প্লাস্টিকের বোতল থেকে সুতা। নতুন কায়দায় তৈরি করা হচ্ছে প্লাস্টিকের সুতা

প্লাস্টিকের বোতল থেকে তৈরি হচ্ছে সুতা। নতুন কায়দায় তৈরি করা হচ্ছে প্লাস্টিকের সুতা।

কোন কিছুই ফেলনা নয়। অমূল্যবান ভেবে আমরা প্লাস্টিকের বোতলকে ফেলে দেই। এই প্লাস্টিকের বোতল পরবর্তীতে আমাদের পরিবেশের  নানা ধরনের  ক্ষতি করে। যেমন: প্লাস্টিক  সহজে নষ্ট হয় না ও মাটির সাথে সহজে মিশে না  এবং মাটি নানা ধরনের  ক্ষতি সাধন করে, মাটির উর্বর শক্তি নষ্ট করে।  এই প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য  বিপদজনক হলেও এর ব্যবহার রয়েছে। বর্তমানে প্লাস্টিকের বোতল থেকে তৈরি করা হচ্ছে প্লাস্টিকের সুতা।

যেভাবে তৈরি করা হয় এই প্লাস্টিকের সুতা

পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিকের বোতল ও পলিথিন থেকে তৈরি করা হচ্ছে প্লাস্টিকের দানা  এবং এই দানা  থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হচ্ছে প্লাস্টিকের সুতা।অপচনশীল,প্লাস্টিকের বোতল,পলিথিন রিসাইকেল করার মাধ্যমে নানা ধরনের পণ্য তৈরি করছেন মুন্সিগঞ্জের মানুষেরা। মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর এই অপচনশীল প্লাস্টিকের তারা ব্যবহার করে নতুন নতুন পণ্য তৈরি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন। এই ক্ষতিকর প্লাস্টিক কে রিসাইকেল করার মাধ্যমে সম্পদের রূপান্তর করা হচ্ছে। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল ও পলিথিন পুড়িয়ে আনে ছিন্নমূল বাচ্চারা ও অনেক প্লাস্টিক বিক্রেতারা।

এরপর সেগুলো চলে যায় প্লাস্টিকের পণ্য তৈরীর কাজে। প্রথমে প্লাস্টিক থেকে দানা তৈরি করে  বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এরপর সেই দানাগুলো থেকে সুতা তৈরি করা হয়। এসব সুতা মূলত  মাছ ধরার জাল, বাগানের চারপাশে বেরার জন্য ব্যবহৃত জাল  হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও এসব সুতার নানা ধরনের ব্যবহার রয়েছে। প্লাস্টিকের দানাগুলো থেকে  সুতা  ছাড়াও নানা ধরনের খেলনা, জুতা, পুতুল, বালতি,  ঝুড়ি ইত্যাদি তৈরি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *