১০০০ টাকার মান এখন ২৭৯ টাকা।

ইতোমধ্যে সবাই অবগত হয়ে গেছেন আজকের বাজারে স্বর্নের দাম এক ভরি প্রায় ৯৩ হাজার টাকা।

স্বর্ণের দামের সাথে টাকার মূল্যমান নির্ধারনের ম্যাজিক দেখুন।

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে।

২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)

অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন।

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৯৩০০০ টাকা (প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৯৩ টি ১০০০ টাকার নোট দেয়া লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত জেনে নেই।

২৬০০০ ÷ ২৬ = ১০০০

২৬০০০÷৯৩=২৭৯

আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ২৭৯ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন। কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *