মেয়ে পটানোর কিছু টিপস /মেয়েদের প্রপোজ করার  কিছু টিপস

 আমাদের জীবনে কাউকে না কাউকে ভালো লেগে যায়। ভালো লাগার কথা আমরা একসময় মনের ভিতর চেপে  রাখতে পারি না। প্রকাশ করতে চাই কারণ এই ভালোলাগা কখন যে ভালোবাসায় পরিণত হয় তা একমাত্র আমাদের মনই জানে। আপনি যদি এমন ভাবে কাউকে ভালোবেসে থাকেন এবং ভালোবাসার কথা বলতে পারছেন না তাহলে আপনার জন্য রয়েছে কিছু টিপস।নিচে দেওয়া টিপস গুলো পড়ে ফেলুন।
প্রপোজ করার রোমান্টিক কথা
যদি কাউকে ভালোবেসে থাকেন ও তাকে বলতে পারছেন না বা প্রপোজ করতে পারছেন না। তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে কখনোই নিজের করে পাবেন না। আপনি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আপনার প্রিয় মানুষটিকে বোঝানোর চেষ্টা করতে পারেন। নিচে এমনই কিছু রোমান্টিক কথা, sms,কবিতা লেখার কিছু টিপস বলা হলো এসব টিপস আপনার অবশ্যই কাজে আসবে। ১.তুমি যদি বাসো ভালো, চাঁদের      মতোদেবো আলো। যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন। নদী যেমন দেয় মোহনা, এমনই আমি তোমার উপমা ২.মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা।
৩.ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,   তুমি আসলে সাজাবো জীবন, বুক ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
৪.তোমার মুখের হাসিটুকু লাগে আমার কাছে ভালো, তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি, তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি।
৫. একটা আকাশ  বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভ্রমরার জন্য, আর তুমি শুধু আমার জন্য।
ভালোবাসার মানুষটিকে  প্রপোজ করার এস এম এস
১. তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়ে থাকে, তবে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি সেই পাগলামি করে যাবো। তাতে যদি আমার প্রতি তোমার অভিমান হয়, তবে ভেবে নিও ভালোবাসে এভাবেই হয়।
২, জীবনে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে, ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছো তুমি।
৩  বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই দিন হয়তো হারিয়ে যাবো ওই দূর নীল আকাশের তারার মাঝে। বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা মিস করি, সেদিন হয়তো আমি হারিয়ে যাবো ঔ মরুভূমির বালির মাঝে। বুঝবে একদিন তুমি আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি, সেই দিন হয়তো আমি থাকবো না  এই পৃথিবীতে, হারিয়ে যাব ঐ মাটির ছোট ছোট কোনায়।
৪. পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত। একজন হলো যে তোমাকে জন্ম দিয়েছে, অপরজন হলো পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। আর তুমি হচ্ছো আমার সেই দ্বিতীয় জন যাকে পাওয়ার জন্য আবার জন্ম হয়েছে।
৫. আমরা একে অপরের সাথে যত বেশি সময় কাটাচ্ছি, ততই আমি তোমার প্রেমে পড়েছি। আমি জীবনে তা কিছু চাই তার মধ্যে অন্যতম হচ্ছ তুমি। 
কবিতার মাধ্যমে  প্রপোজ  করার টিপস
আপনার প্রিয়তমা কে প্রপোজ করতে হলে অবশ্যই আপনাকে একজন কবি হতে হবে অথবা তার মনের মত একজন মানুষ হতে হবে। যদি আপনি এসব করতে ব্যর্থ হন,তাহলে আপনি কখনোই আপনার প্রেমিকার মন জয় করতে পারবেন না। কিছু কবিতা দেওয়া হলো যেগুলোর মাধ্যমে আপনার প্রেমিকা কে আপনার মনের কথা বোঝাতে পারেন।
১. মনের মধ্যেও প্রশ্ন ঘুরে সত্যি কি ভালোবাসো? সব প্রশ্ন ভেসে যায় একটু যখন হাসো।
২. রাতের আকাশে খোদা দিয়েছে লক্ষ কোটি তারা, আমার প্রেমে ওগো প্রিয়তমা দেবে কি তুমি সারা…
৩. বেহেস্তের হুর, থাক সে বহুদূর। তোমার দুচোখেই আমি চিরকাল থাকতে চাই মশুহর।
৪.সূর্য  দূরে তবুও পৃথিবীতে  তবু পৃথিবী কে দেয়  আলো, অনেক দূরে তবু দেয় নদীকে জল, তোমার সঙ্গ ছাড়া তেমনি আমি অচল।
৫. কি অপরূপ তোমার ঠোঁটের এক টুকরো হাসি, খোদার কসম  তোমার জন্য এ জীবন রাখবো বাজি।
অন্যান্য কিছু টিপস
যদি আপনার কোন বন্ধু কে আপনার ভালো লাগে, তাহলে তাকে ভালোবাসার কথাটা বলে ফেলুন। যদিও এ কাজ অনেক মুশকিল হয়ে যায়।কারণ বন্ধুকে যদি প্রপোজ করতে চান তাহলে বন্ধু বলবে দোস্ত আমি আসলে তোকে ভালোবাসি না তোকে একজন বন্ধুর মত দেখি অথবা আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে।এসব সমস্যা যাতে না পড়তে হয়, তাই আপনি কিছু টিপস ব্যবহার করতে পারেন।যেমন:১. প্রপোজ করার সুন্দর ছবি তৈরি করে আপনার বন্ধুকে সেন্ড করতে পারেন।সেই ছবিতে সুন্দর ফুলের নকশা করে সুন্দর করে আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন। বর্তমানে আধুনিক যুগে মানুষের মধ্যে দূরত্ব বেশি হলেও বিভিন্ন যোগাযোগ মাধ্যম রয়েছে।যেগুলো সাহায্যে আপনি আপনার বন্ধু অথবা প্রিয়তমাকে প্রপোজ করার ছবি পাঠিয়ে দিতে পারেন।
২. প্রপোজ করার স্টাইল রয়েছে। আপনাকে অবশ্যই এগুলো আয়ত্ত করতে হবে। বন্ধু অথবা প্রিয়তমাকে প্রপোজ করার সময় লজ্জা পাওয়া যাবে না বা ভয় পাওয়া যাবে না। আপনার অঙ্গভঙ্গের মাধ্যমে তাকে বোঝাতে হবে কতটা ভালোবাসেন। যেমন: যে খাবারগুলো সে খেতে পছন্দ করে সেগুলো তাকে খাওয়াতে পারে না বা যে গিফট তার পছন্দ সেগুলো গিফট করতে পারেন  এছাড়াও সে যেগুলো পছন্দ করে না,সে কাজগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন। আর দৃষ্টি আকর্ষণ করার জন্য তার পছন্দের  কাজগুলো করতে পারেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *