ঠোঁটের কালো দাগ দূর করার উপায় । ঠোঁটকে গোলাপি করার কিছু টিপস/ ঠোঁটের ফাটা দূর করার কিছু টিপস। 

ঠোঁটের কালো দাগ দূর করতে সহজ কিছু কার্যকরীটিপস/ঠোঁটকে গোলাপি করার কিছু টিপস/ ঠোঁটের ফাটা দূর করার কিছু টিপস।

মানুষের শরীরের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ হচ্ছে তার ঠোঁট। সবাই চায় ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে। বিশেষ করে মেয়েরা এদিক দিয়ে ছেলেদের থেকে বেশী এগিয়ে। মেয়রা ত্বকের যত্ন করতে বেশী সময় পায় কারন তারা বেশীর ভাগ সময় বাড়িতে থাকে। একজন ব্যক্তি ফর্সা কিন্তু তার ঠোঁট যদি কালো হয় তবে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তবে চিন্তার কিছুু নেই, খুব সহজেই আপনি আপনার ঠোঁটের কালো দাগ দূর করতে পারেন। সহজ কিছুু কাজ আপনি নিয়মিত করতে পারলে আপনার ঠোঁটের কালোদাগ সমস্যা দূর হয়ে যাবে।

খুব সাধারণ এবং প্রাকৃতিক এই নিয়মগুলো মেনে চললে আপনার ঠোঁটের কালচে ভাব দূর হয়ে যাবে:

১.লাল গোলাপের পাপড়ি রস ৫-১০মিনিট ঠোঁটে লাগিয়ে রাখুন। এখন সুতি কাপড় একটু পানিতে ভিজিয়ে ঠোঁটে আলত ভাবে ঘষুন, তাতে আপনার  ঠোঁটের ময়লা ও কালচে ভাব দূর হবে।

২.২চামচ কাঁচা দুধ নিন । এরপর  তুলা দুধে ভিজিয়ে ঠোঁটে লাগান এবং কিছক্ষণ অপেক্ষা করুণ। এখন তুলা পানিতে ভিজিয়ে ঠোঁট মুছে ফেলুন। নিয়মিত করুন দেখবেন কালচে ভাব কমে গিয়েছে।

৩.লেবুর রস একটা দারুন ক্লিনিজ। লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান দেখবেন কালোভাব দূর হবে।

৪.পারলে ধনে পাতার রস ঠোটে মাখান কারণ ধনে পাতার রস ঠোঁটের কালোভাব দূর করে থাকে। ভালো ফলাফল পেতে একটা একটা লেবুর অর্ধেক কেটে নিন।এবার এই অর্ধেক লেবুর উপর ২ ফোটা মধু মিশিয়ে ঠোটে ম্যসেজ করুন। ম্যসেজ অবশ্যই বৃত্ত্কার ভাবে করবেন।এরপর বরফের পানিতে ঠোট ভালোকরে ধুয়ে ফেলুন।সকালে যখন ব্রাশ করবেন তখন ব্রাজ দ্বারা ঠোটের উপর হালকাভাবে ঘষবেণ।দেখবেন ঠোঁটের মরা কোষগুলো উঠে যাবে।কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মুলতানি মাটির সাথে মিশিয়ে ঠোঁটে লাগান , দেখবেন ঠোঁটের কালোভাব দূর হবে।

৫.যদি ঠোটের কোনা কালো হয় তবে শসা ও পাতিলেবুর রস একসাথে মিশিয়ে প্রতিদিন ৩-৪ বার লাগান। অনেক উপকার পাবেন।

৬.ঠোটের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ব্যবহার করুন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজলের মিশ্রণ।রাতে ঘুমানোর আগে নারিকেলের তেল ও বাদাম তেল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে ২ দিন এই প্যাকটি ব্যবহার করুন দেখবেন কালো দাগ দূর হবে।পর্যাপ্ত পরিমানে পানি পান করুন, প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *