তাজমহলের ইতিহাস/ তাজমহল কিভাবে তৈরি হয়েছিল?

তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপত্য। তাজমহল চেনেন না এমন মানুষ ভারতবর্ষ তো বটেই সারা পৃথিবীতে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আজ তা সারা পৃথিবীর মানুষের কাছে ভালোবাসার প্রতীক হিসেবে বিরাজমান। তৈরি। এই তাজমহল তৈরি হয়েছিল কিভাবে, কত টাকা খরচ হয়েছিল,কত দিন লেগেছিল এবং তাজমহলের সুন্দর নকশাগুলো কে করেছেন? আজকে তাজমহলের বিস্তারিত তথ্য সম্পর্কে জানব।

তাজমহল যেভাবে তৈরি হয়েছিল 

তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হলো তাজমহল। এটি ভারতের উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত।মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য এই  তাজমহল নির্মাণ করেন। এটির নির্মাণ কার্য শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে ও পূর্ণ হয়েছিল ১৬৫৩ খ্রিস্টাব্দে।তাজমহল কে ভারতের গর্ব ও সারা বিশ্ব এটিকে ভালোবাসার প্রতীক হিসেবে মনে করেন। তাজমহলটি ১৯৮৩সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে।১৬৩১খ্রিস্টাব্দে মমতাজ তার১৪ তম কন্যাসন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন।তার মৃত্যুতে শাহজাহান প্রচন্ডভাবে শোকাহত হয়ে পড়েন।

তাজমহলের নির্মাণ মমতাজের মৃত্যুর পরপরই হলেও এর মূল সমাধি তৈরির শেষ হয় ১৯৪৮ খ্রিস্টাব্দে এবং এর চারদিকের ইমারত এবং বাগান আরো পাঁচ বছর পরে তৈরি করা হয়।তাজমহল দেওয়াল ঘেরা দক্ষিণ দিকের জমিতে  অবস্থিত। এই জমিটি ছিল মহারাজা জয়সিংয়ের। শাহজাহান তাকে আগ্রার মধ্যখানে একটা বিশাল প্রাসাদ দেওয়ার বদলে সেই জমিটি কিনে নেয়।জমিটি  যেহেতু যমুনা নদীর তীরে ছিল তাই  প্রায় ৩ তিন একর জমি খনন করে মাটি ফেলা হয় নদীর ক্ষরণ কমানোর জন্য। সম্পূর্ণ এলাকাকে নদীর পাড় থেকে প্রায় পঞ্চাশ মিটার উঁচু করা হয়। তাজমহল ৫৫ মিটার লম্বা। সমাধি স্থানে  খননের ফলে জল চলে আসে, তাই সেগুলি পাথর ফেলে ভরাট করা হয়েছিল। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া ও ভারতের বিভিন্ন জায়গায় থেকে অন্যান্য মূল্যবান জিনিস দিয়ে। নির্মাণ কাজের সময় এক হাজারেরও বেশি  হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণ কাজের জিনিস পত্র বহন করার জন্য। সাদা ও চকচকে মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে, লাল ও বাদামি রঙের পাথরগুলো আনা হয়েছিল পাঞ্জাব থেকে এবং চীন থেকে আনা হয়েছিল  কঠিন,সাদা, সবুজ পাথর ইত্যাদি । তিব্বত থেকে আনা হয়েছিল সবুজ ও ফিরোজা রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্ত মনি আনা হয়েছিল। নীলমণি উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে এবং খয়ারি বা সাদা রংয়ের মূল্যবান পাথর  আনা হয়েছিল আরব থেকে। 28 ধরনের মহামূল্যবান পাথর ও সাদা মার্বেল পাথরের উপরে বসানো রয়েছে। তাজমহলের মূল ভিত্তি কাঠামো বিশাল ও অনেকগুলো অক্ষর বিশিষ্ট। প্রধান কক্ষটিতে মমতাজ  শাহজানে শাহজাহানের  স্মৃতি পলক বসানো হয়েছে এবং তাদের কবর রয়েছে এক স্তর নিচে। ইতিহাসে তাজমহল ভালোবাসার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *