নতুন মুদ্রানীতি ২০২৩ । তুলে দেওয়া হলো ব্যাংক আমানত ও ঋণের সুদসীমা
দেশের বাংলাগুলোতে তারল্য সংকটে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতির পরিবর্তন করছে। তবে জানুয়ারি থেকে জুন/২৩ সময়ের কার্যকর হলো নতুন মুদ্রানীতি। আইএমএফ এর শর্তপূরণ ও ব্যাংক তারল্য সংকট নিরসনে নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক।
পরিবর্তন মূলত কোন কোন বিষয়ে আনা হয়েছে?
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট ৫.৭৫% থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬% এবং রিভার্স রেপো হার আগের ৪% থেকে ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.২৫% করা হয়েছে।
- ভোক্তা ঋণের সুদহার ৩% বাড়িয়ে ১২% করেছে বাংলাদেশ ব্যাংক। শিল্প ঋণসহ অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদহার বাড়ানোর সুনির্দিষ্ট কোনও ঘোষণা আসেনি।
২০২২-২৩ অর্থবছরের বাজেটে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭.৫% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি ৫.৬% ধরে রাখার পরিকল্পনা নির্ধারণ করে সরকার। অবশ্য সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬. ৫০% করা হয়েছিল। যদিও বিশ্বব্যাংক বলেছে, প্রবৃদ্ধি ৫.২০% এর মধ্যে থাকবে।
কিন্তু সর্বশেষ গত ডিসেম্বরে মূল্যস্ফীতি ৮.৭১% শতাংশে দাঁড়িয়েছে, আর গড় মূল্যস্ফীতি বেড়ে ৭.৭০% হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, নতুন মুদ্রানীতি সরকারের জিডিপি প্রবৃদ্ধির ওই লক্ষ্য পূরণে সহায়ক হবে।
এসব প্রতিকূল পরিস্থিতির নিরসন হলে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি আরও গতিশীল হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।
সূত্র: বিবিসি বাংলা