বাংলাদেশের ৩২ টি জেলায় ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস 

দেশের ৩২ জেলায় ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস। এরই মধ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের অনেকে। মূলত পাবনা ও কুষ্টিয়া জেলায় এ ভাইরাসটির সংক্রমন বেশি দেখা যাচ্ছে।

কুষ্টিয়ায় নিপা ভাইরাসের পরিস্থিতি

কুষ্টিয়া হচ্ছে এমন একটি জেলা যেখানে খেজুরের রস ও খেজুরের গুড় পাাওয়া যায়।মূলত এ জেলাটি হচ্ছে খেজুরের গুড় ও খেজুরের রস তৈরির ঐতিহ্যবাহী একটি জেলা।এখানে প্রচুর খেজুরের গাছ রয়েছে, যা থেকে খেজুরের রস সংগ্রহ করে খেজুরের গুড় উৎপাদন করা হয়।আমরা অনেকেই জানি এই খেজুরের রস যদি কাঁচা খাওয়া হয়, সে থেকে আমাদের শরীরে নানা ক্ষতি হতে পারে। এমনকি এই কাঁচা খেজুরের রস খাবার ফলেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।হাসপাতালের চিকিৎসকগণ সবাইকে পরামর্শ দিচ্ছেন এই নিপা ভাইরাস থেকে দূরে থাকতে হলে, কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে হবে। 

নিপা ভাইরাসের উৎপত্তি

সাধারণত বাদুড়ের মাধ্যমে এই রোগটি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। বাদুড়ে খাওয়া কোন ফল অথবা সবজি অথবা খেজুরের রস খেলে এ রোগ হওয়ার সম্ভবনা বেশি থাকে। বাদুড়ের মধ্যে বিভিন্ন ভাইরাস রয়েছে।যখন খেজুরের গাছ থেকে রস সংগ্রহের জন্য কলসি বা হারিয়ে ঝুলিয়ে রাখা হয়, তখন রাতের আঁধারে এসব বাদুড় ওই কলসিতে মুখ লাগিয়ে রস পান করে। যার ফলে পুরো কলসির রস  বিষাক্ত হয়ে যায়। পরবর্তীতে ঐ রস কেউ পান করলে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।   এই নিপা ভাইরাসের এখনো কোন টিকা বা ওষুধ আবিষ্কৃত হয়নি। এটি অন্যান্য ভাইরাসের মতো হলেও এ ভাইরাসে মৃত্যুর হার বেশি। শুধুমাত্র সতর্কতা অনুসরণ করার মাধ্যমে আমরা এই ভাইরাস থেকে রক্ষা পেতে পারি। যেমন: বাদুড়ে খাওয়া কোন ফল বা সবজি না খেয়ে ফেলে  দেওয়া ইত্যাদি। আমাদের উচিত সকলকে এ ভাইরাস সম্পর্কে সতর্ক করা, যাতে সবাই এই ভাইরাস থেকে বাঁচতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *