নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩ । মোবাইল রিচার্জে ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
নগদে আসলেই বেশি লাভ। তাইতো নতুন গ্রাহকদের মোবাইল রিচার্জে বেশি লাভ দিতে, নগদ নিয়ে এলো দারুণ ক্যাশব্যাক অফার। এখন নগদ একাউন্ট খুলে, নগদ থেকে নিজ নাম্বারে যেকোন পরিমাণ রিচার্জে পাচ্ছেন ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একাউন্ট খোলার পর যেকোন পরিমাণ মোবাইল রিচার্জে ২০% করে, প্রথম ৩ মাসে যথাক্রমে ৩০০ টাকা, ৩০০ টাকা ও ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
নগদ নতুন একাউন্ট ওপেন ক্যাম্পেইন বিস্তারিত
১। নগদ-এর নতুন রেজিস্টার্ড গ্রাহকরা শুধু নিজের নাম্বারে মোবাইল রিচার্জ করে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
২। নতুন গ্রাহকরা সফলভাবে রেজিস্ট্রেশনের পর, নিম্নলিখিত টেবিল অনুসারে পরবর্তী ৩ ক্যালেন্ডার মাসের জন্য নিজের নাম্বারে প্রতি মোবাইল রিচার্জে ২০% ক্যাশব্যাক পাবেন:
ক্যাশব্যাকের পরিমাণ | ||
১০০০ টাকা | ||
১ম মাস | ২য় মাস | ৩য় মাস |
৩০০ টাকা (সর্বোচ্চ) | ৩০০ টাকা (সর্বোচ্চ) | ৪০০ টাকা (সর্বোচ্চ) |
৩। শুধুমাত্র নতুন নিবন্ধিত গ্রাহকরা (ফুল প্রোফাইল) এই অফারের জন্য বিবেচিত হবেন। রেজিস্ট্রেশনের তারিখ ৩ অক্টোবর ২০২২
৪। গ্রাহকরা এই ক্যাশব্যাকের জন্য শুধুমাত্র তখনই যোগ্য হবেন যদি ৩ অক্টোবর, ২০২২ তারিখে বা তার পরে রেজিস্টার করে এবং পিন সেট করেন
নতুন নগদ একাউন্ট খোলা নিয়ম কি?
গ্রাহক নগদ অ্যাপ (App) এবং *167# (ইউএসএসডি) এর মাধ্যমে প্রতিটি সফল মোবাইল রিচার্জের বিপরীতে ক্যাশব্যাকের জন্য যোগ্য হবেন। পিন সেটের মাসটিই প্রথম মাস হিসেবে বিবেচিত হবে। আপনি যদি এই অফারের অধীনে সমস্ত শর্ত পূরণ করেন, তবে আপনি পরবর্তী ১ (এক) কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পাবেন। আপনি যে নগদ একাউন্ট থেকে লেনদেন করবেন, সেই নগদ একাউন্টে ক্যাশব্যাক পাবেন। এই অফারটি ৩ অক্টোবর, ২০২২ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
কাশব্যাক কত দিনের মধ্যে পাওয়া যাবে?
এই অফারের আওতাধীন সমস্ত শর্ত পূরণ করার পরেও যদি অন্য কোন অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাকটি না পেয়ে থাকেন, তবে নগদ উক্ত ক্যাশব্যাকটি অফার শেষ হওয়ার পরবর্তী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে। এই সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নগদ ঘোষণা করে যে, নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না। নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না। 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই শুধু আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন।
উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে। এই ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তিকে বাধ্য বা প্ররোচিত করবে না। অতএব, নগদ-এর এই ক্যাম্পেইনে একজন ব্যক্তির সম্পূর্ণ সম্মতি সহকারে অংশগ্রহণ কেবল ঐ ব্যক্তির একমাত্র বিবেচনার বিষয়। এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে।