যেভাবে পুরনো  এম আর পি পাসপোর্ট কে ই পাসপোর্টে রূপান্তর করবেন

এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের সাহায্য করতে পারেন।এই কাজটি মূলত আপনি অনলাইন অথবা অফলাইন দুই ভাবেই করতে পারেন। 

 ই পাসপোর্ট রূপান্তর  করার ধাপগুলো

১. ক্রোম ব্রাউজারে গিয়ে epassport.gov.bd লিখে  সার্চ করুন।

২. এরপর এই পাসপোর্ট এর ওয়েবসাইটে নিয়ে যাবে।

৩.ওয়েবসাইটে আসার পর শুরুতেই একটু অপশন দেখাবে, যেটি হল Apply online for epassport অপশন থাকবে। 

4. এখানে ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে। সেখানে লেখা থাকবে are you applying from  bangladesh এর নিচে দেওয়া থাকবেyes/no  অপশন। এরপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক।করবেন আপনি তখনই ইয়েস অপশন দিবেন যদি আপনি বাংলাদেশে ভিতর থেকে আবেদন করে থাকেন যদি বাংলাদেশের বাইরে থেকে আবেদন করে থাকেন তাহলে no অপশন সিলেক্ট করবেন। 

5. এরপর  দেওয়া থাকবে select district of your present address এখানে আপনার district দিতে হবে। 

6.এরপর দেওয়া থাকবে select the police station nearest to your present address।এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো থানার নাম দেখতে পারবেন।সেখান থেকে আপনার কাছের কোন থানার addressটি সিলেক্ট করে দিন।এরপর continue তে ক্লিক করবেন।

7. তারপর আপনাকে step 2 তে নিয়ে যাবে ।যেখানে লেখা থাকবে enter your email address এখানে আপনি আপনার email address টি দিবেন।তবে এমন একটি email adress দিবেন যেটা আপনার কাছে রয়েছে।কারণ এই email এরমধ্যে এটি ভেরিফিকেশন কোড যাবে ওই কোড টির মাধ্যমে আপনার ভেরিফিকেশন হবে। তারপর তার নিচে লেখা দেখবেন i am human  এখানে ক্লিক করে দিতে হবে, এরপর continue তে ক্লিক করুন।

 8.এরপর মোবাইল নাম্বার দিয়ে country code দিয়ে, i am human এ ক্লিক করে দিতে হবে।তারপর create account  বাটনে ক্লিক করতে হবে। 

9.এরপর আসবে step3  যেখানে enter your account information  লিখা থাকবে।সেখানে আর আপনার password,,full name দিতে হবে। password  অবশ্যই ছয় ডিজিটের হতে হবে আপনি যে কোন কিছু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন যেমন(#,@ *1234)ইত্যাদি। 

10. এরপর দেখবেন full name  এর জায়গায় কিছু লেখা যাচ্ছে না।এতে ভয় পাওয়ার কিছু নেই full name  এর নিচেই দেখবেন given name  ও surname অপশন আছে। সেখানে পাসপোর্টে যে given name টি দেওয়া আছে সেটি হুবহু দিতে হবে এবং পাসপোর্টে surname যেটা দেওয়া আছে, সেটি দিতে হবে। এরপর দেখতে পাবেন আপনার full name টি অটোমেটিক্যালি পূরণ হয়ে গেছে। এরপর i am human  অপশনে ক্লিক করে create account এ ক্লিক করতে হবে।

11,তারপর step 4 এ লেখা থাকবে activate e passport। এখানে দেখবেন ভেরিফিকেশনের  জন্য আপনি  যে মেইলটি দিয়েছেন, সেখানে একটি email পাঠানো হয়েছে। তারপর আপনি আপনার spam  মেইল চেক করে দেখবেন সেখানে একটি মেইল পাঠানো হয়েছে। সেখানে দেখবেন একটি লিংক দেওয়া রয়েছে। সেই লিংকটিকে আপনি জাস্ট কপি করে নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করে দিবেন।তারপর enter ক্লিক করবেন।এরপর পরই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে।

12. এরপর আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন।তারপর আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে i am human ক্লিক করে সাইন ইন বাটনে ক্লিক করবেন।তারপর আপনার ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে। এখন apply for a new passport এ ক্লিক করবেন। এখানে এসে দেখতে পারবেন passport type অপশন দেওয়া আছে।সেখান থেকে ordinary passport  অপশন সিলেক্ট করে save and continue বাটনে ক্লিক করে দিবেন।

13. এরপর personal information  এ আপনি ছেলে নাকি মেয়ে সেটি সিলেক্ট করে দিবেন।তারপর বাকি যা যা চেয়েছে সব সিলেক্ট করে দিবেন।তারপর আপনি কি কাজ করেন সেটাও সিলেক্ট করে দিবেন।তারপর আপনি আপনার country সিলেক্ট করে দিবেন।তারপর আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে দিতে হবে।এরপর আপনার ভোটার আইডি কার্ডের যে জন্ম সাল রয়েছে তা দিয়ে দিবেন।এভাবে বাকি ধাপ গুলো সম্পন্ন করবেন।এরপর save and continue  বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার এড্রেস সিলেক্ট করে ,তারপর সেখানে গিয়ে পোস্ট অফিস কোড এসব অপশন সিলেক্ট করে দিবেন। এরপর আগের মতই যা যা চেয়েছে সব নিয়মমাফিক সিলেক্ট করে দিতে হবে।

 14.এরপর একটি অপশন দেখা যাবে যেটাতে আইডি ডকুমেন্ট লিখা আছে, সেখানে আপনাকে আপনার  কাছে কোন টাইপের  রয়েছে সেটি অনুযায়ী সিলেক্ট করে দিতে হবে।তারপর লেখা থাকবে what is your reasonfor your passport request সেখানে কারণটা উল্লেখ করে দিতে হবে।এরপর পাসপোর্ট ইনফরমেশন গিয়ে আপনাকে রেগুলার ডেলিভারি সিলেক্ট করে দিতে হবে।পরবর্তীতে অন্যান্য সব অপশন যেমন( emargancy contact,passport option)ইত্যাদি পর্যায়ক্রমে পূরণ করে নিতে হবে।

15. এরপরের পেজ আসবে 0ver veiw লিখা,যেটাতে আপনি এ পর্যন্ত যা যা ইনফরমেশন দিয়েছেন সবকিছু দেখানো হবে।এখানে যদি কোন ভুল হয়ে থাকে আপনি আবার এডিট  করতে পারবেন। এরপর আপনাকে নিচের দিকে গিয়ে confirm and process পেমেন্ট অপশনে গিয়ে সিলেক্ট  বাটনে ক্লিক করুন।এরপর দেখতে পারবেন payment অপশনে অনলাইন কোন অপশন নেই।এর জন্য আপনাকে ম্যানুয়ালি পেমেন্ট করতে হবে। ডাচ বাংলা ব্যাংক,ইসলামিক ব্যাংক অথবা সোনালী ব্যাংক ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে হবে।তারপর নিচের দিকে দেখবেন একটু অপশন রয়েছে continue নামে সেখানে একটা ক্লিক করবেন।তারপর দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়ে গিয়েছে। এরপর  আপনাকে অবশ্যই দুটো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।এখানে নিচে দেখবেন প্রিন্ট সামারি একটা অপশন রয়েছে।সেখানে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশন টা প্রিন্ট করে অথবা পিডিএফ আকারে রাখতে পারেন আরেকটা জিনিস হলো অ্যাপ্লিকেশন ফর্ম।এই দুইটা জিনিসকে আপনারা প্রিন্ট করে অথবা পিডিএফ আকারে রাখতে পারেন,এটি পরবর্তীতে আবার দরকার হতে পারে।

যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে

আপনারা যে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আকারে রেখেছেন সেটা কি অবশ্যই সাথে নিতে হবে।এরপর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট  অর্থাৎ এন আই ডি কার্ড অথবা জন্ম সনদ এবং পেমেন্ট স্লিপ তারপর আপনাকে অবশ্যই আগের পাসপোর্ট নিয়ে যেতে হবে।কারণ  আপনি যেহেতু ই পাসপোর্ট সংগ্রহ করতে যাচ্ছেন সেহেতু এটি নিতে হবে।এরপর যদি আপনার আবেদনের সাথে অন্য কোন আবেদন অথবা অন্য কিছু উল্লেখ করে থাকেন তাহলে সে কাগজগুলো  সাথে নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *