কষ্টের স্ট্যাটাস ২০২৩ । বুকফাটা কষ্টের স্ট্যাটাস ও ছবি
১.আমাদের ভিতরটা যখন কষ্টে ভরপুর হয়ে উঠে তখন কিছু কষ্ট উপচে পড়ে বাহিরে চলে আসে।
২.আমরা তার নাম দিয়েছি অশ্রু –
এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট ।
৩. নিজের পরিবারকে ভালোবাসো।কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউনা,এটাই বাস্তবতা.!
৪.কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।
৫.কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই।
নেই কোনো বর্তমান
নেই কোনো ভবিষ্যৎ,
কিন্তু শুধু মায়ার কারনে সম্পর্ক গুলোর টিকে তাকে।
৬.সবকিছু আছে তারপরেও কি যেন একটা নাই,
অনুভব করার নাম নিঃসঙ্গতা।
৭.সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।
৮.তুমি সেই কবিতা !
যা প্রতি দিন ভাবি লিখতে পারিনা ।
তুমি সেই ছবি ।
যা কল্পনা করি আঁকতে পারি না ॥
তুমি সেই ভালবাসা । যা প্রতিদিন চাই।
কিন্তূ তা কখনো-ই পাই না ॥
৯.বাইরের হাসিটা তো প্রতিদিন দেখো ।
– দাওয়াত রইলো,
একদিন ভেতরটাও দেখে এসো!।
১০.“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।