মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্কে

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুদিনের সফরে ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষস্থানীয় এই কর্মকর্তার আগমনকে কেন্দ্র করে দেশের কূটনীতিপাড়ায় তোড়জোড় চলছে। রাজনৈতিক মহলের ঘরোয়া আলোচনায়ও একই নাম, ডোনাল্ড লু।

দক্ষিণ এশিয়ায় মার্কিন এই কূটনীককে নিয়ে জোরেশোরে আলোচনার শুরু পাকিস্তানে ইমরান খানের পতনের সময়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা এবং ইমরানের দল পিটিআইসহ নানা দিক থেকে দেশটির সরকার পতনের ষড়যন্ত্রের নেপথ্যে ডোনাল্ড লু’র নাম উঠে আসে। এমনকি ইমরান খান নিজে ডোনাল্ড লুর নাম ধরে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রে জড়িত ছিলেন ডোনাল্ড লু।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দক্ষিণপূর্বাঞ্চলের হান্টিংটন বিচ শহরে চীনা বংশোদ্ভুত পরিবারে জন্ম নেওয়া কূটনীতিক ডোনাল্ড লু পড়াশোনাও করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে। স্বনামধন্য আইভি লীগ ক্যাটাগরিভুক্ত প্রিন্সটন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। পরে কূটনীতিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

তিন দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড লু। কিরগিজস্তান ও আলবেনিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিন বছর ভারতে মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ ছিলেন তিনি। এরও আগে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের দিল্লিতে এবং পাকিস্তানের পেশোয়ারে ১৯৯২ থেকে ১৯৯৪ পর্যন্ত পলিটিক্যাল অফিসার ছিলেন ডোনাল্ড লু। বলা যায়, দক্ষিণ ও মধ্য এশিয়ার রাজনীতি, সমাজ ও অর্থনীতি সম্পর্কে বেশ ভালো বোঝাপড়া রয়েছে তাঁর।

নতুন করে স্বাধীনতা পাওয়া দেশগুলোর জন্য নিয়োজিত মার্কিন দূতাবাসের বিশেষ সহকারীর দায়িত্বেও ছিলেন প্রায় দুবছর। পশ্চিম আফ্রিকা অঞ্চলে ইবোলা ভাইরাস নিয়ন্ত্রণেও কাজ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যান্টনি জে. ব্লিনকেনের পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের সঙ্গেকার বিষয়াশয় দেখভাল করেন ডোনাল্ড লু।

এবারের ঢাকা সফরে ডোনাল্ড লু দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *