এইমাত্র পাওয়া

টেলিটক ইন্টারনেট নতুন প্যাকেজ ২০২৩ । পূর্বতন ৩ দিনের প্যাকেজের মেয়াদ ৭ দিন করা হয়েছে?

বাংলাদেশ ইন্টারনেট প্যাকেজ কমানোর পর উচ্চ দামে ইন্টারনেট কিনতে হচ্ছে কিন্তু টেলিটক নিয়ে এলো সর্বনিম্ন দামে সর্বোচ্চ মেয়াদের ধামাকা ইন্টারনেট প্যাকেজ -টেলিটক ইন্টারনেট নতুন প্যাকেজ ২০২৩

টেলিটকের কি আনলিমিটেড মেয়াদের প্যাকেজ আছে? হ্যাঁ– একমাত্র টেলিটক এ আছে আনলিমিটেড মেয়াদে ৩ টি সেরা ইন্টারনেট অফার। যেমন- মাত্র ৬২৯ টাকায় ২৫ জিবি ইন্টারনেট কেনা যায়। এছাড়াও  ৯৯৯ টাকায় ৫০ জিবি ইন্টারনেট আনলিমিটেড মেয়াদে ব্যবহার করা যায় এবং মাত্র ১২৯৯ টাকায় ৭৫ জিবি ইন্টারনেট নিতে পারবেন। MyTeletalk App থেকেও অফারটি ক্রয় করতে পারবেন।

টেলিটক দিচ্ছে ১ সেকেন্ড পালস সুবিধা – কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ বর্ণমালা যা ৪৫ পয়সা/মিনিট (২৪ ঘন্টা) ১ সেকেন্ড পালস সুবিধা রেখেছে।  এস এম এস: ২৫ পয়সা (যেকোন অপারেটর) মাত্র। আপনি যে কোন সময় মাত্র ৩০ টাকা যত খুশি ততবার রিচার্জে ৩০ মিনিট, ৩০ এমবি এবং ৩০ মেসেজ ফ্রি পাবেন। এমন সুবিধায় যুক্ত হতে আজই টেলিটক বর্ণমালার জন্য রেজিস্ট্রেশন করে ফেলুন।

ইন্টারনেটের দাম কি কমানো হল? না। তবে ৩ দিন মেয়াদের প্যাকেজগুলো ৭ দিন মেয়াদ করা হয়েছে।

এখন তিন দিন এবং ১৫ মেয়াদের প্যাকেজ বাংলাদেশে নাই। অন্যান্য অপারেটর আগামী ১০ তারিখের মধ্যে নতুন প্যাকেজ চালু করবে।

রেগুলার । আগামী । বর্ণমালা । অপরাজিতা

টেলিটক ইন্টারনেট নতুন প্যাকেজ ২০২৩ । নতুন মেয়াদে ভাল ইন্টারনেট প্যাকেজ কোনগুলো?

  1. ১০০ এমবি টাকা : ৯ মেয়াদ : ৭ দিন কোড : *১১১*৫০১#
  2. ৫০০ এমবি টাকা : ৩৯ মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৫০৩#
  3. ১ জিবি টাকা : ৫৯ মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৪৯#
  4. ২ জিবি টাকা : ৯৩ মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৯৩#
  5. ৩ জিবি টাকা : ১৩৯ মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৫৩১#
  6. ৪ জিবি টাকা : ১৭৬ মেয়াদ : ৩০ দিন কোড : *১১১*৭৭৬#

টেলিটক বর্ণমালা সিম কেনার উপায় কি?

বর্ণমালা সিমটি পেতে আপনাকে প্রথমে এর জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে,২০০৫ থেকে ২০২৩ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে বর্ণমালার জন্য শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে, নিম্মের ফরমেটে এসএমএস এর মাধ্যমে নিবন্ধন করুন, BOR [space] SSC_Board(first 3 letters) [space] SSC_Roll [space] SSC_Passing_Year [space] SSC_registration_no.[space] contact_No(Any operator) যেকোনো টেলিটক নাম্বার থেকে ১৬২২২ এই নাম্বারে এসএমএস সেন্ড করুন, বর্ণমালা সিমের জন্য আবেদন করলে সাথে সাথে ফিরতি এসএমএসে otp এবং id নাম্বার দেওয়া হবে, যেটি দিয়ে আপনি সিম তুলতে পারবেন। আলাদা কোন এসএমএস লাগবেনা। তবে ফিরতি এসএমএস না পেয়ে থাকলে অপেক্ষা করুন এসএমএস পেয়ে যাবেন।বর্ণমালা OTP এবং Id নাম্বার পেয়ে থাকলে আপনি OTP এবং Id নাম্বারটি এবং NID কার্ডের ফটোকপি নিয়ে সরাসরি যেকোনো টেলিটক কাস্টমার কেয়ারে গেলেই সিমটি তুলতে পারবেন।

টেলিটক ইন্টারনেট নতুন প্যাকেজ ২০২৩ । পূর্বতন ৩ দিনের প্যাকেজের মেয়াদ ৭ দিন করা হয়েছে?

 

টেলিটক সিম রিপ্লেস পাওয়া যাবে কথায়?

সিম রিপ্লেস ফি ১৫০ টাকা সিম রিপ্লেস করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনুগ্রহ করে নিকটবর্তী টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করুন। আমাদের কাস্টমার কেয়ারের ঠিকানা এবং কোনদিন বন্ধ থাকে জানতে উক্ত লিঙ্কে ক্লিক করুন https://www.teletalk.com.bd/customer-care টেলিটক এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *