যকর: সর্বনিম্ন বেতন ৮,২৫০ ও সর্বোচ্চ ৭৮,০০০ টাকা
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত ‘জাতীয় বেতনস্কেল ২০১৫’ এর গেজেট প্রকাশিত হয়েছে । ১ জুলাই ২০১৫ থেকে কার্যকর হওয়া এই নতুন স্কেলে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে । অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে এই সংক্রান্ত চূড়ান্ত আদেশ জারি করে ।
বেতন কাঠামো ও গ্রেড: নতুন এই আদেশে পূর্বের ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৮,২৫০ টাকা এবং ১লা গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা (নির্ধারিত) । তবে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের বেতন ৮৬,০০০ টাকা এবং সিনিয়র সচিবদের বেতন ৮২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে ।
বিলুপ্তি ও নতুন পদ্ধতি: নতুন স্কেলে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছে । এর পরিবর্তে উচ্চতর গ্রেড প্রদানের নতুন নিয়ম চালু করা হয়েছে। একজন স্থায়ী কর্মচারী একই পদে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে ১১তম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন । এছাড়া পরবর্তী ৬ বছর পদোন্নতি না পেলে সপ্তম বছরে আবারও উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রাখা হয়েছে । এছাড়া পূর্বের শ্রেণিভিত্তিক (১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণি) পরিচিতির বদলে এখন থেকে কর্মচারীরা গ্রেডভিত্তিক পরিচিত হবেন ।
ভাতা ও সুযোগ-সুবিধা:
-
চিকিৎসা ভাতা: সকল কর্মচারীর জন্য মাসিক চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে । ৬৫ বছরের উর্ধ্বে অবসরভোগীদের জন্য এটি ২,৫০০ টাকা ।
-
নববর্ষ ভাতা: নতুন এই বেতন কাঠামোতে প্রথমবারের মতো মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রবর্তন করা হয়েছে, যা ১৪২৩ বঙ্গাব্দ থেকে কার্যকর হবে ।
-
শিক্ষা সহায়ক ভাতা: সন্তান প্রতি ৫০০ টাকা হারে (অনধিক দুই সন্তানের জন্য ১,০০০ টাকা) শিক্ষা সহায়ক ভাতা পাবেন কর্মচারীরা ।
-
বাড়ি ভাড়া: ঢাকা ও অন্যান্য মহানগরের অবস্থান ভেদে মূল বেতনের ৩৫% থেকে ৬৫% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে ।
পেনশন ও অবসর সুবিধা: অবসরপ্রাপ্তদের জন্য মাসিক নিট পেনশনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ৬৫ বছরের ঊর্ধ্বের পেনশনভোগীদের জন্য ৫০% এবং অন্যদের ক্ষেত্রে ৪০% পেনশন বৃদ্ধি পাবে । এছাড়া অবসরোত্তর ছুটি (PRL) নগদায়নের সুবিধা ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে ।
নতুন এই আদেশ অনুযায়ী ১ জুলাই ২০১৫ থেকে বকেয়া বেতন কার্যকর হবে এবং অন্যান্য সকল ভাতা ১ জুলাই ২০১৬ তারিখ থেকে বর্ধিত হারে প্রদান করা হবে । তবে এই আদেশ পুলিশ, বিজিবি এবং প্রতিরক্ষা সার্ভিসের নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া প্রজাতন্ত্রের প্রায় সকল বেসামরিক কর্মচারীর জন্য প্রযোজ্য হবে ।


