সাড়ে চার লাখ টাকা বেতনে বেসরকারি সংস্থায় চাকরি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ‘পিপিইপিপি-ইইউ’ প্রজেক্টে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ডিরেক্টর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি, অর্থনীতি বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের অন্তত দুটি পর্যায়ে প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি বা পোস্টডক্টরাল ফেলোশিপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিদেশি জার্নালে সংশ্লিষ্ট ক্ষেত্রে অবশ্যই ১৫টি নিবন্ধ প্রকাশিত হতে হবে।
কোনো উন্নয়ন বা গবেষণা সংস্থার লাইভলিহুড অ্যান্ড পোভার্টি রিডাকশন অপারেশনে ব্যবস্থাপনা পর্যায়ের শীর্ষ পদে অন্তত ১৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া দারিদ্র্য–সংশ্লিষ্ট কোনো প্রজেক্টে টিম লিডার, প্রজেক্ট ডিরেক্টর বা প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। উপস্থাপনা, ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পারদর্শী হতে হবে। প্রোগ্রাম মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৬৫ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৪,৫০,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ জানুয়ারি ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *