Daraz Payment Cash Back for Nagad User । Daraz-এ ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

বিজি লাইফে ঝামেলা এড়াতে ও সময় বাঁচাতে, অনেকেইতো অনলাইনে কেনাকাটা করে থাকেন। তাইতো অনলাইন কেনাকাটায় আপনাদের বেশি লাভ দিতে, নগদ ও Daraz নিয়ে এলো দারুণ ক্যাশব্যাক অফার। এখন Daraz থেকে কেনাকাটা করে, নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলে পাচ্ছেন ১০% বা ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

অফার ১০% ক্যাশব্যাক

সময়সীমা ২০ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত

নেয়া যাবে একাধিবারে সর্বোচ্চ লিমিট ১০০ টাকা পর্যন্ত

দেরাজ ও নগদ ক্যাশব্যাক ক্যাম্পেইন বিস্তারিত

  • আপনি ‘দারাজ (Daraz)’ থেকে যেকোন পণ্য কেনাকাটা করে বিল ‘নগদ’ অ্যাকাউন্ট এর মাধ্যমে পেমেন্ট করে ১০% বা ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  • আপনি দারাজ অ্যাপ/ ওয়েবসাইট (Daraz App/Website) থেকে কেনাকাটা করে নগদ অনলাইন এর মাধ্যমে পেমেন্ট করে এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন ।
  • আপনি এই ক্যাম্পেইন এর সকল শর্তাবলী পরিপালন করে একাধিবারে সর্বোচ্চ লিমিট ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  • অফারটি ৬ জানুয়ারি, ২০২৩ থেকে ২০ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত চলবে
  • আপনি যদি এই ক্যাম্পেইনের সমস্ত শর্তাবলী পূরণ করেন, তাৎক্ষণিকভাবে ক্যাশব্যাক উপভোগ করতে করতে পারবেন ।
  • এই ক্যাম্পেইন উপভোগ করতে হলে ‘নগদ’-এর অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে।
  • “দারাজ (Daraz)”-এই ক্যাম্পেইনের অধীনে প্রদত্ত পণ্য, পরিষেবা এবং তথ্যের জন্য সম্পূর্ণরূপে দায়বদ্ধ। ‘নগদ’ শুধুমাত্র পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে দায়বদ্ধ থাকবে।
  • এই অফারের আওতাধীন সমস্ত শর্তাদি পূরণ করার পরেও যদি আপনার ‘নগদ’ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করে অথবা অন্য কোন অজানা বা অনাকাঙ্ক্ষিত কারনে ক্যাশব্যাক না পেয়ে থাকেন তবে ‘নগদ’ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ০১ (এক) মাসের মধ্যে। তারপরেও যদি আপনি কোন কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফার এর আওতাভুক্ত থাকবেন না এবং ‘নগদ’ এই ক্যাশব্যাক এর জন্য আর দায়ী থাকবে না।
  • ‘নগদ’ এই শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো ক্যাম্পেইনটি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • এই ক্যাম্পেইন সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং ‘নগদ’-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
Nagad campaign

ক্যাশব্যাক পেতে যে শর্তাবলী মেনে চলতে হবে

নগদ ঘোষণা করে যে, নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না

  • নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না
  • শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন
  • এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ-এর এই ক্যাম্পেইনে একজন ব্যাক্তির সম্পূর্ণ সম্মতি সহ অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়
  • উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে
  • এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *