ট্রাকে  করে বিয়ে করতে গেল মোটা জামাই।

গাড়িতে নয় হেলিকপ্টার নয় বর হাজির ট্রাকে করে, ৫৯০ কেজি ওজনের  শরীর  বহন করার ক্ষমতা তো আর সাধারণ গাড়ি নেই। ঘটনাটি মেক্সিকোতে ঘটেছিল। অতিরিক্ত ওজনের কারণে বর যে গাড়িতে উঠবে এমন কোন গাড়ির বড় দরজা ছিল না, যার কারণে তাকে করে কনে  বাড়িতে যান।

বিশ্বের সবচেয়ে মোটা  এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য

এই মোটা ব্যক্তিটির নাম ম্যানুয়েল উরিবে। তিনি ছিলেন গ্রিনিজ বুকের স্বীকৃতি পাওয়া বিশ্বের সবচেয়ে ভারী ওজনের ব্যক্তি। ২০০৬ সালের আগে তার ওজন পৌঁছেছিল ১৩০০ পাউন্ডে, কেজির হিসাবে যা প্রায় ৬০০  কেজি। জীবনে তার  এই  ওজন দুর্দশা ডেকে এনেছিল, কারণ লিফটেও  উঠতে পারতেন না। কারণ সাধারণ লিফটে ৮-৯ জন মানুষের  দাঁড়ানোর ব্যবস্থা থাকে, কিন্তু ম্যানুয়েল উরিবে প্রায়  একাই৮-৯ জনের সমান ছিলেন। তাই তাকে লিফট বাদ দিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে হতো। মেক্সিকোর ভাইরাল এই ব্যক্তির জন্ম হয়েছিল ১৯৬৫ সালে।  ছোটবেলা থেকেই স্বাভাবিক শিশুদের তুলনায় একটু  মোটা ছিলেন তিনি। এবং বয়সন্ধিকালে তার ওজন পৌঁছে যায় ১১৫ কেজিতে। যা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক  ২ জন মানুষের ওজন। এরপর বয়স যত বেড়েছে ম্যানুয়েল উরিবে  ততই মোটা হয়েছেন। এরপর এমন অবস্থা আসে যখন তিনি বের হতে পারতেন না। এমনকি সাধারন চেয়ার এবং খাট তার ওজন বহন করতে অক্ষম  হয়ে পড়ে। এ কারণে তার জন্য বিশেষ খাটের প্রয়োজন হয়েছিল।তার এই শরীরের জন্য এক সময় হাঁটাচলার  ক্ষেত্রেও অক্ষম হয়ে পড়েন। ২০০২ সাল থেকে সম্পূর্ণ বেড রেস্ট ছিলেন। এরপর ২০০৬ সালে ভারি মানুষ হিসেবে গ্রিনিজবুকে  স্বীকৃতি পান। সেই সময় তার ওজন ছিল ৫৬০কেজির বেশি। তবে এত মোটা শরীর নিয়েও সুন্দরী নারীর সাথে প্রেম করেছেন তিনি। এমনকি বর সেজে বসেছেন বিয়ের পিঁড়িতে। তিনি তার বন্ধুর  বিধবা স্ত্রীর সাথে ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *