নগদ অ্যাপে সেন্ড মানি ২০২৩ । নগদে মাসে কত টাকা লেনদেন করা যায়?
নগদ- এই সার্ভিসের মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন নগদ মোবাইল মেন্যু ওপেন করুন। যাকে টাকা পাঠাতে চান তার নম্বর ও টাকার পরিমাণ লিখুন। এক শব্দের একটি রেফারেন্স দিন। লেনদেন সম্পন্ন করতে আপনার নগদ মোবাইল মেন্যু পিন প্রদান করুন। সেন্ড মানি সম্পন্ন হলে উভয়েই একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
বর্তমান ‘নগদ’ গ্রাহক (গ্রাহক ক) একজন সম্ভাব্য নতুন গ্রাহক (গ্রাহক খ) কে ‘সেন্ড মানি’ এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এবং গ্রাহক খ টাকা প্রাপ্তির ৩ দিনের মধ্যে সফল ভাবে ‘নগদ’ একাউন্ট খুলে থাকলে উক্ত টাকা প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হবেন। এই ফিচারটি ১০ই এপ্রিল ২০২১ থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ প্রদান করার পূর্ব পর্যন্ত বলবত থাকবে।
যদি কোন কারণে গ্রাহক খ, গ্রাহক ক কর্তৃক টাকা প্রাপ্তির দিন থেকে পরবর্তী ৩ দিনের মধ্যে ‘নগদ’ একাউন্ট খুলতে ব্যর্থ হন, তাহলে গ্রাহক খ উক্ত টাকা প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না এবং উক্ত টাকা ৩ দিন পরে গ্রাহক ক এর ‘নগদ’ একাউন্টে ফেরত চলে যাবে।
গ্রাহক খ এর সঠিক ‘নগদ’ নাম্বার এবং গ্রাহক খ এর বর্তমানে কোন ‘নগদ’ একাউন্ট আছে কিনা তা যাচাই করার সকল দায়-দায়িত্ব গ্রহক ক এর।
সফলভাবে পিন সেটাপের মাধ্যমে এবং ‘নগদ’ এর অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী গ্রাহকের নগদ একাউন্টটি ফুল প্রোফাইল হিসেবে বিবেচিত হওয়ার পরেই গ্রাহকের নগদ একাউন্ট খোলা সফলভাবে সমাপ্ত হয়েছে বলে গণ্য হবে। এই ফিচারের শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্পূর্ণ ফিচারটি বাতিল করার অধিকার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত। এই ফিচার সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার ‘নগদ’ কর্তৃক সংরক্ষিত এবং এ সংক্রান্ত নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নগদ সেন্ড মানি লিমিট ২০২৩
একজন নগদ একাউন্ট হোল্ডার তার নগদ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫,০০০ টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন। প্রতি লেনদেনে সর্বনিম্ন পেমেন্টের পরিমাণ ১টাকা। অন্যান্য ক্ষেত্রে, মার্চেন্টের ধরন অনুযায়ী সর্বোচ্চ লিমিট ভিন্ন হতে পারে। একজন নগদ একাউন্ট হোল্ডার যে কোন মুহূর্তে তার একাউন্টে-এ সর্বোচ্চ ৩০০,০০০ টাকা রাখতে পারবেন।
নগদ চার্জ এন্ড লিমিট
লেনদেনের প্রকার | লেনদেনের সীমা | প্রতি লেনদেনে | ||||
---|---|---|---|---|---|---|
সর্বোচ্চ পরিমাণ (দিনে) | সর্বোচ্চ সংখ্যক লেনদেন (দিনে) | সর্বোচ্চ পরিমাণ (মাসে) | সর্বোচ্চ সংখ্যক লেনদেন (মাসে) | সর্বনিম্ন (টাকা) | সর্বোচ্চ (টাকা) | |
সেন্ড মানি (*১৬৭#) | ২৫,০০০ | ৫০ | ২০০,০০০ | ১০০ | ১০ | ২৫,০০০ |
সেন্ড মানি (অ্যাপ) | ||||||
ক্যাশ আউট (*১৬৭#) | ২৫,০০০ | ৫ | ১৫০,০০০ | ২০ | ৫০ | ২৫,০০০ |
ক্যাশ আউট (অ্যাপ) | ||||||
ক্যাশ ইন | ৮০,০০০ | ২০০ | ৩০০,০০০ | ৬০০ | ৫০ | ৩০,০০০ |
চেক ব্যালেন্স (*১৬৭#) | প্রযোজ্য নয় | |||||
চেক ব্যালেন্স (অ্যাপ) | প্রযোজ্য নয় | |||||
মোবাইল রিচার্জ | ১০০,০০০ | ৫০ | ১০০,০০০ | ১,৫০০ | রবি, এয়ারটেল, বাংলালিংকও টেলিটকের জন্য সর্বনিম্ন ১০ টাকারিচার্জ প্রযোজ্য।গ্রামীণফোন মোবাইলরিচার্জের জন্য সর্বনিম্ন ২০ টাকা(রিচার্জ অফারের পরিমাণ ছাড়া)রিচার্জ প্রযোজ্য | প্রিপেইড এবং Skitto মোবাইল রিচার্জ ক্ষেত্রে সর্বোচ্চ ১,০০০ টাকা প্রযোজ্য |
ব্যাংক টু নগদ | বর্তমান ক্যাশ ইন লিমিট প্রযোজ্য। ক্যাশ ইন লিমিটে যেকোনো প্রকার ব্যাংকিং, কার্ড ট্রান্সফার এবং উদ্যোক্তা থেকে ক্যাশ ইন অন্তর্ভুক্ত অর্থাৎ উদ্যোক্তা থেকে ক্যাশ ইন এবং ব্যাংক ও কার্ড থেকে প্রাপ্তিতে একই লিমিট প্রযোজ্য। | |||||
কার্ড টু নগদ | ||||||
ক্রেডিট কার্ড বিল পেমেন্ট | কোনো লিমিট নাই |
নগদ ডাক বিভাগের একটি অনুমোদিত সেবা-ডাউনলোড নগদ অ্যাপ- আপনার জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ডাউনলোড করুন নগদ অ্যাপ এবং এক অ্যাপেই উপভোগ করুন আমাদের সকল সার্ভিস।