প্রবাসী লেখক ও ব্লগারদের সমালোচনাকে কেন এত ভয় পাচ্ছে বাংলাদেশ সরকার?

বর্তমান সময়ে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তা হচ্ছে সরকারের বিরুদ্ধে প্রবাসী লেখক বা ব্লগারদের সমালোচনা। এখন আমরা সচরাচর দেখতে পাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধীতামূলক বা সরকারের দোষ ত্রুটি নিয়ে নানারকম মতবাদ পোষণ করা হয়। আর যারা এসব মতবাদ পোষণ করছেন তারা প্রায়ই হচ্ছে বিদেশে অবস্থান করছেন। কিন্তু এ নিয়ে সরকারের মাথাব্যথা শেষ নেই। বলতে গেলে বলা চলে যে প্রবাসী লেখকদের সমালোচনাকে বাংলাদেশ সরকার হুমকি স্বরূপ দেখছে।

বেশ কিছুদিন আগে আওয়ামী লীগ মন্ত্রী প্রবাস থেকে যারা এসব সমালোচনা করছে তাদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তার কার্যকর হয়নি। প্রবাস থেকে যারা সমালোচনা করছে তাদের ধরতে না পারলেও তাদের আত্মীয়-স্বজনদের গ্রেফতার করছে ও নানা রকম হয়রানি করছে। গণপ্রজাতন্ত্রী দেশ হয়েও কেন মানুষ নিজের মতামত পোষণ করতে পারছে না? আর পোষণ করেও কেন এত হয়রানি শিকার হচ্ছে?

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমনটা জানা যায় যে বিদেশে বসে যে বা যারা অপপ্রচারকারীদের সাথে তাল মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে এসব সমালোচনা করছে তাদেরকে সরকার আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করবে এবং তাদের যদি সাহস থাকে তারা দেশে এসে আন্দোলন করুক।

সমালোচকদের মতে দেশে বসে সরকারের বিরুদ্ধে কোন কথা বলা বা কোন সমালোচনা করা সম্ভব নয় তাই তারা বাধ্য হয়েই বিদেশে আশ্রয় নিয়েছে । স্বাধীন দেশের নাগরিক হয়ে ও গণপ্রজাতন্ত্রী দেশ হয়েও কেন একজন মানুষ সরকারের সম্বন্ধে কোন দোষ গুণের কথা বলতে পারবেনা? বিশেষ করে আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সরকারের বিরুদ্ধে কোনরকম নেতিবাচক কথা বা বক্তব্য করা দেশে বসে থেকে সম্ভব নয় । তাই সমালোচনা কারীরা বিদেশে বসে থেকেই সরকার সম্বন্ধে নানা রকম সমালোচনামূলক কথাবার্তা বলে থাকে যা বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাই।

তবে সমালোচক বের করা সব বক্তব্য যে সত্য তা কিন্তু নয় অনেক সময় সরকারের বিরুদ্ধে করা বক্তব্য ভিত্তিহীন ও গুজব হিসেবে প্রমাণিত হয়। এ সম্পর্কে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানা যায় যারা বিদেশ থাকে এ ধরনের অপপ্রচার করছে তারা অন্য কোন রাজনৈতিক দলের আশ্রয় করছে। তাদের পুরনো রেকর্ড যদি দেখা যায় তাহলে তাদের প্রায় সবারই একবার একাধিক মামলা রয়েছে অনেক ঝামেলায় জড়িত আছে। সরকার সম্বন্ধে মিথ্যা গুজব ছড়ানো যাদের একমাত্র কাজ আর তারা প্রবাসে বসে সেই সুযোগটাই নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *