গাছ থেকে পাওয়া যাবে প্রাকৃতিক শ্যাম্পু- একটি গাছেই মিটবে শ্যাম্পু চাহিদা।
আর নয় বাজারের কেমিক্যাল যুক্ত শ্যাম্পু, এবার ঘরের বারান্দায় হবে প্রাকৃতিক শ্যাম্পু। শ্যাম্পুর পিছনে খরচ হবে না এক টাকাও এবং ব্যবহার করতে পারবেন যেকোনো বয়সের যেকোনো মানুষ। একটি গাছ থেকে মিটবে সারা বছরের শ্যাম্পুর চাহিদা। নেই কোন ক্ষতি নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া। ঘরের সব শ্যাম্পুর বোতল ডাস্টবিনে ফেলে দিন। এবং এখনই নিয়ে আসুন এই গাছটি।
শ্যাম্পু গাছের বিস্তারিত জানুন
উপরের ছবিটি দেখে হয়তো ভাবছেন কি এই গাছ?কোথায় যেন দেখেছি,,বনে জঙ্গলে রাস্তাঘাটে পাওয়া যায় এই গাছ। যেখানে আমরা চুলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছি তবুও মাথা টাক হয়ে যাচ্ছে, সেখানে যদি এই গাছের শ্যাম্পু ব্যবহার করে উপকার হয় ,তবে কেন এটা ব্যবহার করবেন না?অবশ্যই একবার হলেও এই শ্যাম্পুটি ব্যবহার করে দেখতে পারেন। আপনারা সবাই হয়তো এই গাছটিকে দেখেছেন, ভেবেছেন বিষাক্ত কোন ফুলের গাছ। যার ডালে ডালে ফুল ফুটে আছে।
কিন্তু এটি হলো সেই মূল্যবান শ্যাম্পু গাছ। এখনই নিয়ে আসুন ঘরে লাগিয়ে নিন এবং সংগ্রহ করুন সারা বছর শ্যাম্পু। যে ফুল দেখতে পাচ্ছেন তার ভিতরে রয়েছে এক প্রকার পানির মতো জেলি। এটি মূলত সেই শ্যাম্পু। এই শ্যাম্পু চুলের ও শরীরে সাবান হিসেবে ব্যবহার করা যায়। নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া। নেই কোন কেমিক্যাল অথবা ফেনা আছে শুধু মিষ্টি সুগন্ধ, এই শ্যাম্পুটি একদম প্রাকৃতিক।