MBBS Admission Circular 2023 । বেসরকারি মেডিকেল কলেজের তালিকা দেখে নিন

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল’ কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা- ২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে হবে-MBBS Admission Circular 2023

অনলাইনে আবেদন করা যাবে কি? অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অনলাইনে (http://dgme.teletalk.com.bd) আবেদন করতে হবে। ২০২২-2023 খ্রি. শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন। অনলাইনে আবেদন পুরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি www.dgme.gov.bd www.dghs.gov.bd_ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি (১০০+১০০)= ১০০০/- (এক হাজার) টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

কোটার কতগুণ মনোনয়ন দেওয়া হইবে? কোটার মোট আসনের ৩ গুণ শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে মনোনয়ন প্রদান করে কলেজগুলোর মধ্যে বন্টন করবে। সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পর্ষদ মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে সর্ব সম্মতিক্রমে কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে অবহিত করবে। ভর্তির যোগ্য বেসরকারি কলেজসমূহে কলেজের মোট আসনের সর্বোচ্চ ৪৫% বিদেশি ছাত্র/ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বিদেশি ছাত্র/ছাত্রী পাওয়া না গেলে দেশি ছাত্র/ছাত্রী দ্বারা এ আসনসমূহ পূরণ করা যাবে। যা কেন্দ্রীয়ভাবে একই প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে।

এমবিবিএস ভর্তি ফি জমা দেয়ার পদ্ধতি কি? আবেদনের সময়: টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSNG লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে: উদাহরণ: MBBSNG <Space> FRLGCT টাইপ করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID ফিরতি SMS –এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ৯০০/- (নয়শত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। Message অপশনে গিয়ে MBBSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ: MBBSNG <Space> YES <Space> ৪৫৬৭৮৯ টাইপ করে Send করুন ১৬২২২ নম্বরে। এখানে ৪৫৬৭৮৯ হলো আগের ফিরতি SMS এ পাওয়া PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ৯০০/- (নয়শত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ আবেদন নিশ্চিত করা হবে।

প্রথম নিশ্চয়নের সময়: টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSNG লিখে স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করতে হবে: উদাহরণ: MBBSNG <Space> FRLGCT টাইপ করে Send করুন ১৬২২২ নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পূরণ করে পাওয়া User ID ফিরতি SMS –এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০/- (একশত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। Message অপশনে গিয়ে MBBSNG লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। উদাহরণ: MBBSNG <Space> YES <Space> ৪৫৬৭৮৯ টাইপ করে Send করুন ১৬২২২ নম্বরে। এখানে ৪৫৬৭৮৯ হলো আগের ফিরতি SMS এ পাওয়া PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS এ আবেদন নিশ্চিত করা হবে।

বেসরকারি মেডিকেলের তালিকা দেখুন / কোন কোন মেডিকেল কলেজ বেসরকারি দেখে নিন

টেলিটকের প্রি-পেইড মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBSNG লিখে স্পেস দিয়ে User ID লিখে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করতে হবে: উদাহরণ: MBBSNG <Space> FRLGCT টাইপ করে Send করুন ১৬২২২ নম্বরে। এখানে FRLGCT হলো ফরম পাওয়া User ID। ফিরতি SMS-এ একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১০০/- (একশত) টাকা কেটে রাখার তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

Caption: Check MBBS Medical Admission Circular

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি শুরু এবং শেষে তারিখ । অনলাইনে মেডিকেল ভর্তির আবেদন করুন

  1. অনলাইন আবেদন শুরুর তারিখ ০০৬-০৬-২০২৩ খ্রি. (দুপুর ১২.০০ টা)
  2. অনলাইন আবেদনের শেষ তারিখ ১০-০৬-২০২৩ খ্রি. (রাত ১২.০০ টা)
  3. আবেদনের ফি জমাদানের শেষ তারিখঃ ১১-০৬-২০২৩ খ্রি. (রাত ১২.০০ টা)
  4. প্রাথমিক নির্বাচনের এসএমএস প্রদানের তারিখঃ ১৩-০৬-২০২৩ খ্রি.
  5. প্রাথমিক নিশ্চায়নের শেষ তারিখ ১৮-০৬-২০২৩ খ্রি.
  6. দ্বিতীয় নির্বাচনের এসএমএস প্রদানের তারিখ ০ ২০-০৬-২০২৩ খ্রি.
  7. দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ 01 25-06-2023 খ্রি.
  8. ওয়েব সাইটে তালিকা প্রকাশঃ ২৭-০৬-২০২৩ খ্রি.
  9. ভর্তি শুরুর তারিখ০৩-০৭-২০২৩ খ্রি.
  10. ভর্তির শেষ তারিখঃ ০৯-০৭-২০২৩ খ্রি.
  11. ১৩. ক্লাস শুরুঃ ১০-০৭-২০২৩ খ্রি. (দুপুর ১২.০০ টা)

অনলাইনে এমবিবিএ আবেদনপত্র পূরণের নিয়মাবলি কি?

অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলি ভালভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে দাখিল করতে হবে। ফি দেবার পূর্বে আবেদনপত্রে কোন ভুল হলে পুনরায় অনলাইনে আবেদন সংশোধন করা যাবে তবে ফি জমা দেয়ার পর দাখিলকৃত আবেদনপত্রের কোনো পরিবর্তন করা যাবে না এবং আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। ভর্তিচ্ছু মেডিকেল কলেজসমূহের নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক/স্বজনদের সাহায্য নেয়া যেতে পারে। কলেজ কোডগুলো ১০১ থেকে ১৬৬ (সারণি-১ দ্রষ্টব্য) জানা থাকতে হবে। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন দাখিলের সময় ছেলেদের জন্য ৬০ টি মেডিকেল কলেজ ও মেয়েদের জন্য ৬৬ টি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করা বাধ্যতামূলক। অন্যথায় আবেদন বিবেচিত হবে না ।

সঠিকভাবে আবেদনপত্র পূরণ হলে Validation Code পূরণ করে Submit Button এ ক্লিক করতে হবে, প্রিভিউ অপসনে প্রার্থী কর্তৃক পূরণকৃত অনলাইন আবেদন দেখা যাবে। আবেদন সঠিক হলে চুড়ান্ত Submit Button এ ক্লিক Applicant Copy PDF version download করতে হবে। Download কৃত Applicant Copy তে User ID থাকায় এই User ID ব্যবহার করে নিচের ফি জমাদান পদ্ধতির মাধ্যমে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফি জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *